![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিন-চার মাস আগে অ্যাপটি ইন্সটল করেছি। প্লে স্টোর সাজেস্ট করেছিলো তাই ইনস্টল করা। ইনস্টল করাই ছিলো, খুলেও দেখিনি অনেকদিন। কিছুদিন আগে এক সহকর্মী অ্যাপটিতে তাঁর সংশ্লিষ্টতা সম্পর্কে আমাকে বলছিলেন। চা খেতে খেতে কথা। এই অ্যাপে তিনি গান গাইছেন নিয়মিত! তিনি যে গান জানেন- এটা আমার ভাবনাতেও ছিলো না। জিজ্ঞেস করলাম, 'আপনি গান গাইতে জানেন?' সহাস্যে উত্তর দিলেন, 'এখানে গাইতে হলে গান জানতে হয় না, গাইতে গাইতে গায়েন।' আরও জানতে চাইলাম, 'এই অ্যাপে গাওয়া গান অন্য কেউ শুনতে পারে তৎক্ষণাৎ?' তিনি বললেন, 'এখানে তিন পদ্ধতিতে গান করা যায়। ১। আপনি নিজে গান রেকর্ড করে পোস্ট করতে পারেন। ২। পার্টি রুমে গান করতে পারেন। ৩। লাইভ গান করতে পারেন আপনার ভিডিও অন করে।'
তিনি নিজের গাওয়া একটি গান শোনালেন আমাকে। আরও বেশ কিছু গান তিনি এই অ্যাপে নিজের প্রোফাইলে পোস্ট করেছেন। আমি তাঁর গান শুনে অবাক হয়ে গেলাম। একটি অ্যাপ তাঁকে সত্যি সত্যি গায়ক বানিয়ে দিয়েছে! সত্যিই তাই। মাত্র কয়েক মাসে তিনি পেয়েছেন অনেক ফলোয়ার। অনেকেই তাঁর গান শুনে তাঁকে প্রশংসাবানে ভাসিয়েছে, সেটাও দেখলাম তাঁর পোস্টকৃত গানগুলো দেখে।
আমার এই লেখা পড়ে কেউ কেউ হয়তো ভাববেন, আমি বোধ হয় সেই অ্যাপটির এজেন্ট হয়ে প্রচার চালাচ্ছি। আসলে তা নয়। একমাসেরও বেশি সময়ে আমি নিজেই অ্যাপটির ভক্ত হয়ে গেছি। শুধু আমি নই, অনেকেই। কয়েক লক্ষ বা কয়েক কোটি মানুষ এই অ্যাপটির সঙ্গীত জগতে এখন মজে আছে। সঙ্গীত হচ্ছে একটি শিল্প। তাই সঙ্গীতের সঙ্গে যারা জড়িত তাঁরা শিল্পী। শিল্পীরা নিম্ন মনমানসিকতার হন না। শিল্পীরা হন উদার, প্রগতিশীল। এই অ্যাপে যাদের সাথেই আমার পরিচয় হচ্ছে, মনে হচ্ছে তাঁরা সকলেই খুব উদার, অত্যন্ত প্রগতিশীল। সবচেয়ে বড় কথা হলো, মহামারীর এই সময়টাকে শোক-দুঃখ ভুলে আনন্দের মুহূর্তে পরিণত করছে এই অ্যাপটি।
আপনারাও যুক্ত হোন এই অ্যাপের বদৌলতে এক সঙ্গীত জগতে, এক অপার আনন্দের ভুবনে। এখানেও সোশ্যাল নেটওয়ার্কিং সম্ভব। সম্ভব বন্ধু বানানো। যে বন্ধুত্বে রাষ্ট্রীয় সীমানা কোনো বাঁধা নয়। স্টারমেকার অ্যাপ- সুরে, ছন্দে, ভালোবাসায় যেখানে গড়ে ওঠে এক সঙ্গীতীয় বন্ধুত্ব।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৭
মোনায়েম খান নিজাম বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভ কামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪১
শেরজা তপন বলেছেন: না আপনাকে এজেন্ট অন্তত আমি ভাবছিনা।
আপনি এই অ্যাপে মজা পাচ্ছেন জেনে পুলকিত হলাম।