![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।
Today or tomorrow you will be leaving
A far away to a divine land
I will be here, waiting forever,
holding the memory of you dear.
You need to go, you need to leave
fill with honour and you will survive
you will be the owner, you will be the best
and you will win the game, you will win the crest.
One last kiss on your sepulcher lips
another one is on your eye
Do not utter any word of love
Do not say goodbye!
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২
বনমহুয়া বলেছেন: তুমি চলে যাবে, মধু ক্ষন রবে
স্বর্গ ডাকিছে তোমায়
দূর থেকে দূরে, অজানার পারে
যেথা অশরীরিরা কথা কয় ।
আমি বসে রব ধ্রুপদীর মত
বুকে নিয়ে ক্ষত স্মৃতি
শামা পোকা দলে হেলা খেলা ছলে
গায় যেথা প্রেম গীতি।
যাবে তুমি সখা, যেতে হবে জানি
নাই দ্বিধা, নাই দুখ
জয় হবে তব অর্জূন সম
সেইটুকু থাক সুখ।
সৌর্য্যে বীর্য্যে বিত্তে বিলাসে
তুমি হবে জয়ী প্রিয়
সেই দুরবাসে এই অভাগীর
ভালোবাসাটুকু নিও।
২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
পার্থিব পার্থ বলেছেন: সুখ থাক জলের মত, কিংবা বারুদ
স্মৃতিগুলো ভিজে রবে আলত স্নেহের
মত দুঃখবিলাসে- হয়তো চোখ থেকে
নেমে আসা ঝরনা ধারায় ভিজবে অসুখ
হারিয়ে যাওয়া কোন অতৃপ্ত হৃদয়ে
না পাওয়ার বিষাদগুলো আবার তোমার
দিকেই আগুন হয়ে জ্বলবে, অন্ধকার প্রলয়ে।
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১০
বনমহুয়া বলেছেন:
From the colours of the rainbow
My love comes down with the rain
Thousand drops the sky cries,
glees my eyes and there is no pain
The colours red gives me warm
Joy sings with blue ,
With all rest of colours you don’t know that
My heart is always writing love letter to you!
৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৬
রক্তিম দিগন্ত বলেছেন: not bad... good poem... seems like a lyrics of song...
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১
বনমহুয়া বলেছেন: রক্তিমভাই ধইনা
৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
গেম চেঞ্জার বলেছেন: ভালই তো। (তবে বাংলা ব্লগে আসলেই বেমানান মনে হয় আমার কাছে)
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১
বনমহুয়া বলেছেন: আমাদেরও মনে হয়। তবে শখ হইলো আর শখের তোলা আশি টাকা।
৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: Do not say good bye.
nice one +
০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
বনমহুয়া বলেছেন: থেংকু।
৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
রুদ্র জাহেদ বলেছেন: তুমি চলে যাবে,মধু ক্ষন রবে
স্বর্গ ডাকিছে তোমায়
দূর থেকে দূরে, অজানার পারে
যেথা অশরীরিরা কথা কয় ।
আমি বসে রব ধ্রুপদীর মত
বুকে নিয়ে ক্ষত স্মৃতি
শামা পোকা দলে হেলা খেলা ছলে
গায় যেথা প্রেম গীতি।
যাবে তুমি সখা, যেতে হবে জানি
নাই দ্বিধা, নাই দুখ
জয় হবে তব অর্জূন সম
সেইটুকু থাক সুখ।
সৌর্য্যে বীর্য্যে বিত্তে বিলাসে
তুমি হবে জয়ী প্রিয়
সেই দুরবাসে এই অভাগীর
ভালোবাসাটুকু নিও।
দারুণ
০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রুদ্রভাই।
৭| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭
পার্থিব পার্থ বলেছেন: say, whatever you have to say.......
but just let me know that you are ok......
that will be enough for me........
miss you very much........
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
বনমহুয়া বলেছেন: When my absence make you cry
When my memory feels you dry
Do not think ever I will be missed by u
The way or how much I miss you ………..
৮| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৫
পার্থিব পার্থ বলেছেন: nothing to say, nothing to find
just one thing blow in the mind!
if you are ok all the time
that will be my happy rhyme!
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
বনমহুয়া বলেছেন: I’ll be Ok all the time
Because I know,
There is someone in the world
Who is thinking of mine…
My joy is his peace, my win is his gain
My sorrow is his distress; my cry is his pain…
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: I will be here, waiting forever,
holding the memory of you dear.
লাইনগুলো নির্মম বাস্তব ! !
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
পার্থিব পার্থ বলেছেন: Where to go, where to find
If you cry in the rain
tear will be gentle, kind.
Or storm will come to you
As love comes to the blind
When blankness occurs
In the broken mind!