![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হরতালে জমে উঠেছে কর্মী সাপ্লাই ব্যবসা। দেওয়া হচ্ছে অস্ত্র ভাড়াও। আর এসবের বিনিময়ে মোটা অংকের অর্থ কামাচ্ছেন কমিশনভোগী সাপ্লাইয়াররা।
বাংলানিউজের অনুসন্ধানে দেখা গেছে, রাজধানী ঢাকা তো বটেই, দেশের বিভিন্ন শহরে, এমনকি দেশের বাইরেও নগদ লোক ভাড়া করে জমিয়ে তোলা হচ্ছে হরতাল, বিক্ষোভ, মিছিল আর মানববন্ধনের মতো কর্মসূচি।
রাজধানীতে ভাড়ায় নাশকতামূলক তৎপরতা চালায় এমন এক গ্রুপের প্রধান বজ্জাত হোসেন (ছদ্দনাম)বাংলানিউজকে জানান, গাড়ি পোড়াতে হলে ১৫ হাজার টাকা লাগে। ভাঙচুর হয় ৫ হাজারে। আর ঝটিকা মিছিলের জন্য দেওয়া হয় জনপ্রতি ১শ’ টাকা করে।
এসবের বাইরে কোন অস্ত্র নিয়ে কোন কর্মসূচিতে অংশ নিলে প্রতিটির জন্যই আছে নির্ধারিত ভাড়া।
বন্দরনগরী চট্টগ্রামে প্রতিটি আগ্নেয়াস্ত্রের জন্য পাঁচ হাজার টাকা ভাড়া দেওয়া হয় বলে অভিযোগ আছে। এ শহরের মিছিলগুলোতে প্রায়শই যে তলোয়ার দেখা যায়, সেগুলোর জন্য ভাড়া দেওয়া হয় দু’হাজার টাকা করে।
লোক ও অস্ত্র ভাড়া করার এমন রাজনৈতিক সংস্কৃতি সম্প্রতি দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও।
ইদানিং নিউইয়র্কের মতো শহরেও আড়াইশ’ থেকে পৌনে তিনশ’ ডলারে রাজনৈতিক কর্মসূচির জন্য লোক ভাড়া পাওয়া যাচ্ছে।
রামপুরা এলাকার এক গলিতে দাঁড়িয়ে গাড়ি পোড়াও-ভাঙচুর চক্রের নেতা বজ্জাত হোসেন জানান, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আয় রোজকার বেশ ভালই হচ্ছে তার। এ ব্যবসায় বাকি কোন কারবার নেই। আগাম টাকা পেলে তবেই অপারেশনে যান তিনি ও তার গ্রুপ। তবে চুক্তি বাস্তবায়ন করতে ব্যর্থ হলে ওই দিনই টাকা ফেরৎ দেন তিনি। ব্যবসা দু’নম্বর হলেও কথায় তিনি এক নম্বরই বটে।
৩৫ বছর বয়সী এই যুবক বিগত বিএনপি সরকারের সময়ে এ পেশায় নাম লেখান। এটাই নাকি তার এখন অন্যতম ব্যবসা। দীর্ঘদিন ধরে এ লাইনে থাকলেও কখনই ধরা পড়েন নি। এমনকি কোন মামলা হয় নি তার নামে।
বজ্জাত জানান, এ লাইনে যখন আসেন তখন তিনি ছিলেন ছাত্রদল কর্মী। দলীয় পদের জন্য লবিং করে ব্যর্থ হয়ে দল ছাড়েন।
রাজধানীর বনশ্রী এলাকার থাকেন তিনি। তবে তার নেটওয়ার্ট পুরো রাজধানী জুড়ে। হরতালের আগের দিন রোববারও(গতকাল)একটি গাড়ি পুড়িয়েছেন পল্টন এলাকায়।
এর টাকা কে দিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বড় ভাই দিয়েছে। নাম বলাটা ঝুঁকিপূর্ণ। ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই সে নাম প্রকাশ করবো না। ভবিষ্যতেও করবো না। কারণ দু’নম্বর ব্যবসায়, কথা এক নম্বর না হলে চলে না।”
কিভাবে গাড়ি পোড়ান এমন প্রশ্নের জবাবে বজ্জাত জানান, “আমরা সর্বোচ্চ ৬ জনের একটি গ্রুপ থাকি। সব সময় আমি নিজে স্পটে থাকি না। কাছাকাছি দূরত্বে অবস্থান করি। ওরা যাত্রী বেশে গাড়িতে উঠার জন্য হাত দেখিয়ে গাড়িটি থামায়। গাড়ি থামার পর দ্রুত উঠে আগুন দিয়ে নেমে পড়ে। এ ক্ষেত্রে বোতলে করে পেট্রোল বহন করা হয়।যাতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।”
তিনি জানান, বেশিরভাগ ক্ষেত্রেই গাড়ির হেলপারের সঙ্গে আগেই যোগাযোগ থাকে। এ জন্য তাকেও টাকা দিতে হয় ২ থেকে ৩ হাজার টাকা। আর মামলা হলেও তিনিই মামলা খরচ বহন করেন।
তবে ভাঙচুরের জন্য সাধারণত হেলপারদের সঙ্গে যোগাযোগ করা হয় না। তাদের রয়েছে সুদক্ষ কর্মী বাহিনী। যারা দ্রুত গাড়ি ভাঙচুর ও আগুন দিতে পারে।
এ ছাড়া ঝটিকা মিছিলের জন্য মাথাপিছু ১শ’ টাকা করে পান তিনি। ৩০ টাকা কমিশন রেখে কর্মীদের দেন ৭০ টাকা করে।
অভিযানের জন্য নির্দিষ্ট কোন এলাকা নেই। যখন যেখানে সুযোগ হয় সেখানেই মিশন পরিচালনা করেন। তবে বড় ভাইদের চাহিদাকে বিশেষ প্রাধান্য দিয়ে মিশন পরিচালনা করা হয় বলেও জানান বজ্জাত।
রাজধানীতে তার গ্রুপের মতো আরও অনেক গ্রুপ রয়েছে বলেও জানান বজ্জাত হোসেন।
কোটি টাকা মূল্যের গাড়ি ভাঙচুর ও আগুন দিতে খারাপ লাগে কি না জানতে চাইলে তিনি বলেন, “কে সৎপথে বড়লোক হয়েছে! যারা গরীব মেরে বড়ালোক হয়েছে তাদের সম্পদ পোড়ালে দু:খ হবে কেন! বরং ভালই লাগে।”
তবে “মানুষ আহত হওয়ার কথা শুনলে খারাপ লাগে” জানিয়ে তিনি বলেন, “আমার কাছে দল কোন বিষয় নয়। যে আসে তারই কাজ করি।”
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১১
মোমের মানুষ বলেছেন: সাধারন মানুষের ক্ষতি করে, সরকারের এ সম্পত্তি নষ্ট করে এদের কি লাভ? সেদিন বগুড়ায় বিদ্যুত কেন্দ্রে আগুন দিয়ে ২০০ কোটি টাকার তার, ইলেকট্রিক যন্ত্রপাতি পুরে ফেলেছে। সে এলাকার মানুষ কবে নাগাদ কারেন্ট পাবে প্রশাসনও বলতে পারে না। এতে কি আমার টাকা নেই, আমার আব্বু বাতসরিক এক লক্ষ টাকা টেক্স দেন। সে টাকাগুলোই এভাবে পুরিয়ে ফেলছে
২| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৪
তাসজিদ বলেছেন: গাড়ি পোড়াতে হলে ১৫ হাজার টাকা লাগে। ভাঙচুর হয় ৫ হাজারে। আর ঝটিকা মিছিলের জন্য দেওয়া হয় জনপ্রতি ১শ’ টাকা করে।
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১২
মোমের মানুষ বলেছেন: আপনার গাড়ি ভাংতে হবে? কয়খান?
৩| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৫
যোগী বলেছেন: আর যারা হরতালের পক্ষে ব্লগাইতেছে তারা কত পায়?
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৪
মোমের মানুষ বলেছেন: তারা আর কত পায়, এক কাজ করেন ম্যাডামের কাছে আবেদন জানান, হরতালে পক্ষে ব্লগাইলেও যেন সম্মানি দেওয়া হয়
৪| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১২
মনোজ কুমার বলেছেন: ভাই আমি একটা প্রস্তাব দিই। যারা রেললাইন উপড়ে ফেলে বা স্লীপারে আগুন দেয়, তাদের ধরে একটা বগিতে ভরে আমরা রেললাইন উপড়ে ফেলি । তখন দেখি ওদের কেমন লাগে।
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৭
মোমের মানুষ বলেছেন: সেইটা করলে তো ওরা বেচে যাওয়ার সম্ভাবনা থাকে। এদের গাড়িতে ভইরা তারপর তাতে আগুন দেওয়া দরকার। যেমনটা পরশু হাতিরঝিল এলাকায় চলন্ত প্রাইভেটে আগুন দিয়েছে
৫| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৯
জেবিন বোস্টন বলেছেন: যোগী বলেছেন: আর যারা হরতালের পক্ষে ব্লগাইতেছে তারা কত পায়?
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১
মোমের মানুষ বলেছেন: এই একটা ক্যাটাগরী থাকা দরকার
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: কত ভয়বহ গনমৃত্যু ঘটতে পারত!
-------------------------------
কুলাউড়া রেল স্টেশনের অদুরে বরমচাল এলাকায় একদল দুর্বৃত্ত প্রায় ২৫ ফুট রেল লাইন উপড়ে ফেলায় সিলেটগামী যাত্রীবাহী উপবন এক্সপ্রেস ট্রেনের ৬টি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ জানা গেছে দুর্বৃত্তরা রাত আড়াই টার দিকে ওই রেললাইন স্লিপার উপড়ে ফেলায় দুর্ঘটনায় কবলে পড়ে ট্রেনটি। তবে ট্রেন লাইন থেকে মাটি না পড়ায় কোনো ভয়াবহ হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় পুলিশ সদস্যসহ ওই বগিগুলোতে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।