![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধীদের ফাসির জন্য অনলাইন-অফলাইন আন্দোলনের পাশাপাশি একটি বিষয় নিয়ে খুবই ভাবতাম, এর পরবর্তী সহিংসতা কেমন হবে? সরকার কি তা মোকাবেলা করতে পারবে? ৫/৬ জন যুদ্ধাপরাধীদের জন্য পুরো দেশে হয়ত রক্তের বন্যা বয়ে যেতে পারে। তিনটি রায়ের মধ্যে কেবল সাঈদির রায়টা ছিল বেশি আলোচিত। তিনি জামাত-শিবির বা তাদর সমর্থক ছাড়াও দীর্ঘ দিন ওয়াজ-মাহফিলের কারনে সাধারন মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছে। যেটা আগের রায় হওয়া দু আসামীর ক্ষেত্রে দেখা যায়নি। সাঈদির রায় পরবর্তি সহিংসতা দেখলেই বুঝা যায় জামাত-শিবিরের পাশাপাশি সাধারন মানুষও এতে অংশগ্রহন করেছিল।
এখানে একজন মানুষের মৃত্যু কেন্দ্র করে এত গুলো মানুষের অকাল মৃত্যু সত্যিই দেশকে গভির সংকটের দিকে নিয়ে যাচ্ছে।
প্রশাসনের এ ব্যাপারে কিছুটা নমনিয়তা প্রদর্শন করলে হয়ত আরো মৃত্যু কমানো যেত। বাংলাদেশের ইতিহাসে পুলিশের গুলিতে এতগুলো মানুষের মৃত্যু এটাই প্রথম। এভাবে মানুষ নিহত হতে শুরু করলে তারা হয়তো আরো জঙ্গী হয়ে উঠবে। খুব ভয় লাগতাছে, বাসা থেকে খুব প্রয়োজন ছাড়া বের হই না, তারপরও কখন না কখন কি হয়ে যায় আল্লাহই জানেন।
কালকে শিবিরের একটি পেজে কিছু নির্দেশনা দেখে আতকে উঠলাম, তারা ভয়াবহ সহিংসতা করতে চাচ্ছে, তার পরিপেক্ষিতেই এই অগুছালো লেখাটা
শিবির থেকে দশটি কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে -
১) এই মুহুর্তে সকল রেল লাইন উপরে ফেলে দিতে হবে
২) সকল লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালকে বিকল করে দিতে হবে
৩) ঢাকা কে সকল জেলা হতে বিছিন্ন করে দিতে হবে
৪) প্রতেকটি থানা ঘেরাও করতে হবে
৫) গ্রাম অঞ্চলের সাধারণ মানুষকে সাইদী সম্পর্কে বোঝাতে হবে
৬) দালাল মিডিয়া গুলোতে হামলা করতে হবে
৭) পুলিশের নির্মম গুলির দৃশ্য বিশ্ব মিডিয়ায় প্রচার করার বেবস্থা করতে হবে
৮) বিশ্বের সকল দুতাবাস ঘেরাও করে প্রতিরোধ গড়ে তুলতে হবে
৯) ঢাকা অবরোধ করতে হবে
১০) প্রতেক মন্ত্রী এমপির বাড়ি পুড়িয়ে দিতে হবে ।
লেখাটা ফেসবুক থেকে কপিপেষ্ট করা
সরকার পারবে এগুলো মোকাবেলা করতে আর আমাদের মত সাধারন মানুষের নিরাপত্তা দিতে। আমরা ক্ষমতা চাই না, আমরা টাকা-পয়সা চাই না, আমরা পদ্মা সেতু আর রাস্তাঘাট চাই না, আমার আমাদের মায়ের পাশে, সন্তান কে নিয়ে থাকতে চাই।
০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:২৯
মোমের মানুষ বলেছেন: গতকাল রাত্রে আমাদের এলাকায় দেখি অপরিচিত হাজার হাজার মানুষের আনাগোনা। সবাই আতংকের একটা ভাব নিয়ে দৌড়া-দৌড়ি করছে, দোকান পাট সব বন্ধ হয়ে যাচ্ছে। যদিও আমাদের এলাকায় কিছু হয়নি, তবে পাশ্ববর্তি এলাকায় মারামারি হয়েছে।
কিন্তু আমাদের এলাকাটায় আগে কখনও যে কোন ধরনের রাজনৈতিক সহিংসতায় কোন প্রভাব পরেনি, কালকেই ব্যাপারটা সবাই খেয়াল করল, আর আতংকিত হল
২| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:৩২
মোমের মানুষ বলেছেন: এখন দেশে এই মহুর্তে কারফিউ জারি করলে উত্তাল পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব
৩| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:১০
কাফের বলেছেন: প্রশাসন এ ব্যাপারে কিছুটা নমনিয়তা প্রদর্শন করলে জামাত শিবিরের চেয়ে সাধারন মানুষ মারা যেত বেশি।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:২১
দায়িত্ববান নাগরিক বলেছেন: হমমম ! ঠিক ! একটু সাবধানে থাকবেন।