নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি- আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা–

বনমহুয়া

আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।

বনমহুয়া › বিস্তারিত পোস্টঃ

আমার মনে একটা কথা আছে, খুব গোপনে সঙ্গোপনে রাখা

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪



আমার মনে একটা কথা আছে
খুব গোপনে সঙ্গোপনে রাখা।
ছোট্ট রুপোর কৌটো করে ভরে
বুক পাঁজরের ঢাকনী দিয়ে ঢাকা।

শিষ দিয়ে যায় একটা দোয়েল পাখি
জানলা ঘেসে সূর্য্য ওঠা ভোরে,
শিউলী তলা স্নিগ্ধ কোমলতা
সুবাস ছড়ায় নিদ্রামাখা দোরে।

মেলি আঁখি পড়ে মনে তোকে
সবার আগে একটাই তোর নাম
তবুও তুই ফিরিয়ে রাখিস মুখ
অভিমানের দিলি না তুই দাম।

প্রহর গড়ায় সুয্যি ঢুলু ঢুলু
বসেই থাকি তোর আশাতেই চেয়ে
স্তব্ধ লগন বাজে না তোর বাঁশি
শ্রান্ত চোখে ক্লান্তি আসে ছেঁয়ে।

এমনি করেই কাটবে বুঝি বেলা?
সইবো আমি সকল হেলা ফেলা?
আমিও যদি যাই হারিয়ে দূরে
সাঙ্গ হবে তোর এ নিঠুর খেলা।

মন্তব্য ৬৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর কবিতা।ভাল লাগা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ মাহমুদুরভাই।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

কল্লোল পথিক বলেছেন: বাহঃ বাহঃ চমৎকার কবিতা

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ কল্লোলভাই।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

রুদ্র জাহেদ বলেছেন:

মহুয়া আপু

আমার মনে একটা কথা আছে
খুব গোপনে সঙ্গোপনে রাখা।
আমারও একটা কথা আছে সন্তর্পনে রাখা :) প্রাঞ্জল মোহময় পদ্য।
+++

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ বাহি। হ্যাপী নিউ ইয়ার।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

রুদ্র জাহেদ বলেছেন: উহুঁ, উইশ করি নাই!!!নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপুনি :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রুদ্রভাই।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

বনমহুয়া বলেছেন: আপনারেও ধন্যবাদ আর নতুন বছরের শুভেচ্ছা।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক ভালো লাগা।




নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপু্ত্র। শুভেচ্ছা

৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৫

রাফা বলেছেন: মেখি আঁখি পড়ে মনে তোকে...।
মেখি শব্দের অর্থটা কি বুঝতে পারছিনা।
নাকি ভুল ?

অলওভার চমৎকার হয়েছে কবিতা।
শুভ নববর্ষ,বনমহুয়া।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:২১

বনমহুয়া বলেছেন: মেলি হবে ।

মেখি হইলো কেমনে?

মেলি লিখছিলাম ।


শুভ নববর্ষ রাফা। নতুন বছর ভালো হোক।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৮

রক্তিম দিগন্ত বলেছেন: আপ্নে না পিচ্চি কইরা দুই লাইনের কবিতা লেইখা পোষ্ট দিছিলেন? ঐটাই তো ভাল আছিলো!! :(

এত বড় দিলেন ক্যারে? পড়ুম ক্যাম্নে এই কোবতে এখন??? B:-/

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

বনমহুয়া বলেছেন: ঐটা নাকি সামুর নীতি বিরুদ্ধ। সুমন কর ভাই বলছেন তাই পিচ্চি মুছে পিচ্চির বড় ভাইরে দিলাম।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

আরণ্যক রাখাল বলেছেন: সখী, বহে গেল বেলা,
শুধু হাসিখেলা,
একি আর ভাল লাগে?
বিরহ চাই| বিরহ ছাড়া আনন্দও পানসে|
চমৎকার কবিতা| সুন্দর|
নতুন বছরের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আরন্যক রাখাল।

বিরহ খারাপ।

বিরহ চাইনা।

আপনাকেও শুভেচ্ছা।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২

পার্থিব পার্থ বলেছেন: তোমার মন খারাপের দিনে
আর দেবোনা তোমার সাথে আঁড়ি
তোমার একলা লাগার ভীড়ে
আসব আমি আকাশ পাতাল ফাঁড়ি। :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০

বনমহুয়া বলেছেন: আকাশ পাতাল ফাঁড়ি কেনো?

কই ছিলা ডুব দিয়ে নাকি স্পেসে পালাইছিলা?

১১| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

লেখোয়াড়. বলেছেন:
আট প্রহরের কবিতা, হৃদয়ের আঁকি-বুকি দিয়ে সাজানো।
বিষয়বস্তু খুব গভীর না হলেও পড়তে ভাল লাগল।

নতুন বছরের শুভেচ্ছা বনমহুয়া।
৫ম ভাললাগা।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

বনমহুয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা লেখোয়াড়ভাই।

ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

পার্থিব পার্থ বলেছেন: তোমায় ভেবেই মনমাঝারে
ভাংতেছে এক সুখ!
সেই সুখের সৃষ্ট জলে
দেখি তোমার মুখ।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

বনমহুয়া বলেছেন: বুকের মাঝে আয়না আছে
তাইনা?
সেই আয়নায় মন যে দেখা
যায় না।

তাই তো তুমি ভুলটি বুঝে
চুপ।
দিলে আমায় অনেক দুঃখ
খুব।

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

পার্থিব পার্থ বলেছেন: হাত বাড়িয়ে দিলাম তবে
এবার আসুক স্পর্শ করার ক্ষ্ন
মন দিয়ে আজ ছুঁয়েই দেখি
ভাঙুক তোমার লজ্জাবতী মন! :P

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

বনমহুয়া বলেছেন: মন বাঁড়িয়ে ছুঁইয়ে দিলে
একটি লাজুক লতা।
স্তব্ধ হলো পৌষালী রাত
মৌন মুখরতা।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

পার্থিব পার্থ বলেছেন: মহুয়া, কই গেলা?

এবার কি আমি কান ধরে দাঁড়িয়ে থাকব?

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

বনমহুয়া বলেছেন: কান ধরে দাঁড়ায় থাকো।

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

আমি তুমি আমরা বলেছেন:




এমনি করেই কাটবে বুঝি বেলা?
সইবো আমি সকল হেলা ফেলা?
আমিও যদি যাই হারিয়ে দূরে
সাঙ্গ হবে তোর এ নিঠুর খেলা।

সুন্দর।ষষ্ঠ ভাললাগা রইল :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা।

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

উল্টা দূরবীন বলেছেন: অসাধারণ।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২১

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ভাই। দেরীতে জবাব দেবার জন্য দুঃখিত।

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৪

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ভাই

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

সানজিদা হোসেন বলেছেন: কি সুন্দর ! মুগ্ধতায় ছেয়ে গেল চারপাশ

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৪

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সানজিদাআপা।

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার মিষ্টি অভিমানী কবিতা। +++

আমিও যদি যাই হারিয়ে দূরে
সাঙ্গ হবে তোর এ নিঠুর খেলা।
না না, প্লিজ এমন করবেন না; সে না হয় নিঠুর একটু; তাই বলে আপনিও নিঠুর হলে কিভাবে হবে?

নতুন বছরের শুভেচ্ছা রইল।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৫

বনমহুয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। আর ধন্যবাদ বোকামানুষ।

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮

আলোরিকা বলেছেন: আপনার পোস্টের শিরোনাম , বিষয় , ছবি সব মিলিয়ে সব সময় ব্লগে একটা দারুণ মূর্ছনার সৃষ্টি হয় । এই পোস্টেও সেই মুগ্ধতা আছে কিন্তু কবিতার গাঁথুনি কিছুটা দুর্বল মনে হয়েছে ।

শুভ নববর্ষ । অনেক অনেক শুভ কামনা প্রিয় বনমহুয়ার জন্য :)

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৭

বনমহুয়া বলেছেন: এই মন্তব্যে লাইক দিলাম। প্রাণ থেকে শুভ কামনা আলোরিকা।

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

রক্তিম দিগন্ত বলেছেন:


পড়িলাম পুরোখানি কবিতাই
আহারে! এমন করিয়া যদি কেউ লেখিয়া দিত!!
রূপকথার মত কয়েকটা গল্প পেলেও,
সেই কবেই এই ধারাটা হইয়াছে গত! :(

সুন্দুর সুন্দুর।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৮

বনমহুয়া বলেছেন: আপনার সাথে কথা নাই। আপনি সেদিন জবাব দেন নাই কেন?

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০০

পার্থিব পার্থ বলেছেন: মহুয়া!ভয় পেয়েছো?

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০৬

বনমহুয়া বলেছেন:


পার্থ আমার চিৎকারে তো পাশের বাড়ির লোকজনও উঠে গেছে।সবার হাতে লাঠিসোটা। তারা ভেবেছিলো নিশ্চয় ডাকাত দেখেছি।:(

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৩

পার্থিব পার্থ বলেছেন: হা হা..…আমি চুপচাপ বসে ছিলাম। আর সবাইকে বললাম প্যানিক করার কিছু হয়্নাই।কিন্তু কে শোনে কার কথা?! :P

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৭

বনমহুয়া বলেছেন: আমার প্যানিক যদি দেখতা । এখন ভাবতেসি । দাদু তো আমার চিল্লানিতে হার্ট এ্যটাক খেত।

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩০

পার্থিব পার্থ বলেছেন: হা হা..……ভয় নেই। কিছু হবেনা। :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩২

বনমহুয়া বলেছেন: ঠিক তো? ভয়ে তো আবার ঘুমাতেই ভয় পাচ্ছি। যদি আবার আসে?

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৬

পার্থিব পার্থ বলেছেন: আবার আসলে আমার কাছে পাঠাইয়া দিও! ভয়ের কিছু নাই। ঘুমাও। :)

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৮

বনমহুয়া বলেছেন: আর ভয় পাইনা।

২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৫

রক্তিম দিগন্ত বলেছেন: খাইছে! আমি কবে কই আপনেরে কী জবাব দেই নাই? :-*

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০২

বনমহুয়া বলেছেন: দিসেন লেকিন ৪৮ ঘন্টা পর।

২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

রক্তিম দিগন্ত বলেছেন: আমি তো এখন ঢুকিই অনেক পরে পরে। আমার তো দোষ নাই কোন। B:-/

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮

বনমহুয়া বলেছেন: আরে এত ব্যাস্ততা কেন ভাই? ঠিক আছে ঠিক আছে রাগ করি নাই।

২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দখেলা ভাল লেগেছে ।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ কথাকথিকেথাভাই।

২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। শুভকামনা অনেক।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ অনেক অনেক খেয়ালি দুপুর।

৩০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর। পড়ে ভালো লাগলো। :)

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৪

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আলভীভাই।

৩১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

আইএমওয়াচিং বলেছেন: সহজ সরল প্রকাশভঙ্গি ভাল্লাগ্লো ।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৫

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ভাই।

৩২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৫

চাঁদগাজী বলেছেন:


কয়েক লাইনে আনেক কথা, অনেক অভিমান, অনেক আহ্বান, ভালো~

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪

বনমহুয়া বলেছেন: চাঁদগাজীর দূর্লভ প্রশংসামুলক কমেন্ট।

৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০০

ভ্রমরের ডানা বলেছেন: খুব ভাল লেগেছে অভিমানী কবিতা। লেখার সময় গাল ফুলিয়ে এসব লেখতে খুব ভাল লাগে।

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

বনমহুয়া বলেছেন: হা হা অসংখ্য ধন্যবাদ ডানাভাই।

৩৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

তানজির খান বলেছেন: বনমহুয়া নামেই একটা মিষ্টি ঘ্রাণ আছে, সেই ঘ্রাণ কবিতাতেও পেলাম ভাল মতই। সুন্দর কবিতা। শুভকামনা ও ভালবাসা রইল।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ অসংখ্য তানজির খান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.