নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়ে হলো চার বছর হয়ে গেছে। এর আগে প্রেম করেছি প্রায় ৬ বছর। তার সাথে অনেক লম্বা সময় পেরিয়ে এসেছি। মোটকথা প্রায় ১ দশক পেরিয়েছি আমরা দুইজন একসাথে।
কিন্তু হঠাৎ সেদিন রাতে বউ বললো, তুমি আমাকে আগের মতো ভালোবাসো না।
কেন? জিজ্ঞাসা করলাম।
বউ বলতে চাইলো না কিছু। বললো না, এমনিই মনে হলো।
শেষে আমার পীড়াপিড়িতে বললো, আগে তুমি আমাকে অনেক রোমান্টিক কথা বলতে, এখন তো বলো না।
আমি বললাম, ঠিক আছে, এখন থেকে বলবো আবার।
কিন্তু আমার কোনো রোমান্টিক কথাই মাথায় আসছে না। বউ প্রতিদিন একবার করে হলেও জিজ্ঞাসা করে, আজকে কি বলবে রোমান্টিক কথাটা?
একসময় প্রেম, ভালোবাসা নিয়ে অনেক পাগলামী করেছি কিন্তু এখন কেন জানি মাথা কাজ করে না। ছাত্রাবস্হায় আগে বলতাম, তোমাকে নিয়ে এই করবো, সেই করবো কত কি?
প্রত্যেকমাসে নিয়ম করে কার্ড গিফট করতাম, ব্যস্ততার কারণে একবার সময় পাই নাই, ঐ মাসের ৩১ তারিখ রাত সাড়ে নটায় গিয়ে তাকে কার্ড দিলাম শেষ পর্যন্ত। আরো কত পাগলামী করেছি, তার ইয়ত্তা নাই।
কেন যে এখন আমার মাথা কাজ করছে না, সেটা বুঝতে পারছি না।
আসলে আমি কি বুড়ো হয়ে যাচ্ছি?
নাকি দিন দিন বাস্তবাদী হচ্ছি? এখনো পাগলামী করতে ইচ্ছে করে, তবে তার আগে ভেবে নিই, এটা কতটুকু যুক্তিসংগত?
আমার বউকে নিয়ে লিখা আগের পোস্টগুলো।
আজকের সবটুকু ভালোবাসা আমার বউ এর জন্য।
২ বছরের বিবাহিত জীবনের টুকিটাকি।
বিবাহিত এবং দাম্পত্য জীবনে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ভাইয়েরা সাহায্য করেন।
প্রিয় বউ - তোমার জন্য
বউকে মাইনাস
প্রেমের পরীক্ষা দিতে গিয়ে মরিচের শরবত পান
জৌতিষীর ভবিষ্যতবাণী এবং আমার পরকীয়া প্রেম
স্মৃতিময় বৃষ্টি: আমার প্রেমের সেকাল আর একাল
আমি সরকারী চাকুরীজীবি তাই বউ আমাকে সরকারী কেরানী বলে ঠাট্টা করে
বউ, তোমাকে বলতে চাই, আবারো।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৩
মনিহার বলেছেন: হ্যাগোর লিগা তাজমহল বানাইয়া দিলেও কয়দিন পরে আবারও কইব- তুমি আমারে আগের মত ভালবাসনা।---------সহমত
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫২
মো: তৌহিদ বলেছেন: এই লিখাগুলি প্রিন্ট কইরা উনারে গিফট করেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৩
মনিহার বলেছেন: সে পড়ে আমার লিখা।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৪
মনিহার বলেছেন: :!> :!> :!>
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০২
শার্লক বলেছেন:
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৪
মনিহার বলেছেন: :!> :!> :!>
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৭
শাহজাহান মুনির বলেছেন: বউরে বাসাই গিয়া কইবেন বউ I love U......
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৯
মনিহার বলেছেন: শুধু আইলাভিউ বললেকাজ হয় না এখন।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৮
অতনু কুমার সেন বলেছেন: :!> :!> :!>
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১১
মনিহার বলেছেন: :!> :!> :!>
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৯
হেডস্যার বলেছেন:
দেখ দেকি কি কান্ড !! বেডরুমের গুফন কতা এইকানে কয়
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১১
মনিহার বলেছেন: :!> :!> :!>
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১১
মাসরুর প্রধান বলেছেন: ভাই, আপনার সব পোস্টই দেখি বউ কেন্দ্রিক।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২
মনিহার বলেছেন: সব না, কিছু কিছু।
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৪
মদন বলেছেন: আপনে দেখি ডিজিটাল তাজমহল বানাই ফালাইসেন অলরেডী। কত্ত লেখা বউরে নিয়া।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৮
মনিহার বলেছেন: :!> :!> :!>
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৭
আকাশ মাহমুদ০০৭ বলেছেন: ভাই আপনি কি বউর প্রতি শুখি না দুখি বুঝতাছি না
একটু কন তো?
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৯
মনিহার বলেছেন: উপরের লিংক থেকে ২-১টা লিখা পড়ে দেখুন।
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২০
তপ্তবালু বলেছেন: লেখার একটা একটা লাইন প্রিন্ট কইরা সুন্দর ফ্রেমে বাধায় কইরা প্রতিদিন উপহার দেন
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩০
মনিহার বলেছেন: প্রতিদিন ফ্রেম বাঁধাই করলে তো ফতুর হয়ে যাবো।
১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আপনার বউ লাকি যে আপনি তাকে এত ভালবাসেন, আর আপনিও লাকি যে আপনি এত ভালবাসার একজন মানুষ পেয়েছেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩১
মনিহার বলেছেন: ধন্যবাদ।
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: মদন বলেছেন: আপনে দেখি ডিজিটাল তাজমহল বানাই ফালাইসেন অলরেডী।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
মনিহার বলেছেন: হ্যাগোর লিগা তাজমহল বানাইয়া দিলেও কয়দিন পরে আবারও কইব- তুমি আমারে আগের মত ভালবাসনা।-
১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
আকাশ মাহমুদ০০৭ বলেছেন: এটার সাথে আমি এক মত
হ্যাগোর লিগা তাজমহল বানাইয়া দিলেও কয়দিন পরে আবারও কইব- তুমি আমারে আগের মত ভালবাসনা। ++++
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
মনিহার বলেছেন: ধন্যবাদ।
১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৯
আকাশ মাহমুদ০০৭ বলেছেন: ভাই আমরা সামনে সংসারি হমুতো তাই আমাগো লিগা কিছু টিপস দেন।
তাহলে উপকৃত হব।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪২
মনিহার বলেছেন: যত কিছুই হোক, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।
সবকিছু খোলামেলা আলোচনা করবেন, ভালোলাগা, খারাপ লাগা, প্রথমেই স্ত্রীর সাথে শেয়ার করবেন।
আমার উপরে দেওয়া লিংকগুলোর ২-১টা পড়ে দেখতে পারেন।
শুভ কামনা রইলো আপনাদের জন্য। আপনারা সুখী হোন, এই কামনা করছি।
১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৩
আকাশ মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই অসংখ ধন্যবাদ
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫২
মনিহার বলেছেন: আপনারা সুখী হোন, এই কামনা করছি।
১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার ক্ষেত্রে একটু উলটো। তবে আমি ১০০% হলে বউ ৮০% এর উপরেই আছে
আচ্ছা, স্বামী-স্ত্রীর মধ্যকার রোমান্টিসজ্মটা এরকম যে এটা বই পড়ে বা কোচিং করে তেমন শেখা যায় বলে মনে হয় না। স্বামী বা স্ত্রীর পেশাগত ব্যস্ততা, অর্থনৈতিক অবস্থা/দুরবস্থা, উভয়ের মধ্যে বয়স বা শিক্ষাগত সমতা/বৈষম্য, নিয়মিত/অনিয়মিত সহবাস (অরগাজ্ম সহ), নিজের/পরিবারের পছন্দে বিয়ে করা, উভয়ের বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপ ও সৌন্দর্যবোধ, সন্তানাদি, কলা (ষোলো কলা) ইত্যাদির উপর এ জিনিসগুলো নির্ভর করে। আমাদের সেটল্ড ম্যারেজ, কিন্তু বিয়ের প্রথম ৭/৮ বছর আমাদের এমন গেছে যে বাড়ি থেকে সন্দেহ করা শুরু করলো আমরা বোধ হয় প্রেম করে বিয়ে করেছি আমাদের প্রথম সন্তান জন্মের পর স্ত্রীর ভালোবাসা ভাগ হয়ে গেলো- আমি আর সন্তানের মধ্যে। এটি আমাকে অনেকদিন ব্যথিত করেছে। এরপর একদিন দেখলাম আমার ভালোবাসাও ভাগ হয়ে গেছে- সন্তান আর স্ত্রীর উপর; অতএব আর কোনো মনোকষ্ট থাকলো না।
এ নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই। সবচেয়ে রোমান্টিক যুগলের স্ত্রীও হঠাৎ হঠাৎ কিংবা নিয়মিত এ কথাটি বলে উঠতে পারেন চাওয়ার যেমন শেষ নেই, পাওয়ারও শেষ নেই। আপনি যতখানি রোমান্টিক আছেন, ভাবী হয়তো আরেকটু বেশি চাইছেন। একটু বেশি রোমান্টিক হলে সেটিতেই যে তিনি সন্তুষ্ট হবেন তা নয়, আরো বেশি পাবার বাসনা প্রকাশ করবেন। এই আর কী
অধিক রোমান্টিক হাবর ব্যাপারে ডেল কার্নেগি যৌনমিলনকে একটা ইনডেক্স হিসাবে বিবেচনা করতেন। কিন্তু অনেকেই এটা মানেন না, যা সত্য বলে আমার মনে হয়। স্ত্রীর সাথে খুব বেশি বেশি ফান করা উচিত, যে কোনো বিষয়ে। পুরো বাসায় স্ত্রী, পু্ত্র, সবাইকে নিয়ে একসঙ্গে জোকস শেয়ার করুন (নির্মল জোকস)। জীবনের প্রথম দিনগুলোতে কী করতেন? ঘনিষ্ঠ সময়ে/মুহূর্তে সেগুলোর অবতারণা করুন ও স্মৃতি রোমন্থন করুন।
সার কথা, এগুলো বলে-কয়ে হয় না, আমার যদ্দূর মনে হয়।
নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি, আপনি আগের মতোই রোমান্টিক এখনও। কারণ, যার ভেতরে রোমান্টিসিজ্ম আছে, তা আজীবন থাকবেই।
শুভ কামনা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৫
মনিহার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
এক একজনের কাছে ভালোবাসার প্রকাশটা এক এক রকম।
আসলে ভালোবাসার কোনো লিমিট নাই, এটার কোনো শেষ সীমাও নাই।
তবে আপনার কথা শুনে অনেক আশ্বস্ত হলাম।
আবারো ধন্যবাদ।
১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৪
রাখালছেলে বলেছেন: তাহলে তো আপনার গিফট দেয়া তো হয়েই গেল। উনি যেহেতু আপনার লেখা পড়েন তাহলে তো আর কিছু বলতে হবে না ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৫
মনিহার বলেছেন: ধন্যবাদ।
এখনি তাকে এই লিখা পড়তে দিবো না, কিছুদিন পরে দিবো।
১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১০
অ তে আজগর বলেছেন: বউ আই লাভ ইউ (চিল্লাইয়া কইবেন)
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৬
মনিহার বলেছেন: :!> :!> :!>
২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৬
পড়শী বলেছেন: একদিন ভোরবেলা ভাবী ঘুম থেকে ওঠার আগে, কাউকে কিছু না বলে স্রেফ উধাও হয়ে যান কিছুক্ষণের জন্য।
আশা করি সব ঠিক হয়ে যাবে।
পরামর্শ ব্যাকফায়ার করলে আমার দোষ নাই। নিজ দায়িত্বে।
১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৫
মনিহার বলেছেন: ডর লাগে ভাই, পিডানী তো আপনে খাবেন না।
২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৬
কনিফউজড_েনিটেজন বলেছেন: ডিজিটাল তাজমহল !!! Nicely coined!!!
@ মদন বলেছেন: আপনে দেখি ডিজিটাল তাজমহল বানাই ফালাইসেন অলরেডী। brilliant!
১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৬
মনিহার বলেছেন: ধন্যবাদ।
২২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:২৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ১৭ বছর বয়সে বিয়া করা যায় না দেইখা করতে পারতাছি না..............................
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৫
মনিহার বলেছেন: সবুর করেন। সবুরে মেওয়া ফলে।
২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩২
নূর-ই-হাফসা বলেছেন: কোথাও থেকে ঘুরে আসুন । আগের সময় কিছুটা হলেও অনুভব করতে পারবেন ।
ভালোবাসা কমেছে বলা যায় না , দীর্ঘদিন অযত্নে ধুলাবালি জমে আরকি ।
ব্যস্ততা তো থাকবেই । নিজেদের তবুও সময় দিতে হবে ।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫২
চিরতার রস বলেছেন: আপনে যে আপনের বউ রে নিয়া এতো পোস্ট ল্যাখছেন এটা দেহান। আপনের মত জামাই কয় জনের আছে মিয়া !!!
আর বউরা এসব কথা কইব ই। হ্যাগোর লিগা তাজমহল বানাইয়া দিলেও কয়দিন পরে আবারও কইব- তুমি আমারে আগের মত ভালবাসনা।