নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

This is my blog

মুহসিন

আমি মানুষ হয়ে থাকতে চাই, এপৃথিবীকে ভবিষ্যতের মানুষের জন্য আরো উপযুক্ত করে রেখে যেতে চাই, যেখানে মানুষ মানুষের জন্য হবে। এবং তার স্রষ্টাকে ভালোবাসবে।

মুহসিন › বিস্তারিত পোস্টঃ

এখন থেকে গার্মেন্টস কারখানা কিরকম হওয়া উচিৎ

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪

সরকার ও জনগণ মিলে এখন গুরুত্ব দেওয়া উচিৎ এখন থেকে আর কোন গার্মেন্টস-এ যাতে আগুন না ধরে, ভবন ধ্বসে না পড়ে, গার্মেন্টস শ্রমিকরা পদদলিত না হয়, অত্যাচারিত না হয়, বেতন বোনাস দেরীতে না পায়।

সেজন্য এ পদক্ষেপগুলো নেয়া যেতে পারেঃ



১। ভবনগুলো রিখটারস্কেল ৭.৫-৮.০ সহ্যক্ষমতাসম্পন্ন কিনা সরকারী/ বুয়েট টিম পরিদর্শন ও টেস্ট করতে পারে।

২। ভবনগুলো কাজের সময় তালাবদ্ধ থাকে কিনা এবং প্রশস্ত বিকল্প সিঁড়ি আছে কিনা, থাকলে দাহ্য বস্তুসমূহ কিভাবে আছে পরীক্ষা ও আকস্মিক পরিদর্শন-এর ব্যবস্থা করা।

৩। গোডাউন, ক্যান্টিন ও বৈদ্যুতিক তারগুলোর রক্ষণাবেক্ষণ নিয়মিত পর্যবেক্ষণ।

৪। প্রতিটি কারখানার পরিচালনা বোর্ডে একজন নির্বাচিত শ্রমিক প্রতিনিধি রাখতে হবে।

৫। শ্রমিকদের রক্ত ও অশ্রুভেজা গার্মেন্টস শিল্পে প্রতিটি কারখানার ২৫% শেয়ার শ্রমিকদের জন্য সংরক্ষিত থাকবে, যার লভ্যাংশ কেবল শ্রমিকদের কল্যাণে ব্যয় হবে।

৬। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের মজুরী নিশ্চিত করতে হবে। নতুবা, প্রতি দিন দেরীর জন্য নির্ধারিত হারে জরিমানা যোগ হবে। তারপরও কোনভাবেই তা ১৫ দিনের বেশী হবেনা।

৭। নিয়মিত ফায়ারড্রিল ও উদ্ধার প্রশিক্ষণের ব্যবস্থা করা।

৮। পারিবারিক সমস্যা ও দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য প্রয়োজনীয় বীমার ব্যবস্থা করা, যেমন চিকিৎসা বীমা, দুর্ঘটনা বীমা ইত্যাদি, যার পরিমাণ জনপ্রতি ৫-২০ লক্ষ টাকা বা কাছাকাছি হবে।



ইত্যাদি ইত্যাদি...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬

শফিক১৯৪৮ বলেছেন: ভবন মালিককে অবশ্যই আম্লীগের হতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.