![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা তুমি
টিটো
ভালবাসা তুমি
বিদ্রোহী কবির বলা মস্ত হেয়ালী মেয়েদর মন;
অথচ তুমি---
তাদের সাথে-ই গড়ো ভালবাসার ভূবন।
ভালবাসা তুমি
লিওনা-দো-বেঞ্চিকে পুড়িয়েছ আগুনে;
পারনি তুমি---
সোনার হরিণ; আনতে প্রেমিকের জীবনে।
ভালবাসা তুমি
লায়লী-মজনুর কালজয়ী প্রেমের মর্মস্পষী কাহিনী;
তবুও তোমায়---
রাখেনি স্বরণ ভুলেছে মহত বাণী।
ভালবাসা তুমি
এক নিমিষে হয়ে যাও; অন্যের গলার মালা,
শুধু রেখে যাও; স্মৃতির প্রাসাদ---
ব্যর্থ প্রেমিকের জীবনে; যা দেয় অসীম জ্বালা।
ভালবাসা তুমি
প্রেমিকের হাতে ফুটন্ত লাল গোলাপ ফুল;
অথচ তুমি---
বিচ্ছেদ-বেদনায় ভরে দাও দূ'কুল।
ভালবাসা তুমি
মরমী শিল্পীর কন্ঠে; বিরহের গান
অবিস্বরণীয় বাণী---
বেদনার সুরে নেচে উঠে প্রাণ।
ভালবাসা তুমি
পাঁচশত টাকা নোটের অপূর্ব ম্যানি ব্যাগ;
হয় যখন টাকা শেষ---
দু'দিন পরই তুমি দাও ছ্যাগ।
ভালবাসা তুমি
বলতো ক'টা জীবন করেছ বিনাশ;
হিসেব কি রেখেছ?
তোমাকে ঘিরে; গড়ে উঠেছে কতটা উপন্যাস।
ভালবাসা তুমি
মেয়েদের জীবনে বিলাসিতা কিন্বা বিলাস;
প্রেমিকের জীবনে---
গড়ে উঠে বিমর্ষ এক ইতিহাস।
ভালবাসা তুমি
ব্যর্থ প্রেমিকের জীবনে; সিগারেটের ধোঁয়া
একবাক্যে সবার বিমর্ষ বিলাপ---
তুমি প্রতারক, তুমি বোয়া।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
েপরুসবাঙ্গালী বলেছেন: ভালো লাগল ।