নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি- আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা–

বনমহুয়া

আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।

বনমহুয়া › বিস্তারিত পোস্টঃ

তারপর একদিন সব কিছু ভুল হয়ে যায়

২১ শে মে, ২০১৬ সকাল ৮:৫৩


আমার অষ্ট প্রহরের ষষ্ঠ ইন্দ্রিয়ে
সদা জাগরুক থাকো তুমি,
- হে প্রিয়,
আমার বদ্ধ আঁখির দৃষ্টিতে,
শ্রবনান্দ্রিয়ের সৃষ্টিতে
থাকো তুমি অতন্দ্র প্রহরী,
-হে প্রিয়।

প্রতি তন্ত্রীর রন্ধিতে
রাগ অনুরাগ সন্ধিতে,
বাজো ঝংকৃত সুর অবিরল-
প্রখর গ্রীস্ম-দুপুর কেটে যায়,
আসে ঝরঝর মুখর বাদলের দিন,
এমন দিনে মুখোমুখি চুপি চুপি
কাটে ক্ষন অনায়াস অবলীলায়-

ভেসে যায় শরতের সাদা মেঘ,
জবুথবু শীতের সকাল,
ফাগুনের আলো ঝিলমিল-
দুটি ফানুশ হৃদয়
বাঁধি রঙ্গিন সুতোয়,
উড়িয়ে দেই-
বসন্তের উতল হাওয়ায়।

তুমি আমি নিভৃত নিরজনে
অষ্ট প্রহর, ষষ্ঠ ইন্দ্রীয়ের বাঁধনে
বাঁধা পড়ে থাকা দিন,
কত শত জমে থাকা ঋণ---
অকারণ অভিমান
হাসি,ভালোবাসা গান--
হেসে যায়- ভেসে যায়-

তারপর একদিন সব কিছু ভুল হয়ে যায় ...

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৬ সকাল ১১:১০

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার।মোলায়েম কবিতা
+

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৮

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রুদ্রভাই।

২| ২১ শে মে, ২০১৬ সকাল ১১:২৫

ইন্দ্রনীলা বলেছেন: বিরহী সুন্দর কবিতা।

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৮

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ইন্দ্রনীলা।

৩| ২১ শে মে, ২০১৬ দুপুর ১:৪২

জেন রসি বলেছেন: চমৎকার কবিতা। :)

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ

৪| ২১ শে মে, ২০১৬ বিকাল ৫:০৩

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ।

৫| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

বিজন রয় বলেছেন: আমার অষ্ট প্রহরের ষষ্ঠ ইন্দ্রিয়ে।

আর কবিতা হলো ৭ম ইন্দ্রিয়।

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৫০

বনমহুয়া বলেছেন: হা হা ঠিকই বলছেন।

৬| ২১ শে মে, ২০১৬ রাত ৯:৪৬

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো । +

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৫০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ নীলপরি।

৭| ২১ শে মে, ২০১৬ রাত ১০:৫৮

মনিরা সুলতানা বলেছেন: হুম ভুল হয়ে যায় ....
কবিতায় +++
শুভ কামনা :)

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৫১

বনমহুয়া বলেছেন: পৃথিবীর সবই ভুল। কবিতায় প্লাসের জন্য ধন্যবাদ মনিরা আপা।

৮| ২১ শে মে, ২০১৬ রাত ১০:৫৮

সিলা বলেছেন: তুমি আমি নিভৃত নিরজনে
অষ্ট প্রহর, ষষ্ঠ ইন্দ্রীয়ের বাঁধনে
বাঁধা পড়ে থাকা দিন,
কত শত জমে থাকা ঋণ---
অকারণ অভিমান
হাসি,ভালোবাসা গান--
হেসে যায়- ভেসে যায়-
তারপর একদিন সব কিছু ভুল হয়ে যায় ..
খুব ভালো লেগেছে কবিতা + :)

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৫২

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ পুলহ।

৯| ২১ শে মে, ২০১৬ রাত ১১:৪৩

কৌশিক প্রথম পত্র বলেছেন: শেষ টা শেষের মতই।

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ কৌশিকভাই।

১০| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:৪৩

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার কবিতা।

২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ উল্টা দূরবীন।

১১| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১:১৬

মহা সমন্বয় বলেছেন: অসাধারণ এক কবিতা। :)

তারপর একদিন সব কিছু ভুল হয়ে যায় ... :(

১২ ই জুন, ২০১৬ ভোর ৪:০৭

বনমহুয়া বলেছেন: অনেক ধন্যবাদ মহা সমন্বয় ভাই।

১২| ৩১ শে মে, ২০১৬ রাত ১:১৪

রক্তিম দিগন্ত বলেছেন: আপনি আর আপনার কবিতা। এখনো বহাল আছেন!!! B-)

১২ ই জুন, ২০১৬ ভোর ৪:০৯

বনমহুয়া বলেছেন: আছে মানে না থাকার মতই । আপনি বহাল আছেন এই দেখে ভালো লাগলো।

১৩| ১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৩১

জহিরুল ইসলাম কক্স বলেছেন: কবিতাটা ভালো লেগেছে

১২ ই জুন, ২০১৬ ভোর ৪:১১

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ কক্সভাই

১৪| ২১ শে জুন, ২০১৬ রাত ১:১৭

বনলতা-সেন বলেছেন: কেন জানি মনে হয় একদিন সবকিছু সত্যি ভুল হয়ে যাবে

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

বনমহুয়া বলেছেন: না সব কিছু ভুল হতেই হবে এমন কোথা নেই বনলতাদিদি।
ভুল করা যাবেনা।

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

বিজন রয় বলেছেন: আরে নতুন লেখা দেন।

২৭ শে জুলাই, ২০২০ রাত ৩:২২

বনমহুয়া বলেছেন: দেবো?
আবারও?

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪১

ভ্রমরের ডানা বলেছেন: খুব সুন্দর কবিতা!

২৭ শে জুলাই, ২০২০ রাত ৩:২৩

বনমহুয়া বলেছেন: থ্যাংক ইউ :)

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৭

পথহারা মানব বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম

২৭ শে জুলাই, ২০২০ রাত ৩:২৩

বনমহুয়া বলেছেন: তারপর কোথায় হারিয়ে গেলেন?

১৮| ০৬ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: আমার অষ্ট প্রহরের ষষ্ঠ ইন্দ্রিয়ে - কি চমৎকার একটি লাইন দিয়ে এই সব কিছু ভুল হয়ে যাওয়ার কবিতাটি শুরু হলো!
প্রথম ও শেষ স্তবকদুটো খুব ভাল হয়েছে, সেই সাথে সর্বশেষ লাইনটি অনবদ্য।
পোস্টে নবম ভাল লাগা + +।

১৯| ১৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: আমরা ভুলের জগতের বাসিন্দা!
ভুল আর ক্ষমা- একই সাইকেলের দুটো চাকা। সামনেরটা ভুল, পেছনেরটা ক্ষমা। পেছনেরটা সামনেরটাকে চালিয়ে নিয়ে যায়।

২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: এই ব্লগের নিকটা আর লগ ইন করে না ভাইয়া। :)

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.