![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে গেলে কার্বলিক এসিডের ব্যবহারের কথা শুনি। সাপ নাকি এই কার্বলিক এসিড থেকে দুরে থাকে!!
অনেকেই বলেন কার্বলিক এসিডে আগের মত কাজ হ্য় না কারন "ভেজাল "। এসিডে ভেজাল মেশানোর কারনে এর কার্যকারিতা কমে গেছে।
আপনাদের কেউ কি কার্বলিক এসিড ব্যবহারের অভিজ্গতা আচে? কি কারনে সাপ এই কার্বলিক এসিড থেকে দুরে থাকে........?
কারো জানা থাকলে তা শেয়ার করার অনুরোধ রইল।
২| ২৩ শে জুন, ২০১২ রাত ১০:০১
রিমন রনবীর বলেছেন: সাপে কার্বলিক এসিডের গন্ধ মনে হয় সহ্য করতে পারেনা।
এলার্জি আছে মনে হয় অথবা এসিডিটি
৩| ২৩ শে জুন, ২০১২ রাত ১০:০৩
অক্সিন বলেছেন: আমার রুমের পাশে পুকুর। তাই ভয়ে ভয়ে থেকে অবশেষে
কার্বলিক এসিড সংগ্রহ করে বাসায় নিয়ে এসেছি, প্রথমে
প্লাস্টিকের বোতলে এনেছিলাম। কিন্তু বোতল গলে যাওয়ায়
কাঁচের বোতলে রেখেছি। কার্বলিক এসিডের খুব ঝাঁজালো
গন্ধ। এখন তাই মুখ মাঝে মাঝে খুলি আবার বন্ধ করি।
কারণ ঝাঁজালো গন্ধের কারনে বেশি সময় মুখ খুলে রাখা
যায় না। তবে মনে হয় কাজ হয়। কারণ কোন সাপ এখনও
আসেনি।
৪| ২৩ শে জুন, ২০১২ রাত ১০:৩৬
মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন: দিপু নাম্বার টু মুভিতে কার্বলিক এসিড সমন্ধে প্রথম জানতে ও দেখতে পারি। এছাড়া আর কিছু জানি না।
৫| ২৪ শে জুন, ২০১২ রাত ১২:১৩
সাদা কলো বলেছেন: সাপের দেহে jacob;s organ নামক এক ধরনের smell detective organ থাকে যার সাহায্যে সাপ বাতাস থেকে গন্ধ নেয়।carbolic acid মিশ্রিত বাতাস যখন শ্বাস-প্রশ্বাসের সাথে সাপের দেহে প্রবেশ করে তখন সাপ বুঝতে পারে যে আশে-পাশের পরিবেশ তার জন্য নিরাপদ বা উপযুক্ত নয়,ঠিক যেমন টা হয় তেলাপোকা তাড়ানোর জন্য ন্যাপথালিন ব্যবহারে। আর এই কারনে carbolic acid এর জার বা বোতলকে খোলা রাখা হয় যেন সহজেই তা বাতাসে মিশে যেতে পারে
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১২ রাত ৯:৫৮
মির্জা মোহাম্মদ ছাবের আলম বলেছেন: আমাদের বাড়িতে ব্যবহার করেছিলাম, ফলাফল হতাশাজনক। মনে হয় ভেজাল এসিড ছিল।