নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি- আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা–

বনমহুয়া

আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।

বনমহুয়া › বিস্তারিত পোস্টঃ

তোর বুক থেকে দুই হাত দিয়ে মুছে দেবো স্মৃতিগুলো

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৫

তোর বুক থেকে দুই হাত দিয়ে মুছে দেবো স্মৃতিগুলো,
ছড়ানো ছিটানো এদিক ওদিক সব নস্টালজিয়া ধুলো।
কিংবা রমনা, বৈশাখী বেলা টিএসসি চত্বরে
ঝালমুড়ি আর চোখাচোখি দিন আষাঢ়ের ঝরঝরে।

তোর মন থেকে খুব অনিমেখে তুলে নিয়ে যাবো স্মৃতি,
ফাগুনের দিন, উদাস পবন মন ভোলানিয়া গীতি।
হিম হিম শীত কুয়াশার ভোরে পিকনিকে ছোটা বাস,
তোর কাঁধে রাখা আমার মাথাতে তোর ফেলে যাওয়া শ্বাস।

তোর প্রাণ থেকে ভোলাবো সে গান যেই গান আমি গাই
তোর পরানেতে এই প্রাণ দিয়ে রাখী বেঁধে দিয়ে যাই
বেঁধে দেওয়া সেই অদৃশ্য রাখি খুলে নেবো সযতনে
বিন্দু কিছুই থাকবেনা দাগ তোর ভুলে যাওয়া মনে।

তোর চোখ থেকে খুব আদরেতে ধুয়ে দেবো স্মৃতিগুলো
এক সন্ধ্যায় আমার অধর যেই চোখ ছুঁয়েছিলো।
স্মৃতিরা যখন থাকবেনা আর তুই হবি স্মৃতিহারা
দুঃখ বেদনা কিছুই রবেনা তুই রবি দিশাহারা।

মন্তব্য ৮২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ খুবই সুন্দর গোছানো কবিতা --- পড়তে ভীষণ ভাল লেগেছে

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ লাইলীআপা।

২| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৫

ফুলফোটে বলেছেন: এক সন্ধ্যায় আমার অধর যেই চোখ ছুঁয়েছিল...।


onek sundhor kobita..

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

বনমহুয়া বলেছেন: অনেক ধন্যবাদ ফুলফোটে।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪১

পার্থিব পার্থ বলেছেন: খুন করে ফেলবে নাকি????

তোমার পক্ষে তাও অসম্ভব না!!! :P

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

বনমহুয়া বলেছেন: তোমাকে খুন করবো কেনো? খুন করলে করবো ঝাঁটাকে। কার্পেটের ঝাঁটা।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: এভাবে মুছে দেয়া কী যায় !!! তবে ভাল হত । একে অপরেরটা মুছে দিয়ে চলে যেতে পারতো !!!

দারুণ কবিতা । ভাল লেগেছে ।

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

বনমহুয়া বলেছেন: একে অপরেরটা মুছে দিলে আর কোনো সমস্যাই নাই। ধন্যবাদ কথাকথিকেথিকেতন

৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৭

ফেরদৌসা রুহী বলেছেন: এমন যদি হত আসলেই অনেক ভালো হত।

ভাল লেগেছে কবিতার কথা।

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

বনমহুয়া বলেছেন: ফেরদৌসা আপা ধন্যবাদ। শুভকামনা।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৪

ধমনী বলেছেন: ভালো।

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ধমনীভাই।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৭

রাফা বলেছেন: মুছে দেওয়া বা মুছে ফেলা গেলে মন্দ হয়না।বিশাল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যেতো।কারণ সুখের সৃতি-গুলোও চোছ ভিজিয়ে দেয় কখনও কখনও।
চমৎকার কবিতার জন্য,ধন্যবাদ-বনমহুয়া।

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

বনমহুয়া বলেছেন: পড়বার জন্য ধন্যবাদ রাফাআপা।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ অগ্নিভাই।

৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

বনমহুয়া বলেছেন: সুমনভাই ধন্যবাদ।

১০| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: এত চমৎকার কবিতা। লিখতে পারেন ও বটে।

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

বনমহুয়া বলেছেন: মাহবুবুলভাই লজ্জা পাইলাম।

১১| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তোর চোখ থেকে খুব আদরেতে ধুয়ে দেবো স্মৃতিগুলো
এক সন্ধ্যায় আমার অধর যেই চোখ ছুঁয়েছিলো।
স্মৃতিরা যখন থাকবেনা আর তুই হবি স্মৃতিহারা
দুঃখ বেদনা কিছুই রবেনা তুই যেন দিশাহারা।



চমৎকার কাব্য ।

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ গিয়াসভাই।

১২| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

রুদ্র জাহেদ বলেছেন: এভাবে মুছে দিতে পারলে একরকম ভালো।ভালো লেগেছে কবিতা+

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

বনমহুয়া বলেছেন: একরকম না। খুবই ভালো হত।

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

হাবীব কাইউম বলেছেন: সুন্দর চিত্রকল্প। সুন্দর কবিতা। সুন্দর সুন্দর।

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ হাবীবভাই।

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭

রক্তিম দিগন্ত বলেছেন: বেশ ভাল ছিল কবতাটা!!!!

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

বনমহুয়া বলেছেন: কবতা? কবতা কি? কি বোর্ড ঠিক করান রক্তিমভাই।

১৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

গেম চেঞ্জার বলেছেন: কোবতে ভালৈসে। ++

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

বনমহুয়া বলেছেন: কবতা, কবতে কি শুরু করছেন আপনারা? আমার এমন একটি অমর প্রেমকাব্যের এত বড় অপমান? মানিনা, মানবো না।

১৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন: অপমান কই করলাম???

সবাই কবিতা বলতেছে। সবার মত একই কথা আর বলে লাভটাই বা কী? কবতা তো এইজন্যই বলা।

কি বোর্ড পারফেক্টলি ঠিক আছে আমার। নষ্ট হলে, আপনার ডাক্তার খানায়ই তো প্রেরণ করে দিতাম। :-B

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১

বনমহুয়া বলেছেন: সারছে। পাগলের সাথে সাথে কি এখন পাগলের কি বোর্ডেরও চিকিৎসা শুরু করণ লাগবে? B:-/

১৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯

রক্তিম দিগন্ত বলেছেন: খাইছে!!! কত বড় অপবাদ!!!!

কেডা পাগল???

/:)

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪

বনমহুয়া বলেছেন: আপনে আবার কেডা? নিজের ছবি আয়নায় দেখেন রক্তিমভাই।

তো লেখালিখি কি ছেড়ে দিলেন? নাকি মালটিগুলায় বিজি আছেন?

১৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ প্রামানিকভাই।

১৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১

রাফা বলেছেন: কেমনে কি.....! কি দেখে মনে হইলো আমি আপু?

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২

বনমহুয়া বলেছেন: স্যরি রাফাভাই। রাফা নাম দেখে আপা ভাবছিলাম।

২০| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ হাসানভাই।

২১| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২

কিরমানী লিটন বলেছেন: তোর চোখ থেকে খুব আদরেতে ধুয়ে দেবো স্মৃতিগুলো
এক সন্ধ্যায় আমার অধর যেই চোখ ছুঁয়েছিলো। -অসাধারণ,মন্ত্রমুগ্ধের মতো এক নিঃশ্বাসে পড়লাম,কবিতা নয়,মনে হলো-এ আমারই হৃদয়ের আহাজারি আর্তনাদের শব্দরুপ।অভিবাদন সুহৃদপ্রিয় আপু'নি বনমহুয়া,অনেক শুভকামনা জানবেন +++++

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ অসংখ্য অসংখ্য । অনেক বেশি আপ্লুত হইলাম।

২২| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫২

রক্তিম দিগন্ত বলেছেন: আমারে পাগল মনে হয় আফনের? কত্ত বড় অপবাদ। /:)

লেখালেখি?
কতগুলা যে অর্ধেকে আঁটকায়া আছে সীমা নাই তার। আজকে ইচ্ছা ছিল। কিন্তু আজকেও বসা হয়নি।
:(

আপনি রাফা নামকে আফা ভাবলেন? আমার অনেকগুলা নিক নেমের একটা রাফা। রাগেদুঃখে মইরা যাইতে ইচ্ছা করতেছে... X(

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

বনমহুয়া বলেছেন: না আপনাকে জাঁতে পাগল তালে ঠিক মনে হয় বলছি না?
আর লেখালিখি অনেকগুলা একসাথে শুরু করতে নাই। তাইলে মন উড়ু উড়ু হয়। যেটা লিখবেন একদম মন দিয়ে। লেখার মধ্যে ঢুকে যেতে হবে।

আপনার আবার রাফা নিকও আছে! সর্বরাশ! রাতুল নিক তাইলে অনেকগুলার একটা ছিলো।


রাগে দুঃখে মইরেন না ভাই আপনি ছাড়া এখনও আমাকে কেউ এমন নাই যে ভুল বুঝে নাই।:(

২৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৪

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর ফূটফুটে কবিতা। ভালো লেগেছে।

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ দূরবীনভাই।

২৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: দারুন কবিতা। খুব ভাল লেগেছে।

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ডানা আপা।

২৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৬

দ্র্রীঘাংচু বলেছেন: বাহ্। বেশ সুন্দর কবিতা।

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ দ্রীঘাংচুভাই।

২৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

অভ্রনীল হৃদয় বলেছেন: দুর্দান্ত প্রকাশ। দারুন ভালো লাগল :)

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ভাই। আপনিও ভালো থাকুন।

২৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: মহুয়া আপু, আমি ভাই। আপা বানায় দিলেন।

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

বনমহুয়া বলেছেন: নাহ আর পারা গেলোনা। এইখানে এত ভাই আপা আপা নিকে, কেমনে বুঝি?:( ওকে ডানাভাই মাফ করে দিয়েন এখন থেকে কাউরে যদি আর আপা কইছি। সবাইরে ভাই ডাকবো।:)

২৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: হা হা হা, আপু ব্লগে ঢুকে লেখা পরিয়েন। লেখকের লেখা বলে দিবে সে কে? মেয়ে নাকি ছেলে। এই ভুল আমিও বেশ কবার করে বিব্রত হয়েছি। =p~

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

বনমহুয়া বলেছেন: কিছু বলা যায়না ভাই।লেখা দেখে কেমনে লেখক লেখিকার জেন্ডার চিনবো। থাক দরকার নাই । বরং সবাই হোক ভাই।

২৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: চলবে। আলবৎ চলবে। ভাই সই। =p~

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

বনমহুয়া বলেছেন: ডানাভাই আপনার এমন নামের রহস্য কি?

ভ্রমর কইও গিয়া
শ্রীকৃষ্ণ বিরহের অনলে অঙ্গ যায় জ্বলিয়া আমার প্রিয় গান।

৩০| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

পার্থিব পার্থ বলেছেন: হাসলে হাস!!!! আমার কি?


:P

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

বনমহুয়া বলেছেন: আসলেই হাসি তোমার ফেসবুক দুঃখ ভোলার কবিতা দেখে। :P

৩১| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

ভ্রমরের ডানা বলেছেন: নামের রহস্য জানতে হলে দু একটা কবিতা পড়ে আসুন আমার বুঝে জাবেন।

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

বনমহুয়া বলেছেন: ঠিক আছে। এত করে কইতেছেন দু একটা না সব গুলাই পড়ে ফেলবো ডানাভাই।

৩২| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

ভ্রমরের ডানা বলেছেন: view this link

এই কবিতা পড়ে আসুন। নিরাশ করব না কথা দিচ্ছি।

ভ্রমর কইও গিয়া --
গান টা সুন্দর। আমার ও অনেক প্রিয়।

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

বনমহুয়া বলেছেন: ওকে অবশ্য অবশ্য পড়তেছি ডানাভাই।

৩৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

ভ্রমরের ডানা বলেছেন: ক্রিতদাস ফিরে এসেছে

এই কবিতাটি পড়তে পারেন। আগের লিংকটা ভুল হয়েছে।

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

বনমহুয়া বলেছেন: আপনি তো হাই থট লেখক ভাই। পড়ে আসলাম।

৩৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: আসলেই হাসি তোমার ফেসবুক দুঃখ ভোলার কবিতা দেখে। :P

হাস!!! কোন সমস্যা নাই। কিন্তু সামান্য ফেসবুক দিবে আমাকে দুঃখ??

এগুলা কি বল??????

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

বনমহুয়া বলেছেন: সেই তো

তোমার কি আর দুঃখ পেলে চলবে? :P

৩৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

গেম চেঞ্জার বলেছেন: আরেহঃ দুর!
কবিতাকে আদর করে ডাকি কোবতে....... ;) ;)

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০০

বনমহুয়া বলেছেন: আদর করে ডাকার আর কিছু খুঁজে পাইলেন না? আর ভাবীরে কি আদর কইরা ডাকেন ভবতে? মানে আপনার ভাবীরে। আবার অন্যকিছু মনে কইরেন না।

৩৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৩

গেম চেঞ্জার বলেছেন: ওহে ভগ্নি! বিশ্বাসে মিলায় তর্কে বহুদূর.....।
কোথায় কবিতা আর কোথায় ভাবী ডাকার সুর....

;) ;)

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫

বনমহুয়া বলেছেন: হা হা হা

মানে কাজ কাম নাই তো তাই আর কি একটু .....ফাইজলামী ম্যুডে আছিলাম ভ্রাতা। :P

৩৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: বাহ ।দারুন তো বনমহুয়া ।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

বনমহুয়া বলেছেন: স্মৃত মুছামুছি আসলেও দারুন।

৩৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭

পার্থিব পার্থ বলেছেন: কাল থেকে কয়েকদিনের জন্য একটু বিজি থাকব!! তবে স্মৃতি সাথেই থাকবে!! :P

ভালো থেকো। আনন্দে থেকো! :)

আমি আবার আসিব ফিরে
তোমাদের এই ভীড়ে!

মাত্র দুদিন পর! :)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০

বনমহুয়া বলেছেন: :(

৩৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪২

পার্থিব পার্থ বলেছেন: মহুয়া, মাথায় অনেকগুলো গল্পের প্লট ঘুরছে! এসেই তোমাকে সবগুলো বলব। :)

একটা হাসির ইমো দাও!

তোমাকে মন খারাপ করতে দেখলে কেমন যেন লাগে! মানে ঠিক স্বস্তি পাইনা!

৪০| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

বনমহুয়া বলেছেন: আচ্ছা


তাই হোক তবে তাই হোক


:)

৪১| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০২

পার্থিব পার্থ বলেছেন: :) :) :)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৯

বনমহুয়া বলেছেন: তোমায় দিলাম মহুল ফুলের কুঁড়ি

৪২| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০১

সানজিদা হোসেন বলেছেন: আপনার লেখা বরুনা আপুর মত। কবিতা অনেক অনেক সুন্দর হইছে

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আপা। বরুণা আপুর লেখা পড়তে হবে দেখতেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.