![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।
সেদিন ছিলো ২৫শে ফেব্রুয়ারী। বেলা তখন প্রায় আড়াইটা হবে। আমাদের ব্যাচের প্রায় সবাই ছিলো হৈ হুল্লোড়বাজ। হৈ হৈ রৈ রৈ করে বই মেলায় অকারনেই ঘুরছিলো সবাই। বইমেলার প্রায় শেষের দিক ছিলো সেটা তবুও আমাদের মহানন্দ যজ্ঞের তাতে বিন্দুমাত্র কমতি ছিলো না। সবার মাঝে শুধু একজনকেই সেদিন খুব স্পেশালভাবেই আলাদা করে ফেলি। উদাস উদাস, সকলের মাঝে থেকেও সবার থেকে আলাদা, একটু খাপছাড়া, একটু চিন্তুক, আতেল টাইপ একজনকে। কোনো দিকে যেন খেয়ালই নেই তার। নিজের মনে ভাবছেন কত কিছু। মনে মনে ভাবছিলাম ঢং আর কি। একটু অংহকারীও মনে হয়। হুহ এই ঢং বা অহংকারের কি আছে রে তোমার ভাই?
পাত্তা দেবো না, দেবো না ভাবলেও কেনো যেন তার দিকেই বার বার মন চলে যাচ্ছিলো আমার। চকচকে হলুদ পাঞ্জাবীর সাথে রংচটা স্যান্ডেল, কুচকানো প্যান্ট, এক মুখ খোঁচা খোঁচা দাঁড়ি । ছি ছি কোনো কান্ড জ্ঞান, ছিরিই নেই দেখছি এর। সবার থেকে আলাদা হয়ে দেখি কি একটা বই নাড়া চাড়া করছেন উনি। পাশে গিয়ে উঁকি দিয়ে দেখি, Critique of the Gotha..... পুরো নামটাও পড়তে পারলাম না বইটার। বাবা এই সব কি পড়ে রে !
আমি যেন কিছুই দেখছিনা এমন ভাব করে একটা বই হাতে তুলে নিলাম তারপর ওকে জিগাসা করলাম,
-তোমার নাম কি? সে ভীষন অবাক হয়ে চোখ তুলে চাইলো আমার দিকে। বললো,
-পার্থ।
এত অবলীলায় বললো যে আমি মুগ্ধ হয়ে গেলাম! আর সবচাইতে বেশি মুগ্ধ হলাম ওর ভয়েস শুনে। এই গমগমে ভয়েসটা ওর এই কুচকানো প্যান্ট, রং চটা স্যান্ডেল আর এই খোঁচা খোঁচা ছিরি ছাদের সাথে মোটেও যায়না। মানে ঠিক খাপ খায়না। আমার মুগ্ধ ভাবটা ওকে বুঝতে না দিয়ে ব্যাগ থেকে তড়িঘড়ি একটা পেন বের করে বইটাতে লিখলাম,
পার্থ,
আজকের এই মধ্য দুপুরের স্মৃতিটাকে,
আজীবন স্মরণীয় করে রাখার জন্য তোমাকে দিলাম
এই "হিমুর মধ্যদুপুর"
মহুয়া
তারপর সেটা প্যাক করে ওর হাতে দিলাম। ও হা করে চেয়ে রইলো। পার্থের সাথে প্রথম পরিচয়ের সেই ছিলো অমূল্য ক্ষন। এই ছন্নছাড়া ছেলেটাকে ঠিকঠাক শেইপের মাঝে আনতে সেদিন থেকেই লেগে গেলাম আমি, মানে মনে মনে আর কি। মনে মনে স্থির করে ফেললাম এই মধ্য দুপুরের হিমুকে আমার মানুষ করতে হবে।
কিন্তু কোথায় হিমু? মানে পার্থ। পরদিন থেকেই গায়েব সে। কোথাও তাকে দেখি না, খুঁজে পাই না। আমি মনে মনে সারাক্ষন ওকে খুঁজে বেড়াই। দীর্ঘ নয় নয়দিন পর হঠাৎ এক সকালে মন খারাপ করে ক্যান্টিনে বসে আছি একা একা। হঠাৎ দেখি উনি আসছেন উস্কখুস্ক চুল, আরও বেড়ে যাওয়া দাঁড়ি। বিচ্ছিরি ঘুম ঘুম চোখ মুখ নিয়ে উনি একটা টেবিলে এসে বসলেন। যথারীতি কোনোদিকে খেয়াল নেই তার। আমি যে জলজ্যান্ত একটা মানুষ এইখানে বসে আছি সেটা উনার নজরেই আসলোনা। এমন রাগ হলো। দুম করে গিয়ে বসলাম ওর সামনে। রাগে গা জ্বলছিলো আমার। জানতে চাইলাম,
-কোথায় ছিলে এতদিন?
পার্থ বেশ অবাক হয়ে চাইলো। ঘুমের ঘোর মনে হয় তখনও কাটেনি।
আমি আবারও বললাম,
- কোথায় ছিলে বলো এখুনি।
সে হঠাৎ আমাকে অবাক করে দিয়ে ভীষন খেপে উঠলো,
- কোথায় ছিলাম মানে? এইভাবে জিগাসা করছো কেনো? কোথায় ছিলাম তোমাকে বলতে হবে? তুমি এইভাবে কথা বলার কে?
চড়া গলায় ওর প্রশ্ন শুনে আমি বিস্ময়ে হতবাক! চোখ ফেটে কান্না এসে গেলো। আমি ওর সামনেই দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে উঠলাম। আমার কান্না দেখে পার্থ ভীষন ভয় পেলো এবার। সে বললো,
- আরে কি ব্যাপার ? থামো, কান্নাকাটির কি হলো? হয়েছে কি?
ক্যান্টিনের লোকজন সব আমাদের দিকে কৌতুহলী দৃষ্টিতে তাকাচ্ছিলো। সে তাড়াতাড়ি আমার হাত ধরে ক্যান্টিন থেকে বের হয়ে আসলো।
আমি কথাই বলতে পারছিলাম না। আসলে আমার কান্না যে পার্থের কাছে এত কার্য্যকরী হবে সে কথা সেদিনই বুঝে গিয়েছিলাম আমি। সেদিনই পার্থ প্রতিজ্ঞা করেছিলো। ওর উপর যত যাই আসুক ও কোনোদিন আমাকে আর কাঁদতে দেবেনা। বুঝে গেলাম আমি যে কোনো অন্যায় আবদারও মেনে নেবে পার্থ যদি আমার চোখের এক ফোটা জল ঝরে।
এই সুযোগ কাজে লাগিয়ে আমি অবশ্য প্রায়ই ওকে ব্ল্যাকমেইল করি।
পার্থকে এই হিমু টাইপ ছন্নছাড়া জীবন থেকে সুশৃঙ্খল জীবনে ফিরিয়ে আনবো বা আমার মনের মত করে গড়ে তুলবো যত যাই মনে মনে ভেবে ভেবে ওর প্রেমে পড়ে গিয়েছিলাম আমি তার এক ফোটা পরিবর্তন যদিও আনতে পারিনি আজও। আমার সাথে ওর চিন্তাধারা, লাইফস্টাইলের নব্বই ভাগ অমিল ।তবু পার্থ ইজ পার্থ আর অনেক পরে হলেও বুঝেছি আসলে এই হিমু টাইপ একরোখা পার্থকেই আমি ভালোবাসি। ছন্নছাড়া, উদাসী, এলোমেলো বা যা মনে চাই তাই করে ফেলা শুধু আমার কান্নাতেই কুপোকাত হয়ে যাওয়া এই পার্থকেই।
পার্থ ইউ আর দ্য অনলি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড এ্যন্ড ইউ নো রেস্ট অফ দ্যা ওয়ার্ডস....
See I know a little bit something good
Always comes out of a little bit something bad
And I wasn't looking for someone new
Till you came down
Giving me the best that I've had
And now you're on my skin
Body to body
Working me out
Yeah you, you play to win
Rocking me steady
Round after round....
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪
বনমহুয়া বলেছেন: হ্যা সেটা ফাল্গুন দুপুরের ফল্গু ধারা ছিলো।
চোখে নাকি চোখের জলে? কোথায় দেখছিলে?
২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০
পার্থিব পার্থ বলেছেন: আমার চিত্ত তোমায় নিত্য হবে
সত্য হবে –
ওগো সত্য, আমার এখন সুদিন।
ঘটবে কবে।
সত্য সত্য সত্য জপি,
সকল বুদ্ধি সত্যে সঁপি,
সীমার বাঁধন পেরিয়ে যাব
নিখিল ভবে –
সত্য তোমার পূর্ণ প্রকাশ
দেখব কবে।
তোমায় দূরে সরিয়ে মরি
আপন অসত্যে।
কী যে কান্ড করি গো সেই
ভূতের রাজত্বে।
আমার আমি ধুয়ে মুছে
তোমার মধ্যে যাবে ঘুচে,
সত্য, তোমায় সত্য হব
বাঁচব তবে –
তোমার মধ্যে মরণ আমার
মরবে কবে।
তোমার চোখে এবং চোখের জলে।
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
বনমহুয়া বলেছেন: সীমার মাঝে অসীম তুমি বাঁজাও আপন সুর
তোমার মধ্যে আমার প্রকাশ তাই এত মধুর।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪
প্রামানিক বলেছেন: চমৎকার পার্থ কাহিনী। ভাল লাগল।
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ প্রামানিকভাই।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
গুলশান কিবরীয়া বলেছেন: বাহ !! সুন্দর প্রেম চলছে তো এখানে , মধুর মধুর প্রেম । তোমাদের জন্য কি আশীর্বাদ করবো জানি না । আমার তো মনে হয় প্রেমে জয়ী হলেও শান্তি নেই আর না হলেও বোধ হয় শান্তি নেই । তারপরও বলবো সফল হোক তোমাদের প্রেম , অমর হোক ভালোবাসা । চিরজীবন সুখী হও ।
বড় সুন্দর করে লেখ তুমি বনমহুয়া । ভালো লাগলো ।
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮
বনমহুয়া বলেছেন: প্রেমের সফলতা কি?
সকলে ভাবে বিয়ে শাদী না হইলেই প্রেম বিফল।
আমার তো মনে হয় প্রেমে জয়ী হলেও শান্তি নেই আর না হলেও বোধ হয় শান্তি নেই ।
এই জয়ী হওয়াও নিশ্চয় বিয়ে বুঝাইছেন।
গুলশানআপা পার্থ কাহিনী পড়লেন, খুশী হলাম।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯
গুলশান কিবরীয়া বলেছেন: ট্রেডিশনালি তো ওটাকেই সফলতা বলে । যেহেতু সমাজবদ্ধ জীব আমি , তাই সফল বলতে বিয়েটাকেই বুঝি গো ।
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩
বনমহুয়া বলেছেন: বুঝছি আপা। বাট বিয়ে না করলেই মনে হয় সেই প্রেম জয়ী হয়। দেখেন না বিয়ের পর মানুষ কেমনে ঝগড়া করে এই তুমি না এই কইছিলা, সেই কইসিলা আর এখন?
তাই প্রেম প্রেমেই থাকলে ভালো তাইনা?
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
ইমরাজ কবির মুন বলেছেন:
ব্ল্যাকমেইল করা ঠিক না!
গুড লাক ||
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
বনমহুয়া বলেছেন: মানে কথা না শুনলে কান্না করে ব্লাকমেইল করা লাগে ।
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬
আলভী রহমান শোভন বলেছেন: বাহ ! প্রেম প্রেম পাগলামি !
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
বনমহুয়া বলেছেন: পাগলামি না।
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩
ভ্রমরের ডানা বলেছেন: এভাবে ভালবাসা যায়,
এভাবেও ভালবাসা যায় ---
এভাবেই ফিরে আসা যায়
ও ইয়ে-- -
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
বনমহুয়া বলেছেন: যায় তো ডানাআপা।
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬
ভ্রমরের ডানা বলেছেন: আপা??? ও নো। আমারে মেয়ে মনে করছেন। ইয়া মাবুদ।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০
বনমহুয়া বলেছেন: ডানাভাই। কেমন আছেন?
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮
চাঁদগাজী বলেছেন:
ভাবছি, ময়লা প্যান্ট, শার্ট পরে, চুল দাঁড়ি না কেটে ঢাকার রাস্টায় রাস্তায় ঘুরবো!
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
বনমহুয়া বলেছেন: ঘুরে লাভ নাই। এইভাবে ঘুরতে গেলে আপনারে আরও ৫০ বছর কমাতে হবে।
বুড়ামানুষে হিমু হয়না।
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
পার্থিব পার্থ বলেছেন: মায়ার পুকুরে ডুব দিয়ে দেখিনি কখনো
তোমাতেই অবিরাম ডুব সাঁতার আমার
তুমি আগুন হলে উত্তাপে পুড়ে যাই
জল হলে গড়িয়ে পড়ি তোমার অতলে!
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১
বনমহুয়া বলেছেন: গড়িয়ে পড়ার আগেই,
আঁজলা পেতে তুলে নেই তোমাকে,
সযতনে ধরে রাখি
হৃদয়ের খুব কাছে,
পুড়ে পুড়ে খাঁটি হই সে আগুনে,
যে আগুন জ্বালাও তুমি জলে
বিদগ্ধ ভালোবাসার ছলে
ভেজাও বার বার.....
১২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
পার্থিব পার্থ বলেছেন: Everybody needs inspiration
Everybody needs a song
A beautiful melody
When the nights are long
'cause there is no guarantee
That this life is easy
Yeah when my world is falling apart
When there's no light
To break up the dark
That's when I, I
I look at you
When the waves are flooding the shore
And I can't find my way home any more
That's when I, I
I look at you
When I look at you
I see forgiveness
I see the truth
You love me for who I am
Like the stars hold the moon
Right there where they belong
And I know I'm not alone
Yeah when my world is falling apart
When there's no light
To break up the dark
That's when I, I
I look at you
When the waves are flooding the shore
And I can't find my way home any more
That's when I, I
I look at you
You appear just like a dream to me
Just like kaleidoscope colors that cover me
All I need
Every breath that I breathe
Don't you know you're beautiful
Yeah, yeah, yeah
When the waves are flooding the shore
And I can't find my way home any more
That's when I, I
I look at you
I look at you
Yeah,
Whoa-oh,
You appear just like a dream to me
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫
বনমহুয়া বলেছেন: When you came to me with your bad dreams and your fears
It was easy to see that you'd been crying
Seems like everywhere you turn catastrophe it reigns
But who really profits from the dying
I could hold you in my arms
I could hold you forever
I could hold you in my arms
I could hold you in my arms forever
When you kissed my lips with my mouth so full of questions
It's my worried mind that you quiet
Place your hands on my face
Close my eyes and say
Love is a poor man's food
Don't prophesize
I could hold you in my arms
I could hold you forever
And I could hold you in my arms
I could hold you forever
So now we see how it is
This fist begets the spear
Weapons of war
Symptoms of madness
Don't let your eyes refuse to see
Don't let your ears refuse to hear
Or you ain't never going to shake this sense of sadness
I could hold you in my arms
I could hold on forever
And I could hold you in my arms
I could hold forever
১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯
আলোরিকা বলেছেন: তোমাদের দুষ্ট - মিষ্টি ,পাগল পাগল প্রেমকাহিনী বেশ ভালই লাগছে ! অনেক অনে........ক শুভ কামনা পার্থ - মহুয়া ।
অফ দ্য রেকর্ড তোমরা কি জাহাংগিনগরিয়ান ?
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩
বনমহুয়া বলেছেন: আলোরিকা আপা ধন্যবাদ।
না আমরা জাহাংগিনগরিয়ান না।
১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
আরণ্যক রাখাল বলেছেন: পার্থরে ফলো করা লাগবে| ভাই, কেমনে এত ভাব নিয়া মেয়ে পটানো যায় আমারে বলে যান পিলিজ| আই এম পুরাই পাঙ্খা| একটু ভাব নিয়া চলতে চাই!
জাস্ট কিডিং
আন্টি, চোখের জল খুব খ্রাপ| ঐটা সবাই বাসের হ্যান্ডেলের মত ইউজ করে| সো স্যাড
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
বনমহুয়া বলেছেন: আজ পার্থের ম্যুড অফ আছে। চোখের জল আমার কাছে খুবই ভালো অস্ত্র। ইডাই ইউজ করবাম।
১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আরণ্যক কপি করলাম।
দাঁড়ি তো আমারো আছে। খোঁচা খোঁচা। কাজ হয় না ক্যান?
ফিউচার জেনারেশনের পোস্টও এই ব্লগেই চাই।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬
বনমহুয়া বলেছেন: আপনি পার্থ না তাই কাজ হয় না।
১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি পার্থ নই এটা যেমন বাস্তব সত্য। সবাই বনমহুয়া নয় এটা তেমন চরমসত্য।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২
বনমহুয়া বলেছেন: এই তো এইবার আসল সত্য ধরেছেন।
১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩
পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: গড়িয়ে পড়ার আগেই,
আঁজলা পেতে তুলে নেই তোমাকে,
সযতনে ধরে রাখি
হৃদয়ের খুব কাছে,
পুড়ে পুড়ে খাঁটি হই সে আগুনে,
যে আগুন জ্বালাও তুমি জলে
বিদগ্ধ ভালোবাসার ছলে
ভেজাও বার বার.....
নেশার মত কিছু নও তুমি
বরং তোমাতেই ধ্যানমগ্ন সুখ!
তোমার চোখের জলেই প্রিয়তমা
আমার সব অধরা অসুখ!
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
বনমহুয়া বলেছেন: চোখের জলে নাও ভাসিয়ে প্রিয়
আসলে যেদিন আকুল হিয়ার কূলে
ধ্যানী ঋষির ভাঙ্গলো বিফল ধ্যান-
সাজিয়ে দিলাম চরণ ফুলে ফুলে।
১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
পার্থিব পার্থ বলেছেন: আদিম নরনারী যেমন গুহার বুকে
এঁকেছিল ভালোবাসার প্রথম পদচিহ্ন
তেমন করে তোমার অস্তিত্ব আমার
রক্তে ঝড় তোলে অবিরাম উত্তাপে!
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২
বনমহুয়া বলেছেন: অস্তিত্বে থাকুক প্রথম আদি শক্তি
প্রমত্ব বন্যার বুকে ভাসুক প্রেম-ভেলা
পরমোজ্বল জ্যোতি জ্বলুক
তোমার উন্নত ললাটে -
আঁকবো সেথায়
সহস্র রঙ্গিন প্রজাপতি-
উষ্ণতার চুম্বনে চুম্বনে-
ডানা মেলে উড়ে যাবে তারা ঐ গগনে
রঙ্গিন তারায় ভরে যাবে সাঁঝের বেলা
আকাশে বাতাসে ঐশী বাণী
বাঁজবে মঙ্গল সন্ধ্যায়।
১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
পার্থিব পার্থ বলেছেন: যদি বলি ভালোবাসি
হাতটা বাড়াও!
জানি হেসেই খুন
হবে খুব!
যদি বলি তোমার
স্পর্শে কাতর হব
বলে আমার এই
অনন্ত প্রহর!
জানি লজ্জায় লাল
হয়ে আমায় দিবে
উত্তাপের নীল শিখা!
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
বনমহুয়া বলেছেন: হাত বাড়ালে হাতে দেবো
নীল পদ্ম
নীল শিখায় পোড়ে হাত।
স্পর্শে ফুটুক লক্ষ কোটি
চন্দ্র তারার ফুল,
আলোকিত হোক
গভীর তিমির রাত।
২০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
পার্থিব পার্থ বলেছেন: শুন্য শুন্য মন
তুমিহীনা থাকে শুধু
শুন্য এ ক্ষণ!
কই তুমি?
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৪
বনমহুয়া বলেছেন: তোমার শুন্য মনের শুন্য বনে
বুনছি ভালোবাসা,
ফুটুক সেথায় রক্ত গোলাপ
.......................
২১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১
বনমহুয়া বলেছেন: অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে.....
তোমাকে আমি হৃদয়ের আলোকেই দেখি, পার্থীব কোনো আলোর প্রয়োজন নেই সেথায়।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না
এক কে করি দুই।
হেমের মাঝে শুই না যবে,
প্রেমের মাঝে শুই
তুই কেমন কর যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি।
তবুও তুই বলিস যদি যাই,
দেখবি তোর সমুখে পথ নাই।
২২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১
জেন রসি বলেছেন: আমি আবার এইসব ব্যাপারে জ্ঞানহীন!
তবে পড়তে ভালোই লাগতেছিল।
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২
বনমহুয়া বলেছেন: জ্ঞান আহরোন করেন। শিক্ষার শেষ নাই। কোনো ব্যাপারেই অজ্ঞতা ভালো না।
২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আহা... হারিয়ে গেলাম লেখায় ও মন্তব্যে।
পোস্টের মধ্যেও লেখা
মন্তব্যের মধ্যেও লেখা
সকলে একাকার!
পোস্টদাতা ও মন্তব্যদাতার যৌথ একটি চমৎকার লেখা।
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ মাঈনউদ্দিনভাই।
২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩২
পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: অস্তিত্বে থাকুক প্রথম আদি শক্তি
প্রমত্ব বন্যার বুকে ভাসুক প্রেম-ভেলা
পরমোজ্বল জ্যোতি জ্বলুক
তোমার উন্নত ললাটে -
আঁকবো সেথায়
সহস্র রঙ্গিন প্রজাপতি-
উষ্ণতার চুম্বনে চুম্বনে-
ডানা মেলে উড়ে যাবে তারা ঐ গগনে
রঙ্গিন তারায় ভরে যাবে সাঁঝের বেলা
আকাশে বাতাসে ঐশী বাণী
বাঁজবে মঙ্গল সন্ধ্যায়।
অস্তিত্ব আজ মিশে গেছে তোমার
চোখের তারায় ভেসে থাকা
আমার নতজানু হৃদয়ের কামনায়!
এ কেমন চুম্বন এঁকে দিলে
উন্মক্ত উৎসবের বহ্নিশিখায়!
আমি কি মরেই গেছি তবে!
তোমার স্পর্শসুখের হেমলক
আজ আমার রক্তে আগুন জ্বালায়!
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪
বনমহুয়া বলেছেন: রক্তে তোমার জ্বলুক আগুন শিখা
স্পর্শ তোমার তুলুক উন্মাতাল,
ঝড়ের বাণীর উদ্ভুত ফুৎকারে
এক হয়ে যাক প্রলয় মহাকাল।
চোখের তারায় ভস্ম, কমল পোড়ে
ধ্বংসে কাঁপে বিধ্বংসী সুর বীণা
ক্ষীপ্র হাতের দক্ষ বাদন বাজে
হার মেনে যায় ক্ষিপ্ত ভুজঙ্গিনা।
২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬
পার্থিব পার্থ বলেছেন: এবার বুঝি ডুবেই যাব!
এবার বুঝি ঝড়
তোমার মনে অতল
তলে আমার মরন!
এবার বুঝি ভেসেই যাব
এবার বুঝি বান
তোমার দেওয়া স্বপ্নসুখে
শোনাবে কি গান?
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১
বনমহুয়া বলেছেন: স্বপ্নসুখে ভাসবে তরী
হাসবে দখিন হাওয়া
তুমি আমার এক জীবনের
একটামাত্র পাওয়া।
২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
চোখের কাঁটা বলেছেন: হেই ফুচকা লাগবে ফুচকা! গরম গরম ফুচকা........!! আপনাগো কি ফুচকা লাগবো বিরাদার এন্ড সিসটর? খুব স্বস্তা!
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
বনমহুয়া বলেছেন: আনছেন ভালো কথা। আপনার ফুচকা খামু না। আমার সন্দেহ তাতে বিষ মেশানো আছে। আমি খাবো না। পার্থরেও খাইতে দেবো না।
তবে এক প্যাকেট সিগারেট আনতে পারেন।
২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
জেন রসি বলেছেন: আপনাদের কেউ ডিস্টার্ব করলে আমাকে বইলেন!!
আমি গান গাব!!!!
প্রকাশ্যে চুমু খাওয়া এ দেশেতে অপরাধ
ঘুষ খাওয়া কখনোই নয়!!!
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯
বনমহুয়া বলেছেন: কেউ ডিস্টার্ব করলে আমার কাউকেই লাগবেনা। Taekwondo ব্লাকবেল্ট আছে। পিডায়া ভুত ছুটাই দেবো।
কিন্তু আপনার সদিচ্ছার জন্য আন্তরিক ধইন্যবাদ জেনভাই।
আমরা এই দেশে প্রকাশ্যে চুমু খাওয়া নির্দোষ প্রমান করবো ভাবতেসি।
২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
রক্তিম দিগন্ত বলেছেন: ফুচকালা তো ফুচকার গাড়িই হারায়া ফেলছিল - জাস্ট আপনাদের জন্য বহু কষ্টে উদ্ধার করে এনেছে!!!!
খেয়ে ফুচকালা ও ফুচকাকে অপমান করিবেন না কিন্তু!!!!
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫
বনমহুয়া বলেছেন: আপনার সাথে কথা নাই। আপনি আমাকে ভুলে গেছেন। নয়তো অনেক দাম বাড়ছে আপনার।
২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
কল্লোল পথিক বলেছেন: চমৎকার পার্থ উপাখ্যান
বেশ হয়েছে তবে আপনার কবিতাই বেশী চমৎকার হয়।
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ কল্লোলভাই।
৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
চোখের কাঁটা বলেছেন: মাইয়া মানুষ সিগারেট খাইতে হয় না আপা! পড়েন নাই ধুমপান স্বস্থ্যের জন্য ক্ষতিকর! সুতরাং একজন বিবেকবান ব্যক্তি হিসাবে আমি আপনারে এমন ক্ষতি করতে পারি না! হাজার হইলেও আপনি আমাগো আপা!
তয় আমার ফুচকায় বিষ থাকবো ক্যান আপা! এমন কইরা কইলে কলিজায় আঘাত লাগে আপা! আপনারে কত্ত ভালবাসি আপনি চানেন?
ভাবছিলাম আপনারা শুকনা মুখে কথা কইতাছেন তা আমি একটু আপনাগো জন্য সেবা করি! হাজার হইলেও মোগো একটা দ্বায় দ্বায়িত্ত্ব আছে না?
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১
বনমহুয়া বলেছেন: আবার মাইয়া ছেইলা শুরু করছেন? মাইয়ামানুষ কেন খাবেনা?
হ পড়ছি ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেখানে ছেইলা মাইয়া নাই। উভয়ের জন্যই ক্ষতিকর।
ঠিক আছে ভালোবাসেন যখন বলছেন, মিথ্যা কইরা কইলেও বিশ্বাস করার চেষ্টা করলাম। যান ফুচকা আনেন। বিষ মিশানো ফুচকাই খাই এক প্লেট । তয় পার্থরে খাইতে দেবোনা। আমি মরে যাবো তবুও তাকে মরতে দেবোনা।
৩১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
চোখের কাঁটা বলেছেন: বনুপা (বন মহুয়া হবে, কিন্তু অত বড় করে ডাকার সময় নাই)!া আপনার কিন্তু আমাকে শুধু শুধু ভুল বোঝেন! দেখেন কিছু প্রেমের গল্প দেখতেও আরাম আবার করতেও আরাম! যদিও আপনার সিট বুকনা থাকলে একটা ট্রাই মারতাম। কিন্তু সিটতো বুক। আর সেজন্য এখন আপনার কাছাকাছি থেকে আপনারে হেল্পাইতেছি! যাতে আপনাদের ফেরেম সব সময় জাপনি আডার লাহান শক্ত এবং মজবুত থাকে!
আর একটা কথা, জিনি ভাউ কিন্তু পোলাডা মোটেও সুবিধার না। ঐ যে কথায় আছে না কিছু গান শুনতে ভাল লাগে। আর কিছুগান থামলে ভাল লাগে। জিনি ভাউ হইলো গিয়া থামার দলে। সুতরাং উনার থাইক্কা ১০০ মাইল দূরে থাহেন! দেখেন, নিজেগো লোক ভাইব্বা কইতাছি। মান না মানা আপনার ব্যাপার!
পরিশেষে শুভ হোক আপনাদের ফেরেম!
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪
বনমহুয়া বলেছেন: আপনি টেরাই মারার আগেই আপনারে Chang Hon-style taekwondo দিয়া চ্যাং দোলা করে ছুড়ে মারতাম কারণ পার্থ ছাড়া নো চান্স।
জিনিভায়ের গান পরে শুনুম আপনার গান শুনান ।
৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩
রক্তিম দিগন্ত বলেছেন: আমার কত কাজ অইটা কি জানেন!!!
প্রথমে, সিগারেট চাইছেন - তাই স্পেশাল বোটকা গন্ধওয়ালা সিগারেট খুজছি।
তারপর ফুচকালা, তারপর ফুচকালার গাড়িরে, তারপর রসি ভাইয়ের গান গাওয়ার লাইগা গলা, স্টেজ এইসবও খুঁজছি।।
আপনার প্রেমের সুবিধার জন্যই তো করতেছি - ঐসব দেখলেন না, দেখলেন খালি দাম দেই না!!!
হুহ!!!
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
বনমহুয়া বলেছেন: বুঝতেসি বদ সঙ্গে পড়ছেন, বোটকা সিগারেট খান।
আহারে আগে পোলাডা কত ভালা আছিলো। খুনখারাপি নিয়া থাকতো সেও ভালো ছিলো। আর এখন ?
৩৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
জেন রসি বলেছেন: মহুয়া আপা, আপনি চোখের কাঁটা ভাইয়ের কথায় বিভ্রান্ত হইয়েন না!!
কথায় আছে এভাবেই কারা যেন কাদেরকে বিভ্রান্ত করে!!!
তবে চোখের কাঁটা ভাই মানুষ ভালো!
সমস্যা একটাই! তিনি আপনাকে একটু বেশী বেশী লাইক কইরা ফালাইছে!!
তবে একটা গোপন কথা বলি!!!
চোখের কাঁটার কাঁটায় হাত দিলে শায়মা আপু ভুমিকম্প ঘটাইয়া দিতে পারে!!!
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০
বনমহুয়া বলেছেন: না বিভ্রান্ত হবো না।
লাস্ট লাইনটা ঠিক বুঝলাম না। চোখের কাঁটা শায়মাআপুর কে হয়?
৩৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০
চোখের কাঁটা বলেছেন:
স্পেশ্যাল অর্ডার কইরা আনছি বনুপা! খাওয়ামু যহন তহন একটু ভালাডাই খাওয়াই কি কন!? তয় বিষ দেই নাই। হাজার হইলেও আপাতো!
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২
বনমহুয়া বলেছেন: থেংকু।
তবু পার্থরে দেবোনা। আমি একাই খাই। যেন স্লো পয়জনিং হইলে সে আমারে বাঁচাইতে পারে।
৩৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
চোখের কাঁটা বলেছেন: বনুপা আমার গান শুনলেতো আপনি ঠিক থাকতারবেন না! খালি ড্যান্স দিবার মুঞ্চাইবে। সুতরাং আমি গামুনা, লজ্জা লাগে। তাছাড়া এত মাইসেন সামনে গান গাওয়া অভ্যাস নেই প্রিয় আপা। আপনি এভাবে আমাকে রিকোয়েস্ট করবেন না প্লিজ লাগে!
জিনি ভাউ হালকা মিসটেক কইরালচেন?
শায়মা আপুনিকে পাহারা দেওয়ার জন্যই আমারে এই সামুতে নিয়োগ দেওয়া হয়েছে! মানে বডিগার্ডও বলতারেন! আমি সব্বাইরে সাবধান কইরা দিতাছি, শায়মা আপার নামে কোন বাজে কথা হবে না!
বনুপা, রক্তিম ভাই পোলাডা বহুত ভালা। উনারে আপনি শুধু শুধু ভুল বুঝবেন না!
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
বনমহুয়া বলেছেন: আপনিও ভালা। আপনার মনে অনেক ব্যাথা দিসি তার জন্য আমি দুঃখিত। এই কথা আজকা না কয়েকদিন আগেই আমার মনে হইসিলো। ভালো হইসে আজ নিজে আসছেন।
অনেক বেশি ভালোবাসা দিলাম। পার্থর চাইতে অনেক কম যদিও।
আর মনে রাগ দুঃখ রাইখেন না।
৩৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২২
চোখের কাঁটা বলেছেন: এইটা আপনি কি কন বনুপা? আপনার উপ্রে যদি রাগ করতাম তাইলে কি হাউস কইরা আপনার পোস্টে আসতাম কন? আমি আপনারে কত্ত পেয়ার করি যানেন? স্বয়নে স্বপনে নিশিতে জাগরণে শুধু অাপনার নাম অাওড়াই! আর সেই জন্যইতো আপনারে আজ এইখানে দেখে প্রথমেই ফুচকা লইয়া অাসলাম! কিন্তু আপনি আমার হৃদয়ের আকুতিটা বুঝলেন নারে আপা? ভাবছি এই দুস্কে বনবাসি হমু!
যাহোক আপা, ভালবাসা পার্থের থেকে কম দিলেও চলবো। তয় আমারে আপনার ভ্যানিটি ব্যাগটা বহন করার অধিকার দিতে হবে? ঐ যে ব্যাগে আপনি লিবিস্টিক, স্নো, পাউডার, ক্রিম রাখেন সেইটা! কারণ আর কিচ্ছু না পারি, অন্তত আপনার ঐ ব্যাগটা বহন কইরা আমি জাতিরে দেখাইতে চাই যে, আপনার প্রতি আমার মহব্বত ঠিক কতটা বেশি!
আর কোন রাগারাগি নয়! শুধু ভাল বাসাবাসি হবে! "আহরে ব্যাক গ্রাউন্ডে একখান গান মিসাইতেছি!"
-তুমি ডাকলেও আসি, না ডাকলেও আসি!
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
বনমহুয়া বলেছেন: ভ্যানিটি ব্যাগ নিবেন কেন? ব্যাগের টাকা পয়সা চুরির ধান্দা নাইতো?
আমার ব্যাগে লিবিস্টিক , ক্রিম নাই আমি সাজগোজ করিনা। শুধু একখানা চিরুনী আছে। ওক্কে নিয়েন । হাজার হোক ভালোবাইসা নিতে চাইতেসেন।
৩৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
হাসান মাহবুব বলেছেন: প্রথম দর্শনেই প্রেম? যদি গল্প লিখতেন তাহলে অবাস্তব এবং হাই মেলোড্রামাটিক কাহিনী বলে সমালোচনা করতাম। কিন্তু এ যে আপনারই জীবনালেখ্য! এমন মেলোড্রামায় ভরে থাকুক জীবন। শুভকামনা।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩২
বনমহুয়া বলেছেন: আপনাদের প্রেমলেখ্যও পড়েছি। সেটা যদি অবাস্তব না হয় আমাদেরটা হবে কেনো? আমার ধারণা আমরা আপনাদের চাইতে বেশি রোমান্টিক। আমার কাহিনী পড়ার জন্য ধন্যবাদ হাসানভাই।
৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
রুদ্র জাহেদ বলেছেন:
দুষ্টু-মিষ্টি গল্প।একেবারে প্রেম-ভালোবাসার সূচনাপর্বের সময়কাল হতে।খুব ভালো লাগল আপুনি
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রুদ্রভাই।
৩৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩
মনিরা সুলতানা বলেছেন: এটাই সত্যি আপনি পার্থ কেই ভালবাসেন ,ও যেমন ঠিক তাকেই পালটে গেল তো পার্থ থাকল না ।
লেখায় ভালোলাগা শুভ কামনা
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
বনমহুয়া বলেছেন: মনিরাআপা অসংখ্য ধন্যবাদ। প্রথমে ওকে দেখে যাই মনে হোক আসলে পরে বুঝেছিলাম ওর ঐ উদাসীন আতেল টাইপ স্বভাবটাকেই আসলে আমি ভালোবাসি। ওর উপর খবরদারি করি ঠিকই কিন্তু আমি চাই ও ওর মতই থাকুক, সেটাই মজার। যদিও সে কষ্ট করে আমার কথা শোনার চেষ্টা করে আমাকে খুশী করতে, সেটা দেখে আমারই মায়া হয় তখন আমি তাকে তার মতই থাকতে দিতে চাই। কান্নাকাটি একেবারেই সহ্য করতে পারেনা এই একটাই দূর্বলতা তার আর কোনোকিছুতেই ভাঙ্গতে দেখিনি।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
পার্থিব পার্থ বলেছেন: মহুয়া,

তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ!!!!
যদিও সেটা চৈত্র মাস ছিলনা। ফাল্গুন মাস ছিল!