| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম আযম ক্ষণে ক্ষণে জানতে চাইছেন শাহবাগে কত লোক!
গত এক সপ্তাহে গোলাম আযমকে সরবরাহ করা খাদ্য তালিকায় দেখা গেছে, তাকে খাবার দেয়া হয় সকাল ৭টায় পাউরুটি, ডিম ও একটি কলা। চায়ের পাতা ও চিনি। সকাল ৯টায় মুরগির স্যুপ ও খিচুড়ি। দুপুর ১টার মধ্যে দেয়া হয় কখনও পোলাওর চালের কখনও বাসমতি চালের ভাত, সবজি, ছোট মাছ বা তার চাহিদা অনুসারে রুই মাছের তরকারি, পাতলা ডাল। রাতের বেলা দেয়া হয় পোলাও চালের ভাত, মুরগির মাংস, সবজি, পাতলা ডাল।
সুত্রঃ http://hello-today.com/ht/75746#.USIGAPJXdBB
ভাল ভাল কেন যে যুদ্ধাপরাধী হলাম না অন্তত পোলাও চালের ভাত, মুরগির মাংস, মাছ এসব খেতে পারতাম।
ওই হারামিকে মোটা চাল, না চালা আটার রুটি র বেশি কিছু দেয়া উচিত না।
২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
রাফছানজানি বলেছেন: আহা!!! জিভ জলে ভিজে গেল।
৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
জ্ঞাতিবৈর বলেছেন: ভালখাবার দিয়াইতো বাচায় রাখতে হবে। মারার আগে মরে গেলেতো মনের খায়েস অপূর্ন থেকে যাবে।
৪|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
htusar বলেছেন: বিচিত্র দেশের বিচিত্র মানুষ।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
পক্ষপাতদুষ্ট বলেছেন: যুদ্ধাপরাধীদের নাম জপতে জপতে আর তাদের ফাসি দাবী করতে করতে দিন-রাত, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে নির্ঘুম অমানুষিক শ্রম দিয়ে যাচ্ছে আপামর জনতা আর যুদ্ধাপরাধীরা আরাম করে খেয়ে দেয়ে এবাদত বন্দেগী করে কাটাচ্ছে। হায়রে নিয়তি, হায়রে বিধাতা!!!