নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে সবাইকে স্বাগতম

আমার ব্লগে সবাইকে স্বাগতম

মোমের মানুষ

[email protected]

মোমের মানুষ › বিস্তারিত পোস্টঃ

গোপালগঞ্জে পুরুষ মানুষ সাপ প্রসব করল!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

গোপালগঞ্জে সাপ প্রসব নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি টক অব গোপালগঞ্জে পরিণত হয়েছে। সাপ দেখতে বিভিন্ন বয়সের উত্সুক মানুষ ওই যুবকের মন্দিরে ভিড় করছেন। সেই সঙ্গে প্রসবকারীকে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। অনেকে আবার সাপকে দিচ্ছেন টাকা ও খাবার।

গোপালগঞ্জ শহর থেকে ৫ কিলোমিটার পশ্চিমে সদর উপজেলার মানিকহার গ্রামের জানকী নাথ দাসের ছেলে শিশির কান্তি দাস রিপন সোমবার বিকালে গোপালগঞ্জ শহরের স্কয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একটি অজগর প্রসব করে। তারপর সে সাপ নিয়ে গ্রামের বাড়িতে চলে যায়। শহর থেকে ৫ কিলোমিটার দূরের মানিকহার গ্রামের মন্দিরে শত শত মানুষ এ সাপ দেখতে যাচ্ছেন। তিন মাস ধরে শিশিরের পেটে এ সাপ বেড়ে ওঠে। দৈব কারণে তার পেটে সাপ জন্ম নিয়েছে বলে সে দাবি করেছে। ২ সন্তানের জনক শিশির মানিকহার গ্রামের বুড়ো মা, দুর্গা ও মনসা মন্দিরের সেবক।



সাপ প্রসবকারী শিশির কান্তি দাস রিপন বলে, ৩ মাস আগে আমি স্বপ্নে দেখেছি আমার গর্ভে সন্তান আছে। হঠাত্ ঘুম ভেঙে গেলে আমার স্ত্রীকে বিষয়টি বলি। তখন সে বলে স্বপ্নের বিষয় সত্য নয়। ঘুমানোর পর আবার একটি মেয়ে এসে আমার বুকের দুধ ক্ষেতে চায়। তারপর থেকে আমার বুক মেয়েদের মতো হয়ে যায়। এক পর্যায়ে বুক থেকে দুধ বের হতে থাকে। তারপর আমার মধ্যে গর্ভবতীর লক্ষণ প্রকাশ পায়। আমি বিষয়টি পার্শ্ববর্তী শশাবাড়িয়া গ্রামের গ্রাম ডাক্তার শিবু সরকারকে জানাই। পেটের মধ্যে ব্যথা করত। ভাত খেতে পারতাম না। টক খেতাম। মঙ্গলবার পেটে প্রচুর ব্যথা হলে শিবু ডাক্তার আমাকে গোপালগঞ্জ শহরের স্কয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে আল্ট্রাসনো করার পর মলদ্বার দিয়ে একটি সাপ প্রসব করি। এ সময় রক্ত, মিউকাস বের হয়।

গ্রাম ডাক্তার শিবু সরকার বলেন, আমি শিশিরকে কখনোই চিকিত্সা করিনি। তবে মাঝেমধ্যে সে আমার কাছে তার পেটে ব্যথার কথা জানিয়েছে। নিজেকে সে গর্ভবতী বলে দাবি করে। কিন্তু গতকাল ক্লিনিকে নিয়ে তার প্রেগন্যান্সি টেস্ট করে নেগেটিভ পাওয়া যায়। পরে আল্ট্রাসনো করেও প্রেগন্যান্সির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপর মলদ্বার দিয়ে সাপ বের হয়। কিন্তু রক্ত বা মিউকাস বের হয়নি। বিষয়টি অত্যন্ত রহস্যজনক।

দর্শনার্থীরা জানিয়েছেন, সাপটি দেখে সদ্যজাত মনে হয় না। আগেই জন্ম নেয়া সাপ জোগাড় করে শিশির এ ধরনের নাটক সাজিয়ে অলৌকিক বলে চালিয়ে দিয়ে নিজেকে উচ্চ মার্গের সাধক বলে প্রচার করতে চাইছে। যদি এটি অলৌকিক ঘটনা হতো তা হলে সে ক্লিনিকে যেত না।

ক্লিনিকের নার্স কবিতা পান্ডে বলেন, ক্লিনিকে এসে শিশির বাথরুমে ঢোকে। বাথরুমে সে প্রায় আধাঘণ্টা কাটায়। বের হয়ে এসে নিজেকে গর্ভবর্তী দাবি করে ব্যথায় ছটফট করছে বলে জানায়। প্রেগন্যান্সি টেস্ট ও আল্ট্রাসনোগ্রাফি করে তার পেটে কিছু পাওয়া যায়নি। তবে সে ব্যথায় দাপাদাপি করে। এক পর্যায়ে তার মলদ্বার দিয়ে সাপ বের হয়। পরে সে সাপ নিয়ে দ্রুত বাড়ি চলে যায়।

সূত্র

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

এস এইচ খান বলেছেন: গুপাল গন্জে! স্রেফ যুদ্ধাপারাদীদের যরযন্ত্র ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

মোমের মানুষ বলেছেন: যুদ্ধাপরাধীদের টানেন কেন? এটাতো একটা মোজেজা

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

তীর্যক১০ বলেছেন: গোপাল গন্জে সাপ থাকতেই পারে ,,, আর সাপের পেট থেকে সাপই তো বের হবে <,,,,,,,,

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

মোমের মানুষ বলেছেন: কিসের তেলেসমাতি এটা? গোপালগন্জের ?

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

পুংটা বলেছেন: কোন দিক দিয়ে প্রসব করলো....??? B-))

কয়ডা কাঠাল পাতা দিমু পাইড়া...???? :-P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

মোমের মানুষ বলেছেন:

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

বিপদেআছি বলেছেন: :) :) :) :) :) :) :) :) :) :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

মোমের মানুষ বলেছেন: আজীব দুনিয়ায় কতকিছুই সম্ভব :(( :-0 B:-)

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

ফারুক-১ বলেছেন:
সবাই সরে যান কামড় দিবে। একবার কামড় দিলে আজীবন ও বিষ নামবে না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

মোমের মানুষ বলেছেন: ওঝা ডাকেন.......

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

নগরবালক বলেছেন: যে সব মন্তব্য এই মুহূর্তে মাথায় আস্তেসে

১। ভদ্র লোক কে মিউজিয়ামে রাখা হোক
২। সাপ টা যে দিক দিয়া আসছে সেই দিক দিয়া ঢুকিয়ে দেয়া হোক।
বাকি চিন্তা টা ভদ্র সমাজে বললাম না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

মোমের মানুষ বলেছেন: দুখিত মামা আপনার মন্তব্যখানি বুঝা যাচ্ছে না

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাওতাবাজি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

মোমের মানুষ বলেছেন: আসলেই ভাওতাভাজি, হসপিটালের বাথরুমে গিয়া কাম সাইরা আসছে.....।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

ত্যাড়া ব্যাকা বলেছেন: এত জায়গা থাকতে গোপাল গঞ্জে ক্যান?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

মোমের মানুষ বলেছেন: এইডাই আশ্চর্যের বিষয়, বগুড়ায়, মগবাজারেও হতে পারত
তা না হইয়া সোজা গোপালগঞ্জে

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

শাকিল ১৭০৫ বলেছেন: ;) ;) ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

মোমের মানুষ বলেছেন: সাপ দেইখা ডরাইতেছি আর আপনি হাসেন!

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

বিডি আমিনুর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ এই তো এখন নাম হবে ''সাপ বাবা'' তাপর শুরু হবে কেরামতি সর্ব রোগের মুক্তি, মনোবাসনা পূর্ণ ইত্যাদি ইত্যাদি ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

মোমের মানুষ বলেছেন: সাপ বাবা
জয় হউক
জয় হউক
সাপ বাবার ব্যাংক একাউন্ট লাগবে

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

পথহারা সৈকত বলেছেন: সাপ যে পথে আসিয়াছে ... একই পথে তাহাকে ফেরৎ পাঠানো হউক। :P :P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

মোমের মানুষ বলেছেন: দাবীটা জাতিয় দাবীতে পরিনত হউক

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

আমি মুখতার বলেছেন: কলিকাল আইয়াই পড়ল! আগে কি বাইর হইত আর এখন কি বাইর হয়!!!!!!!!!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

মোমের মানুষ বলেছেন: আগে কাদের বের হইত, আর এখন কার !:#P :> :-<

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

মহাজাগতিক পাগল বলেছেন: ;) জন্মদাতা সাপের সাহস কত ! এক ঠেলাতেই পোলারে পোয়াতি কইরা দিল ? খালি প্রেগন্যান্ট হইলেও কথা ছিল , পোলার বক্ষ থেকেও নাকি দুধ বের হয় । এইরাম একটা সাপ দিয়া যদি কাদের মল্লারে ঠেলা দিতে পারতাম !

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

মোমের মানুষ বলেছেন: :| :| X( B-)) B-) আহ আফসোস থাইকা গেল!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.