নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে সবাইকে স্বাগতম

আমার ব্লগে সবাইকে স্বাগতম

মোমের মানুষ

[email protected]

মোমের মানুষ › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রীয় কোষাগার কি শুন্য হতে চলেছে? টর্চ লাইট কেনারো সামর্থ নেই?

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬

রানা প্লাজা ভবনটি ধ্বসে যাওয়ার পর উদ্ধারকর্মীরা উদ্ধার সরঞ্জামের খুবই অভাববোধ করছেন। প্রয়োজনীয় অনেক সরঞ্জামই সেখানেই নেই। সাধারন মানুষের কাছ থেকে চাদা তোলে এগুলো ব্যবস্থা করা হচ্ছে। টিভিতে দেখতে পাচ্ছি অনেক উদ্ধারকর্মীরা টর্চ লাইট, ব্লেড, কাটার মেশিন এগুলো খোজছেন। সেখানে থাকা এক লোক জানালেন, গতকাল টর্চ লাইট কেনার জন্য মানুষের থেকে ২/৫ টাকা করে তোলা হচ্ছে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক উদ্ধার সরঞ্জামাদি না পাওয়ায় বিলম্ব হচ্ছে উদ্ধার কাজে । আটকা পড়া মানুষ গুলো বা যারা এখনও জানে বেচে আছে তাদের বেচে থাকার আশাও ধীরে ধীরে ক্ষীন হচ্ছে। ঢাকার বুকে এমন একটি ঘটনায় উদ্ধার সরঞ্জাম পর্যাপ্ত পরিমান না থাকা বা এগুোলো না পাওয়া ভাল জিনিসের লক্ষন না। স্থানীয় ধনকেবুর ও এমপি মন্ত্রীরা যারা ক্ষমতায় আরোহন করেই টাকা কামানো শুরু করেন তারা তো সামান্য একটু এগিয়ে আসলে অনেক হয়।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অথচ কত বাগাড়ম্বর করছেন মাননীয়! মন্ত্রী গং~!!!!!!!!!!!!!!!



সেনাবাহিনীকি এতটাই নিঃস্ব হয়ে গেছে??????????????????????



অথচ এটা ওযানটুর কাজ- চারটা ফ্লাড লাইট এনে- চারটা জেনারেটর বসিয়ে দিয়ে সহজেই করা যায়!!!!!!!!!!!!!!!!!!!!!


নাকি লৌকে যে বলে অন্ধকারে লাশ গুম করা সহজ হবে!!! তাই সরকারের কোষাগারও শূন্য!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪

মোমের মানুষ বলেছেন: নাকি লৌকে যে বলে অন্ধকারে লাশ গুম করা সহজ হবে!!! তাই সরকারের কোষাগারও শূন্য!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এটাই আসল কথা অন্ধকারে লাশ গুম সহজ হবে

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩

মোমের মানুষ বলেছেন: নাকি লৌকে যে বলে অন্ধকারে লাশ গুম করা সহজ হবে!!! তাই সরকারের কোষাগারও শূন্য!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এটাই আসল কথা অন্ধকারে লাশ গুম সহজ হবে

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪

বটবৃক্ষ~ বলেছেন: Amio etai vebecilam rate nischoi floodlight dea hbe! Army stadium e concert e to light er ovab hyna?! Okhane li8 jele gaeekar chehara dekhar bebstha krte pare army, r akhn lash dkhte partecena!!

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭

মোমের মানুষ বলেছেন: অন্ধকারে লাশ গুম সহজ হবে এতে

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০০

নাহিদ সৈকত বলেছেন: কোষাগার তো আর রাষ্ট্রীয় নাইরে ভাই... এইডা বেক্তিগত হয়া গেসে। তাহারা তাহাদের পকেটের টাকা খরছ কইরা ওই ছোটলোকদের জীবন বাঁচাবে ??!! ওই ছোটলোকদের থেকে টাকা শুষে নিয়েই কুল পায় না... আবার তাদের পেছনে খরছ !!

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

মোমের মানুষ বলেছেন: গরীব আর গার্মেন্ট কর্মীদের এ দেশে কোন দাম নাই রে ভাই। দাম আছে শুধু আবুল গো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.