নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে সবাইকে স্বাগতম

আমার ব্লগে সবাইকে স্বাগতম

মোমের মানুষ

[email protected]

মোমের মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমার দেশের আজকের এই রিপোর্টে কার কার নাম আছে হাত তোলেন তো .......

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

নাস্তিকদের অসভ্যতা সাধারণ ব্লগারদের সমালোচনার ঝড়



একশ্রেণীর মিডিয়া ‘ধর্ম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ বলে সংবাদ পরিবেশন করলেও গত ২০ ফেব্রুয়ারি বুধবার আমার দেশ-এ ‘ব্লগে নাস্তিকতার নামে কুিসত অসভ্যতা’ শিরোনামের সংবাদ প্রকাশিত হওয়ার পর এবার খোদ সামহোয়্যারইন ব্লগের সাধারণ ব্লগাররা আমার দেশ-এ প্রকাশিত সংবাদের সত্যতা স্বীকার করেছেন। ব্লগের মালিক বাংলাদেশী নাগরিক গুলশান আরা জানার প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে বর্তমানে শাহবাগ আন্দোলনের নেতৃত্বদানকারী নাস্তিকচক্রটি বাংলা ভাষার প্রথম ব্লগ সামহোয়্যারইন ব্লগে ইসলামবিদ্বেষী পোস্ট ও কমেন্ট করে আসছে বলে তারা গত ২০ ফেব্রুয়ারি বুধবার ব্লগে কমেন্টের মাধ্যমে জানান। বুধবার সকাল ৯টা ১৩ মিনিটে মোমের মানুষ নামের এক ব্লগার আমার দেশ-কে নিয়ে একটি পোস্ট দেয়, ‘আজকের আমার দেশে সামহোয়্যার নিয়ে বিশাল রিপোর্ট : ব্লগে নাস্তিকতার নামে কুিসত অসভ্যতা’। এরপর ছন্নছাড়া মন নামের এক ব্লগারও আমার দেশ-এর প্রকাশিত সংবাদ নিয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে আরেকটি পোস্ট দেন। পোস্ট দুটিতে অধিকাংশ ব্লগার সামহোয়্যারইন ব্লগ নিয়ে তাদের তিক্ত অভিজ্ঞতা কমেন্ট আকারে জানান। হেডস্যার নামের এক ব্লগার তার কমেন্ট এ লেখে, ‘ইসলাম, আল্লাহ, নবী-রাসুল নিয়া বিটলামি করার ব্যপারে ঐ পত্রিকায় যা লেখা হইছে তা তো মিথ্যা না। কথাগুলো সত্য। মদের বোতল হাতে ছবিওয়ালার বিরুদ্ধে কথা বলায় দুইবার জেনারেল হইছি। তো আমার বিচার বিবেচনায় ঐ পত্রিকায় এই রিপোর্টের জন্য এই ব্লগ কর্তৃপক্ষই দায়ী। বান্দর লাই দিয়া মাথায় উঠাইছে না!! এখন ঠেলা সামলাক।’

আহলান নামের ব্লগার তার কমেন্টে লেখে, ‘নিউজটা তো মিথ্যা নয়, আমি ধর্ম কর্ম না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আরেকজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া তো রীতিমত অপরাধ। সেই অপরাধী মানুষগুলোকে সাধারণ মানুষ কোন দৃষ্টিতে দেখবে?’ বিডি আমিনুর নামের ব্লগার কমেন্টে লেখে, ‘আমি কোন ব্লগারকে গালি দিইনি। শুধুমাত্র নাস্তিকদের বিরুদ্ধে কমেন্ট করার জন্য এ পর্যন্ত তিনবার জেনারেল, একবার ওয়াচে রেখেছে এক মাসেরও বেশি। এটা কি সামুর বাড়াবাড়ি নয়?’ এমডি জামান লেখে, ‘সামু নাস্তিকদের বিরুদ্ধে স্ব প্রণোদিত হয়ে কোন এ্যাকশন নেয় না। যখন হাজারো প্রতিবাদ হয় তখন হয়ত পোস্টটি সরিয়ে দেয়। আমার দেশের রিপোর্টের সত্যতা আছে, আর তারা তো স্কীন শর্ট দিয়ে দিয়েছে।’ রোদেলা দুপুর লেখে, ‘কিছু কিছু মানুষ ইসলাম বিরোধী কথা বলতে পারলে নিজেকে স্মার্ট ভাবে। আল্লাহ তাদের বিচার করবেন।’ সাধারণ ব্লগাররা যখন তাদের কমেন্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তখন কট্টর আওয়ামীপন্থী ব্লগাররা বিতর্ক সৃষ্টি করতে চাইলে সাধারণ ব্লগারদের কমেন্টের রোষানলে পড়ে।’ আওয়ামীপন্থী ব্লগার কলাবাগান১ ও এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা লেখে, ‘রাজাকার বাঁচাতে ধর্মের লেবাস পরেছে আমার দেশ।’ এর জবাবে দেশপ্রেমিক পোলা তার কমেন্টে লেখে, ‘কলাবাগান১ এর মাথায় সমস্যা আছে। সবকিছুতেই রাজাকার খুঁজে পায়। ইসলামের কথা বললেই রাজাকারদের বাঁচানোর চেষ্টা মনে করে।’ টয় বয় লেখে, ‘উপরে ২টা কেম্নে লাফাইতাছে!! আমার দেশ নাস্তিকদের পশ্চােদশে আগুন লাগাইয়া দিছে মনে হয়।’ অনন্তপুর তার কমেন্টে কলাবাগান১-কে লেখে, ‘সত্যকে অস্বীকার করতে পারবেন? আপনি বলেন আমার দেশ এ প্রকাশিত এসব তথ্য কি মিথ্যা?

সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করবেন না। তার চেয়ে আসুন কতিপয় ব্লগারের বিরুদ্ধে সোচ্চার হই। যারা ধর্মের বিরুদ্ধে কুিসত ভাষায় ব্লগ লিখে তাদেরকে রিপোর্ট করি।’ আওয়ামীপন্থী ব্লগাররা এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। গেদু চাচা নামের এক ব্লগার তার কমেন্টে লেখে, ‘হোক আমার দেশ কিন্তু মিথ্যা কিছু তো লেখেনি। এই ব্লগের শত শত ব্লগার তার প্রমাণ দিতে পারবে। স্ক্রীন শর্ট সবার কাছেই আছে। কতিপয় ব্লগার যদি ভাবে ব্লগার বলতে শুধু তাদেরকেই বুঝায় এটা ভুল। আমরাও ব্লগার, শাহবাগ থেকে সাধারণ ব্লগারের আন্দোলনের নামে আওয়ামী লীগের সাজানো নাটকের যে খেলা চলছে, ফ্যাসিবাদের যে পদধ্বনি শোনা যাচ্ছে এর বুমেরাং তো আসবেই। ইতিহাস বহতা নদী, ইতিহাস তার নিজের নিয়মেই আখ্যান করবে।’ ব্লগার সুস্থ চিন্তার কমেন্টে খুব ভালোভাবে উঠে এসেছে সামহোয়্যারইন কর্তৃপক্ষের নাস্তিকদের প্রশ্রয়ের বিষয়টি। উনি লিখেছেন, ‘প্রায় হানড্রেড পার্সেন্ট সত্য। আরিফুর, আসিফ মহিউদ্দিন, সবাক সম্পর্কে যা বলা হয়েছে তার সবকিছু সামুর সব নিয়মিত ব্লগারের কাছে ওপেন সিক্রেট। এদেরকে যে সামু গৃহপালিত জন্তু হিসেবে লালন পালন করছে তা খুব একটা জোর দিয়ে বলা হয়নি এই রিপোর্টে। অথচ এটাই হচ্ছে বড় সমস্যা। সামুতে নিয়মিত ব্লগিং করে এমন ব্লগারদের কাছ থেকে তথ্য নিয়ে রিপোর্ট করা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এতকিছুর পরও সামুর কর্তৃপক্ষের টনক যে নড়বে না তা প্রায় নিশ্চিত। অন্তত ইসলাম আর নবীকে নিয়ে জঘন্য গালাগালিগুলো যদি বন্ধ করা যেত...।’ এই ব্লগারের কমেন্ট থেকে বোঝা যাচ্ছে, সামহোয়্যারইন কর্তৃপক্ষ নাস্তিকদের কর্মকাণ্ড দেখেও না দেখার ভান করে বছরের পর বছর পার করছেন। কিন্তু যারা ধর্ম ও নবী-রাসুলকে গালমন্দ করে, তাদের বিরুদ্ধে স্থায়ীভাবে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কিন্তু কেন? ইসলামবিদ্বেষী নাস্তিকদের বছরের পর বছর লালন-পালন করছে কেন, এটাই এখন সাধারণ ব্লগারদের প্রশ্ন। অনেকে তাদের কমেন্টে ওইসব নাস্তিক নামধারীদের ফাঁসি দাবি করেছেন। না পারভীন নামের এক ব্লগার লেখে, ‘একজন জঙ্গি থাবাকে ইমন জোবায়ের ভাইয়ের উপরে সম্মানের সাথে ঝুলিয়ে রেখে সামু থাবা কার্যক্রমকে উত্সাহ দিচ্ছে। আর যারা থাবার এগনেস্টে কথা বলছে, তাদেরকে ছাগু ট্যাগ দিচ্ছে।’ চান মিঞা নামের এক ব্লগার লেখে, ‘ঐ পত্রিকাটি ১০০% সত্য কথাই লিখেছে। সামু ও তার পালিত নাস্তিকেরা যে পাপ করেছে তাদের জন্য হয়তো ভবিষ্যতে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।’ পোস্ট প্রদানকারী ব্লগার মোমের মানুষ লেখে তার কমেন্টে, ‘বাংলাদেশে নাস্তিকতার সংজ্ঞাই মনে হয় ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করা।’ কিংব্লগার লেখে, ‘সত্যই লিখছে। সামুর এখনই এ অন্ধকার বন্ধন থেকে বেরিয়ে আসতে হবে।’ ব্লগার নিম গাছ তার কমেন্টে লেখে, ‘কথিত নাস্তিকদের বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা নয়। তারা নাস্তিক ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্মকে কটাক্ষ করে লেখাগুলো তারা কেন লেখে? নাস্তিকদের কোন ধর্ম নিয়ে মাথাব্যথা থাকার কথা নয়। তবুও এরা শুধুমাত্র ইসলামকে অবমাননা করে পোস্ট-মন্তব্য ইত্যাদি করে থাকে। আমার দেশ যাই বলুক, আমি প্রতিবেদন সঠিক মনে করি। একটি কথাও মিথ্যা নয়। মুসলমান নামের নিকধারী (প্রকৃত তারা হিন্দু) কিভাবে দিনের পর দিন এভাবে ইসলাম ধর্মকে কটাক্ষ করে এবং তারা বহাল তবিয়তে থাকে।’ সাধারণ ব্লগাররা সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষের দায় দিলেও ব্লগের মালিক গুলশান আরা জানা যুদ্ধাপরাধের প্রসঙ্গ টেনে জনধিকৃত ইসলামবিদ্বেষী নাস্তিকদের পক্ষ নিয়ে ইসলামের পক্ষে অবস্থানকারীদের প্রতিরোধের কথা লেখেন। তিনি তার কমেন্টে লেখেন, ‘যুদ্ধাপরাধীদের সর্্বোচ্চ শাস্তি নিশ্চয়তায় কোন প্রশ্নে যাওয়াও অপরাধ। মাথা ঠাণ্ডা রেখে দৃঢ়তার সাথে যুঝে যান। এদের প্রতিরোধে যূথবদ্ধ থাকুন। এদের বিচরণ এখন সবখানেই থাকবে এটাই স্বাভাবিক। আমাদের সম্মিলিত শক্তিই আজকের শাহবাগ চত্বর। আমাদের জয় হবেই।’ আমার দেশ-এর খবরের সত্যতা প্রকাশ করায় কয়েকজন ব্লগারকে ব্লক করা হয়। এদিকে ব্লগে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে মিথ্যা অপপ্রচার চালানো হয় বানোয়াট বক্তব্য দিয়ে। বিশ্ববিখ্যাত সাংবাদিক ওরিয়ানা ফালাচির একটি বক্তব্যকে আমার দেশ সম্পাদক মাহমদুর রহমানের নামে চালিয়ে দিয়ে একটি কুিসত পোস্ট দিয়েছেন ‘আমি একটু অন্যরকম’ নামের এক ব্লগার। অসংখ্য ব্লগার মাহমুদুর রহমানের বক্তব্যের লিংক চাইলে ওই ব্লগার কোনো লিংক দিতে পারেনি। কয়েকজন ব্লগার চ্যালেঞ্জ করে বলেছেন, ওটা মাহমুদুর রহমানে বক্তব্য নয়। আমার দেশ সত্য উন্মোচন করায় ওইসব ভয়ঙ্কর মিথ্যাবাদী ব্লগাররা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে তাদের পোস্টের সত্যতা প্রমাণ করতে পারেননি। গতকালও মাহমুদুর রহমানের নামে ব্লগে মিথ্যা অপপ্রচার চালানো হয়, মাহমুদুর রহমানের নামে বানোয়াট পোস্টের প্রমাণ হিসেবে পোস্টকারীকে লিংক দিতে বললে কর্তৃপক্ষ এক ব্লগারকে ব্লক করে দেয়। এতে দিনের আলোর মতো পরিষ্কার যে, গুলশান আরা জানার ইন্ধন রয়েছে মিথ্যা অপপ্রচারে, নয়তো কেউ পোস্টের প্রমাণ চাইলে তাকে কেন ব্লক করা হবে? আওয়ামীপন্থী ব্লগারদের মিথ্যাচার ও নাস্তিকদের ভিড়ে ব্লক হওয়ার ভয়কে উপেক্ষা করে আমার দেশ-এর সংবাদের সত্যতা স্বীকার করে অসংখ্য ব্লগার। সাধারণ ব্লগাররা নাস্তিকদের কটূক্তিতে অসহ্য হয়ে মাসের পর মাস পার করছেন এবং অভিযোগ করলে ছাগু বলে ব্লকও করে দিচ্ছেন। এখন সাধারণ ব্লগারদের একটাই দাবি—কেন সামহোয়্যারইন ব্লগের মালিক বাংলাদেশী নাগরিক গুলশান আরা জানা অসভ্য নাস্তিকদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন? তাদের ব্লগের উদ্দেশ্য কি ইসলাম ধর্মকে হেয় করার জন্য? নয়তো কেন সাধারণ ব্লগাররা কোনো নাস্তিকের বিরুদ্ধে কমেন্ট করলে তাকে ব্লক করে দেয়া হয়?



২২-০২-২০১৩



সেদিনের মন্তব্য গুলো পড়তে ক্লীক করুন.........................আজকের আমারদেশে সামহয়্যার ব্লগরে উপর বিশাল রিপোর্ট : ব্লগে নাস্তিকতার নামে কুত্সিত অসভ্যতা

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.