![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।
আমার চোখে তুমি,
গহন গভীর শূন্য ভুমে বন্য বনভূমি।
বুনো ফুলের গন্ধে মাতাল
শরীর ছোঁয়া ঘ্রানে,
যখন আমায় টানে।
বুঁদ হয়ে রই বক্ষে তোমার
হৃদস্পন্দনের ধ্বনী,
কান পেতে যে শুনি।
কোমল কঠোর তোমার হাতে
আমার হৃদয় দোলে,
সকল দুঃখ ভোলে।
কন্ঠে তোমার বজ্রে
অমোঘ ভাষা
আমার দ্বিধা, লাজ অবসান
জাগায় সেথা আশা।
ওষ্ঠে তোমার
তৃষ্ণা মুখর রাত
পান করে সে অমিয় সুধা
জাগাই সুপ্রভাত।
২৮ শে মার্চ, ২০১৬ রাত ১:৫৮
বনমহুয়া বলেছেন: অনেকদিন পর লেখার সময় হলো আর সব কবিতাই তো তোমার জন্য।
২| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ২:০০
পার্থিব পার্থ বলেছেন: নতুন কিছু না লিখলেও আমি প্রতিদিন তোমার কয়েকটা কবিতার খাতা আমার কাছে আছে। সেসবই পড়ি!
২৮ শে মার্চ, ২০১৬ রাত ২:০২
বনমহুয়া বলেছেন: কবিতাগুলো শোনো না?
৩| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ২:০৬
পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: কবিতাগুলো শোনো না?
যখন মনে হয় তোমার স্পর্শ প্রয়োজন, তখন বুঁদ হয়ে থাকি কণ্ঠের মাদকতায়!
২৮ শে মার্চ, ২০১৬ রাত ২:১৩
বনমহুয়া বলেছেন: স্বপন মাখা জ্যোস্নাস্নাত
এই মায়াবী রাতে,
হাতটা রাখো হাতে।
উড়ু চুলের ভুরুর ভাঁজে
অধরখানি রাখি।
একটা আদর আঁকি।
৪| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ২:১৫
ফেরদৌসা রুহী বলেছেন: শিরোনামটা অনেক সুন্দর।
আর আপনার লেখাও সুন্দর।
২৮ শে মার্চ, ২০১৬ রাত ২:১৯
বনমহুয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপা। ইদানিং পেশাগত কাজে একটু ব্যাস্ত থাকতে হচ্ছে। এসব পার্থের সাথে লেখার ছলে লেখা।
৫| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ২:৪৯
পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: স্বপন মাখা জ্যোস্নাস্নাত
এই মায়াবী রাতে,
হাতটা রাখো হাতে।
উড়ু চুলের ভুরুর ভাঁজে
অধরখানি রাখি।
একটা আদর আঁকি।
মায়াবী এই জ্যোস্নাস্নাত রাতে
হাত রেখেছি তোমার দেওয়া হাতে
তোমার ঠোঁটে অধরখানি রাখি
হৃদয়ে আজ সুখগুলো সব মাখি।
২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৯
বনমহুয়া বলেছেন: মায়াবী এই জ্যোস্নাস্নাত রাতে
হাত রেখেছি তোমার দেওয়া হাতে
তোমার ঠোঁটে অধরখানি রাখি
হৃদয়ে আজ সুখগুলো সব মাখি।
৬| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৩:০৩
কালীদাস বলেছেন: এইটা একটা ভাল লিরিকস হইতে পারে পোস্ট গ্রান্জ হিসাবে, যদিও আমার খুব ভাল লাগে নাই।
চালিয়ে যান
২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৪
বনমহুয়া বলেছেন: লিরিকস বানায় দেন। ভালো লাগান তারপর বানান।
৭| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৩:৫২
রাবেয়া রাহীম বলেছেন: মধুর কবিতা ! অপূর্ব লাগলো !
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৭
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আপা।
৮| ২৮ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪৭
বিজন রয় বলেছেন: মোলায়েম কবিতা।
++++
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৮
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ বিজন রয়।
৯| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৬
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: খারাপ না।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৮
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ শামীম।
১০| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৫
সানজিদা হোসেন বলেছেন: সুন্দর , মায়াময় , আল আধারির কাব্য ।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৯
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপা।
১১| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৩
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:১০
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ অসংখ্য অসংখ্য।
১২| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৭
তাসজিদ বলেছেন: বেশ ভাল।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪০
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ তাসজিদ।
১৩| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৩
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ প্রামানিকভাই।
১৪| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১:০০
সায়েল বলেছেন: অনেক ভাল!
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সায়েলভাই।
১৫| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর! ভালৈসে।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। নাইট ডিউটি থাকলে লিখি।
১৬| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪০
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭
বনমহুয়া বলেছেন: অনেক ধন্যবাদ উল্টা দূরবীনভাই।
১৭| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০
জেন রসি বলেছেন: অনেকদিন পর লিখলেন মনে হয়। ভালো লেগেছে।
শুভকামনা।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮
বনমহুয়া বলেছেন: কিছুদিন বেশি ব্যাস্ততা ছিলো। ধন্যবাদ জেন ভাই।
১৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০০
আহমেদ জী এস বলেছেন: বনমহুয়া ,
বাহ্... বেশ হয়েছে তো !
পোষ্টের ছবির মতো সবুজাভ আরণ্যকতা আছে কবিতার গায়ে । +
০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৪
বনমহুয়া বলেছেন: আহমেদভাই,
অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন।
১৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ নীলপরি।
২০| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬
প্রীতম বলেছেন: আপনার কবিতায় সব সময়ই একটা সুন্দর অনুভুতি থাকে। হৃদয় নিংড়ে হৃদয়কে ভালোলাগা।
মন দিয়ে পড়ি আর ভালো লাগাই। মনে ভালো লাগে সত্যিই।
খুব ভালো হয়েছে। ধান্যবাদ জানবেন।
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯
বনমহুয়া বলেছেন: আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই প্রীতমভাই। ভালো থাকবেন, শুভকামনা।
২১| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৭
রুদ্র জাহেদ বলেছেন: স্নিগ্ধ কমনীয় কবিতা
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২১
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ রুদ্রভাই।
২২| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪
স্বপ্নবান বলেছেন: অস্থির বলেছেন।
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২
বনমহুয়া বলেছেন: হা হা ধন্যবাদ স্বপ্নবানভাই।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৬ রাত ১:৫৩
পার্থিব পার্থ বলেছেন: মহুয়া!

অনেকদিন পর লিখলে কিন্তু।
আমিও আজ তোমার কবিতা পান করব।