নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে সবাইকে স্বাগতম

আমার ব্লগে সবাইকে স্বাগতম

মোমের মানুষ

[email protected]

মোমের মানুষ › বিস্তারিত পোস্টঃ

সরকার কি জামাতের সাথে গোপন আতাত করছে......?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

সরকার বাহাদুরের মতিগতি কি বুঝা যাচ্ছে না। যে জামাত শিবির পুলিশের ধোলাইএর কারনে ঠিক মত মাঠে নামতে পারত না। যাদেরকে কোন রাজনৈতিক সভাসমাবেশ করতে দিত না তারাই এখন কোন যাদুর বলে সরকারের নাকের ডগায় পুলিশের হেফাজতে রাজনৈতিক সভাসমাবেশ করছে। সাধারন পাবলিকের মনে প্রশ্ন জাগছে সরকার কি জামাতের সাথে গোপন আতাত করছে..........



মতিঝিলে বিক্ষোভের অনুমতি, ব্যাপক শোডাউন প্রস্তুতি জামায়াতে



ঢাকা: মতিঝিল শাপলা চত্বরে বিক্ষোভ কর্মসূচির অনুমতি পেয়েছে জামায়াত। রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আর এই অনুমতি পেয়েই তারা ব্যাপক শোডাউনের প্রস্ততি নিতে শুরু করেছে তারা।



জামায়াতের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবারের বিক্ষোভ কর্মসূচিকে সমাবেশে পরিণত করতে চান তারা। এজন্য ঢাকার আশপাশের জেলা থেকে নেতা-কর্মীদের কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।



বগুড়ায় পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে নিহত জামায়াত-শিবিরের ৩ কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার পুন:প্রবর্তন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, জনদুর্ভোগ লাঘব ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর জামায়াত এ বিক্ষোভ কর্মসূচি পালন করবে।



রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টায় মতিঝিল শাপলা চত্বরে অনুষ্ঠেয় এ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা বক্তব্য রাখবেন।



সর্বাত্মকভাবে সমাবেশ সফল করতে জামায়াত ও ছাত্রশিবিরের সর্বস্তরের নেতা-কর্মীসহ নগরবাসীকে সমাবেশে যোগ দেওয়ার আহবান জানিয়েছে মহানগর জামায়াত।



জামায়াত-শিবিরের একাধিক নেতা বাংলানিউজকে বলেন, সোমবারের কর্মসূচি স্মরণকালের ঐতিহাসিক কর্মসূচিতে পরিণত করতে চাই।



কতো লোক টার্গেট এমন প্রশ্নের জবাবে তারা বলেন, নেতা-কর্মীরা উৎসুক হয়ে বসে আছে, কবে প্রকাশ্যে কর্মসূচিতে যোগ দিতে পারবে। তবে আমাদের টার্গেট ১ লাখ। সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে।



তবে, ঢাকা মহানগরের এক নেতা বলেন, ১ লাখ টার্গেট হলেও আমরা আশা করছি, ৫০ থেকে ৬০ হাজার লোক উপস্থিত হবে।



এ বিষয়ে জানতে চাইলে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও দলের বর্তমান মুখপাত্র শফিকুল ইসলাম মাসুদ বাংলানিউজকে বলেন, “দীর্ঘদিন ধরে নেতা-কর্মীরা প্রকাশ্যে কোনো কর্মসূচি করতে পারছে না। কর্মসূচির অনুমতি পেয়ে তারা অনেকটা উৎসুক। তাই সোমবারের কর্মসূচিতে গণজাগরণ ঘটবে।”



জামায়াতের জনশক্তির অন্যতম যোগানদাতা ছাত্রশিবির। তারা মূলত জামায়াতের কর্মসূচি বাস্তবায়ন করে দেয়। সোমবারের সমাবেশ নিয়েও শিবিরের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি।



এ বিষয়ে শিবিরের সাহিত্য সম্পাদক ও বর্তমান ম‍ুখপাত্র ইয়াসিন আরাফাত বাংলানিউজকে বলেন, “ঢাকায় আমাদের যতো কর্মী আছে তাদের দিয়ে আমরা যে কোনো সমাবেশ সফল করে দিতে পারি। সোমবারের কর্মসূচির জন্য আমাদের ব্যাপক প্রস্ততি আছে। কর্মসূচিতে ৬০ থেকে ৭০ হাজার লোক জমায়েতের টার্গেট আছে।”



উল্লেখ্য, এর আগে গত বছর ৩ ডিসেম্বর ও ৩০ জানুয়ারি বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি চেয়েও পায়নি জামায়াত। এর প্রতিবাদে ৪ ডিসেম্বর ও ৩১ জানুয়ারি সারাদেশে হরতাল পালন করে দলটি।



২ জানুয়ারি মহানগর জামায়াতের অফিস সেক্রেটারির মাধ্যমে আবারো ৪ জানুয়ারি বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে তাদের মৌখিকভাবে অনুমিত দেওয়া হয়েছে।



তবে, জামায়াতের কর্মসূচি করতে নির্ধারিত এলাকাসহ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এসব শর্ত মেনেই জামায়াত কর্মসূচি করবে বলে ডিএমপিকে জানানো হয়েছে।



কর্মসূচি করতে দেওয়া না হলে আবারো হরতাল দেওয়ার প্রস্তুতি রেখেছিল জামায়াত এমন তথ্যই জানালেন দলটির কয়েকজন নেতা।



এর আগে বুধবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি থেকেই মূলত জামায়াত-শিবিরকে অনুমতি দিতে থাকে পুলিশ।



বুধবার চট্টগ্রামেও সমাবেশ করার অনুমতি দেয় প্রশাসন। কিন্তু অনুমতি পেয়েও সমাবেশ করেনি স্থানীয় জামায়াত।



বৃহস্পতিবার সারাদেশে হরতাল পালন করার সময় দেশের বেশিরভাগ জায়গাই পুলিশ ছিল নীরব।



হরতালে বগুড়ায় তিন জামায়াত-শিবির কর্মী নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর মতিঝিলে পুলিশের সামনে মিছিল করে জামায়াত-শিবিরের কর্মীরা।



এছাড়া, দেশের প্রায় প্রতিটি জেলায় অনুমতি নিয়ে কর্মসূচি পালন করে তারা। নারায়ণগঞ্জে ১২ পুলিশকে পিটিয়ে আহত করে শিবির কর্মীরা। সূত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

মদন বলেছেন: রাজনীতির প‌্যাচ বোঝা বড়ই দায়...

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

মোমের মানুষ বলেছেন: মাঝখানে আম পাবলিক আছে ছাগলের তিন নম্বর বাচ্চার মত

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: হমমম। পুলিশ চুপ কেনো? ধোলাই ঠিকমত হচ্ছে না :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

মোমের মানুষ বলেছেন: নাটক নাটক লাগতাছে.........
পুলিশ চুপ কেন? পুলিশ কেন মার খাচ্ছে? বে-নজীর সাহেব গুলির আদেশ দেওয়ার পর মুখ উল্টিয়ে কেন অস্বীকার করছেন? পুলিশ জামাই আদর করে সমাবেশ করতে দিচ্ছে................।কিসের ইশারায়? কোন ক্ষমতায়? কিসের যাদু বলে জাতি জানতে চায়

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

Palol বলেছেন: পুলিশ পারে না এমন কাজ কি আছে ?? জামাত কি পুলিশের চেয়েও শক্তিশালী ?? ক্রশ ফায়ারে ছোট বড় কত দলের কত নেতা কর্মীর প্রাণ গেল। জামাত শিবিরের কিছুই হয় নি। আসলেই ঘটনাটি নাটক নাটক লাগছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

মোমের মানুষ বলেছেন: আমারও তাই মনে হইতাছে.......।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.