নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হয়নি যাবার বেলা

দাম দিয়া কিনেছি বাংলা

মনির হাসান কুষ্টিয়া

পারিনা কিন্তু ইচ্ছে করে অসাধারন কিছু লিখতে।

মনির হাসান কুষ্টিয়া › বিস্তারিত পোস্টঃ

জেলা প্রশাসক পদকে ন্যূনতম সচিব মর্যাদার করা হউক

০১ লা অক্টোবর, ২০১১ রাত ১০:০১

ইউনিয়ন, পুলিশ থানা, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা, সংসদীয় এলাকা গঠন করা হয় জনসংখ্যার ভিত্তিতে। অর্থাৎ একটি নির্দিষ্ট জনসংখ্যার জন্য উপযুক্ত মর্যাদার জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। যেখানে জেলা পরিষদের চেয়ারমান মর্যাদায় প্রতিমন্ত্রী সেখানে জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন একজন উপ সচিব। নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যানদের মর্যাদা উপ সচিব অথচ সমমর্যাদার জেলা প্রশাসকের নিয়ন্ত্রাধীন থেকে কাজ করতে হয়। ঢাকা জেলায় ২০জন সংসদ সদস্যের (সচিব ঊর্ধ্ব মর্যাদা) বিপরিদে জেলা প্রসাসক (উপ সচিব) ১ জন। শুধু মাত্র আইন পাশ আর উন্নয়ন কাজের সমন্বয় করতে কোন অঞ্চলে যদি ২০ জন সংসদ সদস্যের প্রয়োজন হয় তাহলে মাত্র ১জন উপ সচিব সেই অঞ্চলের যাবতীয় কাজের দায়িত্ব কিভাবে পায়, সরকারি কর্মকর্তা উপ সচিব কি যোগ্যতায় ২০জন সচিব ঊর্ধ্ব সংসদ সদস্যের সমতুল্য। এক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিগন অবমূল্যায়িত এবং সরকারি কর্মকর্তাবৃন্দ চড়া ভাবে অতি মূল্যায়িত হচ্ছেন।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ১০:১৪

এম এম কামাল ৭৭ বলেছেন: আমিন................

২| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ১০:২৪

মনির হাসান কুষ্টিয়া বলেছেন: অনুগ্রহপূর্বক ভুল বুঝবেন না, জেলা প্রশাসকদেরকে সচিব নয় সচিবদেরকে জেলা প্রশাসক করার কথা বলেছি

৩| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ১১:০০

লুথা বলেছেন: আপনার মূর্খতায় আমি মুগ্ধ !!

আপনি কি জানেন যে সচিবের পর আর কোন পদ নেই একজন সরকারী কর্মকর্তার জন্য ??

আপনি কি জানেন উপ-সচিবের পরে কয়টা ধাপ কত বছরে পার হয়ে তারপরে সচিব হতে হয় ??

সচিব যদি জেলা প্রশাসক হয় তাহলে সচিবের কাজ কে করবে ?? মন্ত্রনালয় নিয়ন্ত্রন করবে কে???? আপনি ??

পোস্ট ইচ্ছা করলেই দিতে পারেন কিন্তু নিজের মূর্খতা প্রকাশ না করলেই কি নয় ???

০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৩৭

মনির হাসান কুষ্টিয়া বলেছেন: মাননীয় লুথা আপনাকে ধন্যবাদ। জি, আমি জানি উপ সচিব থেকে কিভাবে সচিব হন। সচিব পদমর্যাদার সবাই কি মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন? আমার জানা মতে মন্ত্রনালয়/বিভাগের দায়িত্বপ্রাপ্ত ছাড়াও অতিরিক্ত অনেক কর্মকর্তা আছেন দায়িত্ব বিহীন বা সচিব মর্যাদায় ডেপুটেশনে কর্মরত। জনবলের দিক থেকে একটি মন্ত্রনালয়/জেলা প্রশাসনের আকার প্রায় সমান। আমার দৃষ্টিতে জেলা প্রশাসন খুব কম গুরুত্বপূর্ণ নয়, জনসংখ্যা, কর্মকাণ্ড, দায়িত্ব ও জবাবদিহিতা, জনসম্পৃক্ততা যে কোন বিচারে। জেলা প্রশাসক সংশ্লিষ্ট জেলায় মহামান্য রাষ্ট্রপতির পক্ষে আদেশ দিয়ে থাকেন, সুতরাং তিনি মহামান্য রাস্ত্রপতির প্রতিনিধিও বটে। এমন একটি দায়িত্বশীল পদে একজন জ্যৈষ্ঠ কর্মকর্তা পেলে স্থানীয় সরকার আরও শক্তিশালী হবে। আমি মূর্খ বটে, চিত হয়ে শোবার শখ লুকিয়ে রাখতে পারিনা---- ক্ষম অপরাধ

৪| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ১১:০৬

পাকাচুল বলেছেন: আপনার আব্বাজান কোন জেলার ডিসি?

মনে হচ্ছে তিনি অনেকদিন ধরে প্রমোশন পাচ্ছেন না, তাই একলাফে সচিব হতে চাচ্ছেন।

০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৪১

মনির হাসান কুষ্টিয়া বলেছেন: অনুগ্রহপূর্বক ভুল বুঝবেন না, জেলা প্রশাসকদেরকে সচিব নয় সচিবদেরকে জেলা প্রশাসক করার কথা বলেছি

৫| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ১১:১৪

মোঃ মজনুর রহমান বলেছেন: এই হারামি পোষ্ট টা সরা । যত্তসব বোকাচোদার আস্তানা ।

০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৪৪

মনির হাসান কুষ্টিয়া বলেছেন: নিষ্প্রয়োজন

৬| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ১১:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাকে রাজা বানানো হোক। জেলা প্রশাসক কিন্তু সঠিক বাংলা নয়। হবে জেলা উপকমিশনার। হা হা হা.....



৭| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ১১:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মনির হাসান কুষ্টিয়া বলেছেন: অনুগ্রহপূর্বক ভুল বুঝবেন না, জেলা প্রশাসকদেরকে সচিব নয় সচিবদেরকে জেলা প্রশাসক করার কথা বলেছি ।

সচিবরা কি উপসচিবের চেয়ারে বসতে রাজি হবেন?







০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৫৪

মনির হাসান কুষ্টিয়া বলেছেন: বসার চেয়ারটি চেঞ্জ করে দিলে হবে

৮| ০২ রা অক্টোবর, ২০১১ ভোর ৪:০৫

রেজা রাজকুমার বলেছেন: পাকাচুল বলেছেন: আপনার আব্বাজান কোন জেলার ডিসি? মনে হচ্ছে তিনি অনেকদিন ধরে প্রমোশন পাচ্ছেন না, তাই একলাফে সচিব হতে চাচ্ছেন।
পোস্ট ইচ্ছা করলেই দিতে পারেন কিন্তু নিজের মূর্খতা প্রকাশ না করলেই কি নয় ???

৯| ০২ রা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৬

অলিন্দ বলেছেন: আমি একটু সহমত পোষণ করছি। তবে একেবারে পদটাকে আপগ্রেড করে সচিব না করে যুগ্ম সচিব করা জেতে পারে।

কারণ একটা জেলাতে পুলিশের এসপি, পিডিবি এর বিদ্যুৎ বিতরণের এক্সএন, রোডস এর এক্সএন প্রমুখেরা(পুর লিস্টটা দিতে পারলাম না) কাজ করেন যারা কিনা ডিসি সম মর্যাদার। জেলা প্রশাসক তাদের সমমর্যাদার হওয়াতে, ডিসি সাহেব তাদের কাজের তদারকি করলে তারা হীনমন্যতায় ভুগেন। এটা দূর করার জন্য এটার প্রয়োজন আছে।

১০| ০২ রা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৫

সার্থক বলেছেন: অলিন্দের কথায় কিছুটা লজিক আছে। কিন্তু লেখকের লেখায় তা-ও নেই। আপনি সংসদীয় এলাকার সাথে প্রশাসনের hierarchy গুলায় ফেলছেন।
একটা জেলায় প্রশাসনিক কাজের তদারকির জন্যে উপ-সচিব মর্যাদার একজন অফিসারই যথেষ্ট। এভাবেই কিন্তু তাদের তৈরি করা হয়।
আর অলিন্দ যে সমমর্যাদার কথা বললেন, গণপূর্ত সচিব কিন্তু রোডসের চিফ ইঞ্জিনিয়ারের তদারকি করতে পারেন, তাহলে কি সেখানে সচিবের উপরের কোন পদবির লোক দেয়া হবে? তা তো না। প্রশাসন ক্যাডারের এইটুকু প্রাধান্য মেনে নিয়েই এই পোস্টগুলো তৈরি করা।

০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৫০

মনির হাসান কুষ্টিয়া বলেছেন: আপনি নিঃসন্দেহে আগ্রহী মানুষ তবে অনাব্য

১১| ০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:২৬

সার্থক বলেছেন: জেলা প্রশাসনেই যদি সচিবদের দিয়ে দেয়া হয়, তাহলে আপনিই একটু বলেন প্রশাসনের নতুন hierarchy কি হবে। অনাব্য কথাটা কোন মানুষকে বললে কি বুঝায় সেটা আমি জানিনা। তবে আপনি যদি চান আপনার উপদেশ মেনে নেয়া হোক, তাহলে প্রশাসনের সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত পদমর্যাদা গুলি নতুন করে পুনর্বন্টন করতে হবে। সচিবদের জেলা প্রশাসক করতে চান ভাল কথা, বাকিরা (উপসচিব,যুগ্ম সচিব,অতিরিক্ত সচিব) কে কি করবে সেইটাও বলে দেন।
আগ্রহ কোথায় দেখাইলাম এইটাও বুঝিনাই অবশ্য।

১২| ০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:২৮

সার্থক বলেছেন: সরকারি কর্মকর্তা উপ সচিব কি যোগ্যতায় ২০জন সচিব ঊর্ধ্ব সংসদ সদস্যের সমতুল্য -- এই লাইনটা পড়লেই বুঝা যায় আপনি প্রশাসন এবং আইন প্রণয়নের কাজ দুটো এক করে ফেলছেন। দুটো যদি একজনই করতে পারত, তাইলে পৃথিবীতে legislator এবং administrator শব্দ দুইটার কোন প্রয়োজন থাকত না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.