নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাহাড়ের প্রতিধ্বনী

মমতাজ-কলি

ভাল করে বাঁচতে চাই

মমতাজ-কলি › বিস্তারিত পোস্টঃ

সুখী হতে হবে সবাইকে নিয়ে...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫


বুদ্ধ বলেছেন, ‘সব্বে সত্তা সুখিতা হোন্ত।’ বাংলা করলে দাঁড়ায়, ‘সব সত্তা সুখী হোক’। বাঙালি বৌদ্ধরা তাদের লেখায় এবং বক্তৃতায় বুদ্ধের এই উক্তির বঙ্গানুবাদ করেন এভাবে, ‘জগতের সকল প্রাণী সুখী হোক।’


যে বিষয়ের অবতারণার জন্য লেখাটি শুরু করেছি তা হচ্ছে- আজকের যুগান্তরের খবরে প্রকাশ, "রোহিঙ্গা জনগোষ্ঠীকে হত্যায় ফের ঘৃণ্য পন্থা বেছে নিয়েছে মিয়ানমার। জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে নিজ দেশে আর ফিরতে না পারেন সেজন্য সীমান্তে স্থলমাইন বসিয়েছে মিয়ানমার। স্থলমাইন বিস্ফোরণে ইতিমধ্যেই বেশ কয়েকজন আহত হয়েছেন।

মিয়ানমারে ক্রমবর্ধমান নিপীড়নের মুখে রোহিঙ্গাদের বাংলাদেশমুখী স্রোত অব্যাহত আছে। ২৪ আগস্ট থেকে বুধবার পর্যন্ত দুই লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ সীমান্ত পার হয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেয়ার চেষ্টা করছে। বুধবার পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণে শরণার্থীদের দুর্ভোগ আরও বেড়েছে।"

বিশ্বের অন্যতম বুড্ডিষ্ট রাষ্ট্র মিয়ানমার মহামতি গৌতম বুদ্ধের শিক্ষা ও আদর্শ থেকে পুরোপুরি বেরিয়ে এসে রোহিঙ্গা মুসলিমদের ওপর যেভাবে বর্বর নির্যাতন চালাচ্ছে তা দেখলে শিউরে উঠতে হয়। হাত পা অবশ হয়ে আসে। কিভাবে মানুষ মানুষকে এভাবে কুপিয়ে, খুঁচিয়ে, গুলি করে এবং স্থল মাইন পুঁতে হত্যা করতে পারে!


মহামতি গৌতম বুদ্ধের বাণী অনুযায়ী সব সত্তার সুখ কামনায় বুদ্ধের উক্তির মর্মার্থ হচ্ছে কোনো সত্তা, ধরা যাক মানুষ, নিজের সুখ বাড়ানোর জন্য যদি অপর কোনো সত্তার সুখ বিঘ্নিত করে, অস্তিত্ব হুমকির মুখে ফেলে, তাহলে ভারসাম্য নষ্ট হয় এবং ভয়ঙ্কর নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া অনিবার্য হয়ে পড়ে।

আমরা মনুষ্যজাতি এ সতর্কবার্তার বিপরীত কাজ বিরামহীনভাবে বংশপরম্পরায় করে চলেছি। আমরা যতই আধুনিক হচ্ছি, ততই এ ধরনের অপকর্মের ব্যাপকতা ও গতি বাড়ছে।

বুদ্ধ দিয়ে শুরু করেছিলাম, বুদ্ধ দিয়ে শেষ করি। বুদ্ধ বলেছেন, সবচেয়ে বড় পুণ্য হচ্ছে প্রজ্ঞা, আর সবচেয়ে বড় পাপ হচ্ছে অজ্ঞতা। প্রজ্ঞা আলো আর অজ্ঞতা অন্ধকার।

মিয়ানমারের নেত্রী অংসান সুচী সহ সেখানকার সেনা কমাণ্ডার ও নীতিনির্ধারকদের গৌতম বুদ্ধের বাণী অনুসরণ করে বৈশ্বিক জ্ঞান-বিজ্ঞানে আরো বিকশিত হওয়ার অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.