নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সচেতন নাগরিক।

অিনন্দয মহসীন

সংবাদকর্মী

অিনন্দয মহসীন › বিস্তারিত পোস্টঃ

ভাড়াটিয়ারা আর কতকাল বাড়ীওয়ালাদের কাছে জিম্মী থাকবে?

২৫ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৬

(ঘটনা-১) রাজধানীর উত্তরায় একটি এ্যপার্টমেন্টের বাসিন্দা রাজু (ছদ্মনাম)। ৫ম তলায় থাকেন। লিফট জেনারেটর সবই আছে। সার্ভিস চার্জ প্রতিমাসে ৩০০০/- দিয়ে যাচ্ছেন। কিন্তু গত ৩মাস যাবত তাদের জেনারেটর নষ্ট, বিদ্যুৎ চলে গেলে লিফট বন্ধ। এরই মধ্যে একবার তার স্ত্রী লিফটে আটকে ছিলেন ১০ মিনিট, পরে দরজা খুলে অনেক কষ্টে উদ্ধার করা হয়।

এই বিল্ডিং এর মালিক ৫জন। যে ফ্লাটে তিনি থাকনে সেটার মালিককে জানানো হয়, ৫মালিকের মধ্যে আবার কমিটি আছে সেই কমিটির সেক্রেটারীকে জানানো হয় কিন্তু হচ্ছে, দেখছি বলে ৩মাস পর হলো।

স্বভাবতই বাড়ীওয়ালাকে বলা হলো ৩মাস যাবত জেনারেটর ঠিক করছেন না, তাহলে কি আগামী মাসে সার্ভিসচার্জ বন্ধ রাখবো? যেহেতু সার্ভিস পাচ্ছি না, চার্জ কেন দিবো? বাড়ীওয়ালার উত্তর এটা করতে পারবেন না, প্রয়োজনে বাড়ী ছেড়ে চলে যান। থাকলে থাকবেন না থাকলে নাই।

(ঘটনা-২) মিরপুর এলাকার বাসিন্দা জুথি। ৪-৫মাস যাবত তাদের এ্যপার্টমেন্টে দিনে ২ বার পানি দিচ্ছে কারণ পানি তোলার মেশিনে সমস্যা, সারাদিনে অপেক্ষায় থাকতে হয় কখন দিবে। আসলে আবার সেট রিজার্ভ করে ৪তলায় নিয়ে আসা। সারাদিন এভাবেই কষ্টে কাটছে তার। অথচ মাস শেষে বাড়ী ভাড়া ২২০০০টাকা আর পানির বিল সহ সার্ভিস চার্জ দিচ্ছেন ৪০০০টাকা। ফ্ল্যাটের মালিককে বললে নানা অজুহাত দেখিয়ে মাসের পর মাস নষ্ট করছে। কড়া কথা বলতে গেলে থাকলে থাকেন না থাকলে নাই, চলে যান।

এতো মাত্র দুটো ঘটনা তুলে ধরা হলো। এরকম লাখো ঘটনা ঘটছে বাড়িওয়ালা আর ভাড়াটিয়াদের মধ্যে। বাড়ীওয়ালাদের কাছে জিম্মী হয়ে আছে ভাড়াটিয়ারা। অপমানের কথা শুনেও মুখ বুঝে থাকতে হয় কিংব আমার শিপিং খরচ ও অগ্রীম দিয়ে বাসা ছাড়তে হয়। এর কষ্টের আর কি আছে?

কবে তৈরী হবে নীতিমালা, কবে কমবে বাড়ীওয়ালাদের দাপট আর অন্যায় আবদার। ভাড়াটিয়াদের কি এভাবেই বেচেঁ থাকতে হবে?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৯ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: অনেক ভালো বাড়িওয়ালাও আছে।

২| ২৫ শে মে, ২০১৯ রাত ৯:১৩

কালো যাদুকর বলেছেন: গত ১০০ বছরেও বাড়ীওয়ালাদের আচরনের পরিবর্তন হয়নি, ভবিষ্যতে হবেও না।

৩| ২৫ শে মে, ২০১৯ রাত ৯:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খারাপ বাড়িওয়ালাদের আচরণ কখনোই বদলাবে না। কয়লাকে ধোয়ার পর কোনদিন সাদা হতে দেখেছেন?

৪| ২৬ শে মে, ২০১৯ রাত ২:১২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এই বাড়িওয়ালাদের গ্রুপটা নতুন ইস্ট ইন্ডিয়া কম্পানি খুলেছে। বিদ্যুৎ বিল, গ্যাস বিল সব দিচ্ছি তারপরও বছর বছর ভাড়া বাড়াবে। সাথে এই শর্ত, সেই শর্ত। সেসবের প্রতিবাদ করলেই কমন ডায়লগ, "ভালো না লাগলে চলে যাও....

৫| ২৬ শে মে, ২০১৯ রাত ২:৪১

জাহিদ অনিক বলেছেন:
হুম্মম্ম

আগে গ্যাসের বিল দিতে হতো বাড়িওয়ালার কাছে তার ইচ্ছে মত, এখন প্রিপেইড মিটার হওয়াতে বাড়িওয়ালা নাখোশ!

৬| ২৬ শে মে, ২০১৯ ভোর ৪:৩২

মেঘ প্রিয় বালক বলেছেন: এদের বিরুদ্ধে কেউ কঠোর হয় না বলেই এ সব সমস্যা। কারণ বাড়ীওয়ালাদের প্রচুর টাকা,এই টাকার কারণেই গরম বেশি তাদের। এরা ভুলে গেছে এরাই গরিবদের রক্ত চুষে এখন অট্রালিকার মালিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.