নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি- আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা–

বনমহুয়া

আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।

বনমহুয়া › বিস্তারিত পোস্টঃ

একদিন, সব কিছু ফের হয়ে যাবে নির্ভার

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩


একদিন,
সব কিছু ফের,
হয়ে যাবে
নির্ভার।

অনিদ্রাহীন রাত,
একটি সতেজ সকাল,
ফুরফুরে তরতাজা বিকেল।

বন্ধুদের সাথে গান,
ধুমকাঁঠিতে সুখ টান,
ঘোর লাগা সন্ধ্যায়
দ্রাক্ষা জলের ঘ্রাণ।

তুমুল আড্ডায়
কমিউনিস্ট ম্যানিফেস্টো
ঝড় তুলবে,
রাত গভীর হলে
বুঁদ হবে,
ক্লাসিকাল গ্রীক
সিম্ফনির মগ্নতায়।

সেই আগের মত,
জানালায় খোলা হাওয়া,
অবারিত বুক ভরা শ্বাস!

দেখো খুব শীঘ্রিই
কেটে যাবে কালবেলা-
নীল, বেগুনী বা কালো
রক্তচোষা শকুনীর ছাঁয়া
ঘুচে যাবে চিরতরে।

এক বিন্দু ভয় পেয়োনা প্রিয়-
তুমি নিশ্চিৎ ভালো থাকবে-
আমার সকল ভালো নিয়ে।

মন্তব্য ৩০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা জীবনের কথা কয়! নান্দনিক কবিতায় প্লাস।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ডানাভাই।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

মনিরা সুলতানা বলেছেন: একদিন,
সব কিছু ফের,
হয়ে যাবে
নির্ভার ..
অনেক অনেক ভাল লাগা কবিতায় :)

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

বনমহুয়া বলেছেন: অনেক অনেক থ্যাংকস মনিরা আপা।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: তুমি নিশ্চিৎ ভালো থাকবে-
আমার সকল ভালো নিয়ে।


স্বার্থশূন্য চাওয়ায় ভালো লাগা।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: এক বিন্দু ভয় পেয়োনা প্রিয়-
তুমি নিশ্চিৎ ভালো থাকবে-
আমার সকল ভালো নিয়ে।
:)

এমন করে চাইলে প্রিয় অবশ্যই ভালো থাকবে।

কবিতায় ভালোলাগা রইল।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

বনমহুয়া বলেছেন: অবশ্যই তাকে ভালো থাকতেই হবে রুহী আপা। না থেকে যাবে কই? আমি আছি না?

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৪

পুলহ বলেছেন: ভালো লেগেছে :)

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ পুলহ। ভালো থাকবেন।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগল ।ধন্যবাদ

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার। ভালো থাকবেন।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

অগ্নি সারথি বলেছেন: আচ্ছা ফের মানে কি? কবিতা বেশ হয়েছে।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

বনমহুয়া বলেছেন: ফের মানে এগেইন, আবার। ধন্যবাদ অগ্নি সারথিভাই।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

হাসান মাহবুব বলেছেন: এমন করে কেউ যদি কারো কাঁধে হাত রেখে সাহস যোগায়, তা নিমিষেই পাল্টে দিতে পারে জীবন।

কবিতা খুব ভালো লেগেছে।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ হাসানভাই।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর প্রকাশ । ভাল লেগেছে ভাবনাগুলো ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ কথাকথিকেথিকথন।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

জেন রসি বলেছেন: সুন্দর কবিতা। ভালো লেগেছে।

তুমুল আড্ডায়
কমিউনিস্ট ম্যানিফেস্টো
ঝড় তুলবে,
রাত গভীর হলে
বুঁদ হবে,
ক্লাসিকাল গ্রীক
সিম্ফনির মগ্নতায়।

লাইনগুলো পড়ে আমারও কোন এক সময়ের কথা পড়ে গেল। অনেক কিছুই আর আগের মত ফীরে আসবেনা। আবার অনেক কিছুই আসবে যা কখনো ধারনার মধ্যেও ছিলনা। জীবন মানেই একটা চলমান রঙ্গমঞ্চ!

শুভকামনা রইলো। :)

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮

বনমহুয়া বলেছেন: জীবনের রঙ্গমঞ্চটাই বেশি চমকপ্রদ! এনজয়িং ইট। ধন্যবাদ মন্তব্যের জন্য রসিভাই।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

আবু শাকিল বলেছেন: এমন করে কেউ একদিন এসে যদি বলত-
"
এক বিন্দু ভয় পেয়োনা প্রিয়-
তুমি নিশ্চিৎ ভালো থাকবে-
আমার সকল ভালো নিয়ে।"

২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

বনমহুয়া বলেছেন: বলবে। অপেক্ষা করুন। সময় হলেই বলবে।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

পার্থিব পার্থ বলেছেন: :)

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

বনমহুয়া বলেছেন: যখন তুমি দূর প্রবাসে
গহন অনিমেখে,
একটা চিঠি মেঘের পাখায়
ভাসিয়ে দিলাম লিখে।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আশা জাগানিয়া কবিতায় ভালো লাগা। আহ, আসলেই যদি একদিন এওম্ন হয়ে যেত।

কবিতায় লাইক উইথ +++

ভালো থাকা হোক সবসময়, শুভকামনা রইল।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ বোকামানুষ বলতে চায়ভাই।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

রুদ্র জাহেদ বলেছেন:
এক বিন্দু ভয় পেয়োনা প্রিয়-
তুমি নিশ্চিৎ ভালো থাকবে-
আমার সকল ভালো নিয়ে।

হুম ভালো থাকা চাই ;) ভাল্লাগছে কবিতা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রুদ্রভাই।

১৫| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১২

খায়রুল আহসান বলেছেন: আশা জাগানিয়া কবিতা, ভালো লেগেছে। শিরোনামটা পড়েই ভারাক্রান্ত মনও 'হয়ে যাবে নির্ভার'।
শেষের তিনটে চরণ বারবার পড়তে ইচ্ছে হয়। কবিতায় দশম 'লাইক'।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৬

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.