![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার গ্রাহকদের ইন্টারনেট খরচ না কমাতে পারলেও আপলোড স্পিড ৭৫% কমিয়ে দিয়েছিল! ডিজিটাল সরকার, অথচ তা চলছে উল্টো পথে! এ দেশে ইন্টারনেটের গতি বাড়ানোর জন্য বিশেষ করে ফ্রিল্যান্সাররা হাজারও ধরনা দিয়েছে। সরকারের পক্ষ থেকে গত এপ্রিল মাসেও বলা হয়েছিল ব্রডব্যান্ড ইন্টারনেটের সংজ্ঞায় ১ এমবিপিএস গতি ছাড়া ‘ব্রডব্যান্ড ইন্টারনেট’ বলা যাবে না। তা কার্যকর করারও উপদেশ দেয়া হয়। কিন্তু তা তো কার্যকর হয়নি, বরং এখন উল্টো করে বিটিআরসি বলেছে, স্পিড কমানোর জন্য! দেখা যাক এই ডিজিটাল দেশ ইন্টারনেট আপলোড বা ডাউনলোড গতিতে বিশ্বে কোথায় অবস্থান করছে। ‘নেট ইনডেক্স’ নামের একটি প্রতিষ্ঠানের চালানো জরিপে দেখা গেছে, বাংলাদেশ ডাউনলোড স্পিডের দিক থেকে বিশ্বে ১৭৫তম স্থানে রয়েছে। সর্বোচ্চ ডাউনলোড স্পিডের দেশ হংকং ৪৬.৪০ এমবিপিএস এবং সর্বনিম্ন ডাউনলোড স্পিডের দেশ মালাওইয়াই ০.৯৬ এমবিপিএস। আর বাংলাদেশে ডাউনলোড স্পিড ১.৫৫ এমবিপিএস। এদিকে বাংলাদেশ আপলোড স্পিডের দিক থেকে বিশ্বে ৯১তম স্থানে রয়েছে। সর্বোচ্চ আপলোড স্পিডের দেশ লিথুয়ানিয়া ৩১.৯২ এমবিপিএস এবং সর্বনিম্ন আপলোড স্পিডের দেশ বেনিন ০.৪১ এমবিপিএস। আর বাংলাদেশে আপলোড স্পিড ২.২১ এমবিপিএস। কিন্তু সম্প্রতি বিটিআরসির এমন সিদ্ধান্তে নতুন করে বাংলাদেশ কোথায় অবস্থান করবে সেটাই এখন দেখার বিষয়। প্রসঙ্গত বিশ্বে সব দেশের ডাউনলোড স্পিডের রেজাল্ট দেখতে http://www.netindex.com/download/allcountries এবং বিশ্বের সব দেশের আপলোড স্পিডের রেজাল্ট দেখতে http://www.netindex.com/upload/allcountries সাইট ভিজিট করতে পারেন।
২| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন:
৩| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
মিজভী বাপ্পা বলেছেন: আমাদের দেশের নেটের স্পীড কচ্ছপের গতির চেয়ে মন্থর
৪| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০০
শ্রীঘর বলেছেন: আমার কিছু প্রস্তাবনা নিন্মে দেওয়া হইল:
১) ইন্টারনেট ডাউনলোড-আপলোড স্পিড ০০.০০ করা হউক। আর বিটিআরসি এর মাথামোটাদের বেতন ডাবল করা হইক।
২) ইভেন অন দা গো, ৩জি সবখানে সবসময়, এই এডগুলি প্রত্যেক অপারেটর ব্যবহার বাধ্যতামূলক করা হউক।
৩) স্পিডের টুটিতে চেপে ধরা সরকারী আমলা বা অপারেটরকে ২ কোটি ডলার মূল্যের সমপরিমান টাকার পুরস্কার ঘোষনা দেওয়া হউক। যে সবোর্চ্চভাবে স্পিডের টুটিতে চেপে ধরবে তাকে এই অর্থ দেওয়া হবে।
৪) কাস্টমারদের সাথে সবোর্চ্চ খারাপ ব্যবহারীকে অপারেটরকে পুরস্কার সরূপ সরকার সব ধরনের কর মওকুফ করবে।
৫) আইসিটি মিনিস্ট্রিতে টপ টু বটম সবোর্চ্চ টেকবাইন্ডদের নিয়োগ নিশ্চিত করা হউক।
যতদিন এনআইখানের মত লোক থাকব ততদিন ফ্রিল্যান্সারদের ভাগ্যের ঝুলিতে শূন্য ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকল না।
৫| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
বাংলার হাসান বলেছেন: ডিজিটাল বলে কথা।
৬| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২০
রাখালছেলে বলেছেন: ভাল ভাল । এত স্পীড দিয়ে কি করবেন ???? প্রশ্নটা মনে হয় তাদের মনে ঘুরপাক খায় ।
৭| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
জহির উদদীন বলেছেন: পৃথিবীর এমন একটা দেশ দেখাতে পারবেন যে দেশ ডিজিটাল দেশ বানানোর ধান্দাবাজী কথা বলে.....
৮| ৩১ শে মে, ২০১৩ রাত ৮:১১
ডি মুন বলেছেন: হায়রে ইন্টারনেট স্পিড ................ রেস্ট ইন পিস
৯| ৩১ শে মে, ২০১৩ রাত ৮:১৪
রাকীব হাসান বলেছেন: জহির উদদীন বলেছেন: পৃথিবীর এমন একটা দেশ দেখাতে পারবেন যে দেশ ডিজিটাল দেশ বানানোর ধান্দাবাজী কথা বলে.....
১০| ৩১ শে মে, ২০১৩ রাত ৮:২৫
অন্য কথা বলেছেন: Idioms for the year 2013 ----- "Slow and steady INTERNET wins the DIGITAL race".
১১| ৩১ শে মে, ২০১৩ রাত ৮:২৬
শ্রীঘর বলেছেন: ডিজিটালি টাল সরকারের চিন্তাভাবনা দেখলে গা জ্বালা করে
"গতি কি? তা বুঝার আগে গতি কমানোর পায়তারা"
আফসোসের ব্যাপার হইল এই যে "গতির ব্যাপারে নুহ নবীর আমলেই রইয়া গেলাম বাংলাদেশের জনগন"
ইসলামের ইতিহাস পইড়া কি প্লেন চালানো সম্ভব?
১২| ০১ লা জুন, ২০১৩ সকাল ৯:৩৭
মমতাজ-কলি বলেছেন: মন্তব্যদানকারীদের ডিজিটালীয় রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২০
ফ্রিঞ্জ বলেছেন: