![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।
কান পেতে তোর হৃদপিন্ডের ধ্বনি
হৃদয় দিয়ে শুনি,
সেই ধ্বনিটির হৃদয়হারা তালে,
কাহার কথা বলে?
তোর কালো চোখের তারায়
মনটা যখন হারায়,
জ্বলজ্বলে সেই দর্পণেতে
যে মুখচ্ছবি হাসে
কাহার ছবি ভাসে?
তোর ওষ্ঠে দোলে
অভিমানের দোলা,
অব্যক্ত তোর দূর্বোধ্য ভাষা
হয় না যখন বলা।
তোর অধরে স্পর্শে জাগায় আশা
কাহার ভালোবাসা?
ডুব সাতারে
পাসনা যখন কুল,
ধরিস যখন
শতেক রকম ভুল।
জানিস না
কে কষ্টে তখন কাঁদে?
তোর পরাণে তাহার হিয়া বাঁধে।
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
বনমহুয়া বলেছেন: তোর হৃদয়ের চারনভূমে
এক টুকরো সবুজ
তবুও তুই অবুঝ।
সেই সবুজে পান্না বুনে
একটু ঢালি নীল
ফুটুক সেথায় আনন্দ ঝিলমিল।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪
বিজন রয় বলেছেন: ভাল লাগল কবিতা।
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ বিজন রয়।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮
প্রামানিক বলেছেন: দারুণ কথামালা। ধন্যবাদ
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
বনমহুয়া বলেছেন: প্রামানিকভাই কেমন আছেন? বহুদিন আপনার দেখা পাই নাই।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
পার্থিব পার্থ বলেছেন: তোর কালো চোখের তারায়
মনটা যখন হারায়,
জ্বলজ্বলে সেই দর্পণেতে
একটা মুখই হাসে
কাহার ছবি ভাসে?
বন আছে এক চোখের তারায়
চক্ষু মেলে দেখি
এক পৃথিবী দেখব বলে
তোমায় নিয়েই স্বপ্ন ঘরে
বিভোর য়ে থাকি!
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
বনমহুয়া বলেছেন: তোর সে বনে
হারিয়ে ফেলি পথ,
হারিয়ে ফেলি পেছন ফেলে আসা
হারিয়ে ফেলি তোর চোখেতে আমি
একটি হৃদয়, মনের সকল ভাষা।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
পার্থিব পার্থ বলেছেন: তোর ওষ্ঠে দোলে
অভিমানের দোলা,
অব্যাক্ত তোর দূর্বোধ্য ভাষা
হয় না যখন বলা।
তোর অধরে স্পর্শে জাগায় আশা
কাহার ভালোবাসা?
ওষ্ঠে আমার অনেক রকম গান
শুনবে বলে গেয়েছিলাম তাই
বেতাল সুরে হাসলে তুমি খুব
আমার বুঝি চলেই গেল মান!
তখন তুমি আসলে আবার কাছে
তখন আমার ওষ্ঠে আসে প্রাণ!
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১
বনমহুয়া বলেছেন: আবার হাসবো কিন্তু।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
পার্থিব পার্থ বলেছেন: ডুব সাতারে
পাসনা যখন কুল,
ধরিস যখন
শতেক রকম ভুল।
জানিস না
কে কষ্টে তখন কাঁদে?
তোর পরাণে তাহার হিয়া বাঁধে।
ডুব সাতারে
কুলের কাছে যাই
কুলের কাছে
তোমার দেখা নাই!
নিজ হৃদয়ে নিজেই
পাতি কান!
সেথায় আমি
তোমার দেখা পাই।
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪
বনমহুয়া বলেছেন: তোমার হৃদয় কুলে
পানসী বাঁধি, সাজাই ফুলে ফুলে
রঙ্গিন সুতোয় বাঁধি হৃদয় রাখি
চোখের পাতায় স্বপ্ন কাজল আঁকি।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
পার্থিব পার্থ বলেছেন: এ বাঁধন কি পারবি ছিড়ে যেতে?
বাড়িয়ে পা তেপান্তরের পথে?
না পারবনা। ইচ্ছাও নেই। তবুও একদিন চলে যেতে হবে! তোমাকেও চলে দিতে, দিতে হবে!
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫
বনমহুয়া বলেছেন: তবুও তুই বলিস যদি "যাই"
দেখবি তোর সন্মুখে পথ নাই।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮
পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: তবুও তুই বলিস যদি "যাই"
দেখবি তোর সন্মুখে পথ নাই।
এ জীবন খেলায়
যেথায় আমি যাই
তুমিহীনা হৃদয়মাঝে
শূন্যতাকে পাই।
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯
বনমহুয়া বলেছেন: শূন্যতাটুক পূর্ণ করো গানে
নয়কো অভিমানে
উথাল ভালোবাসার ঝড়
উঠুক তোমার প্রাণে।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো লেগছে। প্রশ্ন (?) জর্জরিত কবিতা।
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০
বনমহুয়া বলেছেন: হা প্রশ্নবাণে জর্জরিত করা হয়েছে তাকে।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর কবিতা।
ভাল লেগেছে অনেক।
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রাখাল। ভালো থাকবেন।
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫
বোবাকান্না বলেছেন: ভাল লাগল কবিতা, তার চেয়েও ভাল লাগল আপনার আপলোড করা ছবিগুলো
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ অসংখ্য।
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
তার আর পর নেই… বলেছেন: সে কি বাঁধন ছেড়ে যেতে চায়?
কবিতা ভাল্লাগছে।
২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০
বনমহুয়া বলেছেন: মাঝে মাঝে আমার যন্ত্রনায় একটু অতিষ্ঠ হয়ে যায় তো! অতিরিক্ত ভালোবাসারও কখনও কখনও যন্ত্রনাময় সে আমিও জানি। বাট কান্ট কন্ট্রোল মাইসেল্ফ।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
শেষ বেলা বলেছেন: এত জটিল জটিল কথা যে কেমনে লেখেন, মাথায় আসেন না। ভাল লাগলো। ধন্যবাদ
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২
বনমহুয়া বলেছেন: এত সহজ ভাষা জটিল লাগলো?
১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
নিমগ্ন বলেছেন: কবিতায় লাইকাইলাম।
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭
পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: মাঝে মাঝে আমার যন্ত্রনায় একটু অতিষ্ঠ হয়ে যায় তো! অতিরিক্ত ভালোবাসারও কখনও কখনও যন্ত্রনাময় সে আমিও জানি। বাট কান্ট কন্ট্রোল মাইসেল্ফ।
কখনোই না। তুমি কোনভাবেই আমার জন্য যন্ত্রণা না। বরং তুমিহীনতাই যন্ত্রণার।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২
বনমহুয়া বলেছেন: সত্যি বলছো?
তাহলে আরও যন্ত্রনা দেবো। আমিহীনতা না। আমি থেকেই।
১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২
পার্থিব পার্থ বলেছেন: বলেছেন: সত্যি বলছো?
তাহলে আরও যন্ত্রনা দেবো। আমিহীনতা না। আমি থেকেই।
আমি যেখানেই থাকি, তুমি সবসময় আমার সাথেই থাকবে। কাছে কিংবা দূরে।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩
বনমহুয়া বলেছেন: দূরে থাকতে চাইনা।
১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল লাগলো।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবীর।
১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সুমনভাই।
১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ প্রামানিকভাই।
২০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২০
আবু শাকিল বলেছেন: প্রশ্নবানে জর্জরিত কাব্য !! এ জন্যই
অক্ষরহীন শব্দ , কবিতা খোঁজে পায় না
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আবু শাকিলভাই।
২১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৫
কল্লোল পথিক বলেছেন: আপনার চমৎকার একটা কবিতা পড়ে দিনটি শুরু হল।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
বনমহুয়া বলেছেন: অশেষ ধন্যবাদ কল্লোলভাই।
২২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
মারুফ তারেক বলেছেন: ভালো লাগল ভাই
শুভকামনা রইল।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ মারুফভাই।
২৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
জেন রসি বলেছেন: সুন্দর!
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রসিভাই।
২৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
অগ্নি সারথি বলেছেন: কাহিনী কিতা? সার্কাস ঠেকতাসে মনে লয়!
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১
বনমহুয়া বলেছেন: Click This Link
২৫. ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪ ০
অগ্নি সারথি বলেছেন: মাত্র একটা পোস্টের একটা ছবি ফেসবুক থেকে নেয়া। তাও আবার রেফারেন্স উল্লেখ করা আছে। এইডা নিয়া সার্কাস জমাইলেন। আমার বাকী পোস্ট গুলানের মত একটা পোস্ট লিখ্যা দেখান তো! পোস্ট তো দেন সব সার্কাস মার্কা। চেনেন সামু ব্লগে অগ্নি সারথি কি? বছরের সেরা পোস্ট আর সেরা ব্লগারদের তালিকায় দেইখেন সারথির দু একটা পোস্ট পাবেন। আপনার মত সার্কাসের পোস্টে আসাটাই ভূল হয়েছে। আর হ্যা আপনেরে কিন্তু সার্কাস আমি বলি নাই। অন্য ব্লগারেরা বলে। বন মহুয়া আর আপনারে। খিক।
প্রিয় অগ্নি সারথিভাই,
আমার কবিতায় দেওয়া আপনার কমেন্ট ও উপরে জনমদাসীর লিঙ্ক দেওয়া পোস্টে আপনার করা উপরের কমেন্ট থেকে আপনার বলা বনমহুয়াকে ব্লগে সবাই সার্কাস বলে এই কথার যথার্থ ব্যাখা দাবী করছি। আমি জানি আপনার সাথে ব্লগার নিমগ্ন যার কাজই অন্যের পিছে লেগে ব্লগের পরিবেশ নষ্ট করা তার বেশ হৃদ্যতা রয়েছে। এবং আপনার এই কমেন্ট আমি সে কারণেই মনে করছি তার অনুপ্রেরনায় উদ্দীপ্ত হয়ে লেখা। কিছুদিন আগে নিমগ্নের আচরণকে মৌলবাদী চিহ্নিত করায় সে আপনাকে উস্কাবে এটা বুঝা তেমন কঠিন নয়।
তবে আমাকে কে কে সার্কাস বলেছে তার প্রমান আপনি দেখিয়ে যাবেন আশা করি। ঐ পোস্টে নিজেকে সেরা ব্লগারদের একজন বলে দাবী করেছেন দেখলাম। সেরা ব্লগার হতে গেলে কিছু সভ্যতা ভব্যতা ও সাধারণ নুন্যতম সাধারণ জ্ঞানের অধিকারী হতে হয়। আপনার এই মন্তব্য কি সেটা প্রকাশ করে? নিজে ভেবে দেখবেন। আপনাকে আমি একজন প্রকৃত মেধাবী ও ভদ্র হিউমরাস মানুষ ভেবেছিলাম। কিন্তু আপনার আজকের মন্তব্য দেখে বিশেষ করে জনমদাসীর পোস্টে অযথা আমাকে টেনে আনা দেখে বুঝতে বাকী রইলোনা আমার সে ধারনায় ভুল ছিলো।
২৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭
শান্ত নাইমুর বলেছেন: কবি কে ধন্যবাদ
এতো সুন্দর উপহার দেওয়ার জন্যে।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
বনমহুয়া বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ শান্তভাই।
২৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১
হাসান মাহবুব বলেছেন: মুগ্ধ হলাম ছন্দপাঠে।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ হাসানভাই।
অ টঃ কিছু যদি মনে না করেন আমার ২৫ নং কমন্টের উত্তরের প্রতি আপনার দৃষ্টি আকর্ষন করছি।
২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
গুলশান কিবরীয়া বলেছেন: দারুণ সুন্দর ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ গুলশান আপা।
২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
তুই বড়ই বেকুব
বড়ইরে আবুল
তোর দেখছি নেইরে কোন আশা
বড়ই হতভাগা !
বুঝিস না কেন বনমহুয়ার ভাষা ?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
বনমহুয়া বলেছেন: হা হা
কবিতা ভালো হইসে গিয়াসভাই।
২৯| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০
চোখের কাঁটা বলেছেন: ♥খবর কিতা বনুপা? আপনাগো ফেরেম কেমন চলতাছে? আজকা বেশ টেনশনে আছেন বইলা মনে হইতাছে? আমার কাছে কিন্তু হেতের ঔষধ আছে, মাত্র এক ফাইলই যথেষ্ট! সেবনের সাথে সাথে কাম না হইলে মূল্যও ফেরত পাইয়া যাইবেন। দিমুনি এক ফাইল পাঠাইয়া?
যাউকগা, আপনাগো পিরিতির আলাপের মাঝে নাক গলানোটা ঠিক হইবো না। কিন্তু কি করুম কন? আপনাগো বাড়ির পাশ দিয়া যাইতেছিলাম, তয় ভাবলাম আপনি কিরাম আছুইন একটু খোঁজ খবর নিয়া যাই। ওহ একটা কথা, ফুচকা লাগলে কইয়েন? আর পেরেম করনের সময় আপনার ভ্যানিটি ব্যাগটা মোর ধারে রাখনের কথা বার্তা আছিলো সেইটা খিয়াল আছে তো?
ভাল থাইকেন আপা! আপনার পেরেম দীর্ঘজীবী হোক! বাই, বাই! টা টা♥
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯
বনমহুয়া বলেছেন: খবর ভালো কাঁটা ভাই। ফেরেম ভালোই চলতেছে আর কিছু মানুষের অতি উৎসাহী কার্যকলাপে মগা পায়া আরও আগুনে ঘৃত পড়তিয়াছে। আজকার টেনশন মানে কালকার টেনশন বইলতে যা বুগাইছেন তা যদি আমি বুঝে থাকি তো বলতে পারেন সেও আরেক মগাই মগা টেনশন।
দায়িত্বশীল মহান মানুষের সনদ লাগিয়ে যারা কারণে অকারণে অযথা এর ওর নাম টেনে নিয়ে দৃষ্টি আকর্ষনের চেষ্টা চালায় তাদের নর্তন কুর্দন দেখাটাও কম মগার না। আপনার ঔষধ এক ফাইল বা কয়েক ফাইল তাদের জন্য চায়া নিতাম কিন্তু নিমুনা নাচুক না পাগলা নাচ। মগাই দেখবো।
তয় সন্দেহের কথা হইলো আপনি ঐ ঔষধ দিয়া করেন কি?
আমার বাড়ির পাশ দিয়ে যাবার সময় আমার কথা মনে পড়ায় ধন্য হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত কিছুর পরেও আপনার ব্যাবহার আপনার মহান মনেরই পরিচয় দেয়। কথায় আছে ব্যাবহারে বংশের পরিচয়। বুঝা গেলো আপনে সেই বংশের ছেলে।
ফুচকার জন্যও অসংখ্য ধন্যবাদ আর ভ্যানিটি ব্যাগ বহনের কষ্টের কাজ নাই। ভ্যানিটি ব্যাগটাই দিয়া দিলাম আপনারে। পরিশেষে লাভ সাইন মন্তব্যের জন্য আন্তরিক ভালোবাসা জানিবেন।
৩০| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
নিয়ার বলেছেন: কবিতা ভালো হয়েছে। আপনার রোমান্টিক কবিতাগুলো সহজবোধ্য এবং স্পর্শ করার মত।
++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ নিয়ারভাই।
৩১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
নিমগ্ন বলেছেন: তাহলে আর কোনই সমস্যা নাই। আসেন আপনারা হাতে হাত মিলাই। সুস্থ ব্লগিং হোক।
৩২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে আপুনি
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রুদ্র ভাই। আশা করি ভালো আছেন।
৩৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫০
উল্টা দূরবীন বলেছেন: দারুণ লিখেছেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ উল্টা দূরবীন।
৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১
অগ্নি কল্লোল বলেছেন: কবিতায় রস ছিল।।
তয় অন্ত্যমিলটা কম হলে তাজা রস পেতাম।।
ধন্যবাদ।।
শুভ কামনা রইল।।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
বনমহুয়া বলেছেন: অন্তমিল কমায়া দেবো।
৩৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
অগ্নি কল্লোল বলেছেন: কবিতার নামটায় অনেক গভীরতা আছে।।।
আবারো ধন্যবাদ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ অগ্নিভাই।
৩৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩
অগ্নি কল্লোল বলেছেন: কবিতার নামটায় অনেক গভীরতা আছে।।।
আবারো ধন্যবাদ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ভাই।
৩৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩১
রক্তিম দিগন্ত বলেছেন: শুনলাম বিদায় নিয়েছেন!
তো বিদায় ভেঙ্গে আপনার সাথে কন্টাক্ট করার অন্য মাধ্যম জানিয়ে দিয়ে পুনরায় বিদায় নিন। -_-
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
বনমহুয়া বলেছেন: রক্তিমভাই কেমন আছেন? আমার সাথে কন্টাক্ট করে কারা জানেন?
৩৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫২
রক্তিম দিগন্ত বলেছেন: হু - ঐ কারণেই তো খুঁজতেছিলাম। থাকেন কই?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬
বনমহুয়া বলেছেন: কি কন? কি হইসে? মেইল দিবেন?
৩৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৪
রক্তিম দিগন্ত বলেছেন: দেন অ্যাড্রেস দেন! মেইল ই দেই!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১০
বনমহুয়া বলেছেন: ওকে
[email protected]
জানান কি হইসে আপনার।
৪০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
উৎস আরণ্যক বলেছেন: খুব সুন্দর
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ উৎস আরন্যক।
৪১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭
টোকাই রাজা বলেছেন: ডুব সাতারে
পাসনা যখন কুল,
ধরিস যখন
শতেক রকম ভুল।
জানিস না
কে কষ্টে তখন কাঁদে?
তোর পরাণে তাহার হিয়া বাঁধে। দারুন :*
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১
পার্থিব পার্থ বলেছেন: কান পেতে তোর হৃদপিন্ডের ধ্বনি
হৃদয় দিয়ে শুনি,
সে ধ্বনিটির প্রতি তালে তালে,
কাহার কথা বলে?
হৃদয় দিয়ে যায় কি শোনা সব
হৃদয় যখন ঘুমকাতুরে খুব!
হৃদয় দিয়ে জেগেই দেখ তুমি
সেই ধ্বনিতে তোমার চরনভুমি!