![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
knowledge is virtue.
এটা ওটা এবং সেটা অথবা সবকিছু
এই আমি তুমি অথবা সবাই
বিশাল একটা স্টেডিয়াম, খেলা
অহর্নিশ বাঁশি, পাগল পাগল খেলা
একটা কিছু ধরতে চেয়ে
এবং না ধরতে পেরে
শেষমেশ ধূসর এবং ধূসরতর।
একটা শব্দ-জট, সাপের গর্ত
কিছু তরঙ্গ, সূক্ষ্ম- আরও সূক্ষ্মতর
এবং তারপর একঝাক শীতের পাখি
অসময়ে উড়াল, এইতো
তারপর শুধুই অন্ধকার এবং আলো
অথবা এর মাঝখানের কিছু।
০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৫০
জেনো বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:২১
বোকামন বলেছেন:
অন্ধকার এবং আলো
মাঝখানের কিছু
শেষমেশ ধূসর
অথবা সবকিছু
কত সুন্দর লেখা !!
থাকুক অন্ধকার এবং আলো । এবং যা কিছু ভালো, ছাপিয়ে যাক অন্ধকার ......
নতুন পোস্ট নেই কেন ? খুব ব্যস্ত !
ভালো থাকবেন :-)
০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৪৯
জেনো বলেছেন: কোথায় আর নতুন। সবই পাঁচ সাত বছর আগের। আসি পড়তে। কিছু ভাইকে খুব ভাল লাগে, তাই কমেন্টস করা।
ব্যস্ত তো থাকতেই হয়, ব্যস্ততা শেষ হলেই তো ডাক এসে পড়বে........।
আলো এবং অন্ধকারের কত কত রূপ। ম্যান্ডানিজ ধর্মে বলা আছে...............
খুব ভাল থাকা চাই।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ভালো লেগেছে... অনুভূতিমালা।