নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনো

যাঁরা মাটিকে দৃষ্টি দ্বারা রূপান্তরিত করেন রত্নে। আহা, যদি তারা আমাদের উপর দৃষ্টিপাত করিতেন।

জেনো

knowledge is virtue.

জেনো › বিস্তারিত পোস্টঃ

দেবতা

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪২



দেবতাদের ঘুম ভাঙ্গানো উচিত নয়।

মাটির মায়ায় জড়ানো আমরা

তাদের ঘুমের বিভ্রমে, স্বপ্নের দেশে

জন্ম-মৃত্যুর জীবন যাপন করতে করতে

কত আগেই ক্লান্ত হয়ে এখন

বের হবার পথ খুঁজছি এবং

আর্তনাদগুলো মিলিয়ে যাবার পর

বোবা কান্নায় অন্ধকূপে মিলিয়ে যাচ্ছি।

..........

এখনো কি সময়-সুড়ঙ্গ ধরতে পারো নি

পারো নি পাখিদের মত নিদ্ধিধায় ঝাঁপ দিতে

................

ছড়িয়ে দিতে হবে সবকিছু তোমার সময়ে

উড়তে হবে ঠিক তোমার জগতে

তারপর পেছনে যেতে যেতেই পাবে

তাদের ঘুম ভাঙ্গানোর অব্যর্থ মন্ত্র ।।



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেবতাকে নিয়ে কবিতাটি ভাল লাগলো

১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

জেনো বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এখনো কি সময়-সুড়ঙ্গ ধরতে পারো নি
পারো নি পাখিদের মত নিদ্ধিধায় ঝাঁপ দিতে


প্রিয়তে। অসাধারণ কবিতা ভাই। অসাধারণ।

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

জেনো বলেছেন: শব্দরা আন্দোলনে যায়
এবার কবিতা হয়েই ফিরবে

অক্ষর দের লাইনে দাড়াতে হয়
একটু পরেই বুলেট এলো বলে

বিভ্রান্ত বাক্যরা আসে সুযোগ বুঝে
মৃতদেহে শকুন যেমন বসে

ভাষা নতুন কবিতা পেয়ে যায়
তবে শব্দরা ছন্দের টানে মরে।
...
'অসুস্থতা' পরবর্তী সময়ে লেখা 'দেবতা'। কিছুই হয়নি।
ভাল থাকবেন ভাই।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:০৩

উদাসী স্বপ্ন বলেছেন: ঐশ্বরিক বিশ্বাস হতে মুখ ঘুড়িয়ে প্রথমে নিজেকে অস হায়ত্বের কাছে সঁপে দেয়া পরে আবার নতুন আত্মউদ্যোমে ঘুরে দাড়ানো।

পুরো কবিতাটা মানবজাতীর তিলে তিলে গড়ে ওঠা এই সভ্যতার তিলোত্তমসম চিন্তার পরিচায়ক হয়ে উঠেছে।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪

জেনো বলেছেন: লেখক বলেছেন: আপনি আসলেই অসাধারন। আপনার এই রিভিঊ পড়ে আমি পুরো কবিতার মানে বুঝলাম আজ। গ্রেট গ্রেট।
(ইমোগুলো যে সব কই গেল)

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৫

উদাসী স্বপ্ন বলেছেন: মানে?

কবিতা কে লিখছে?

১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

জেনো বলেছেন: লিখছিলাম তো আমি কিন্তু নদী যে গড়িয়ে এতদূর চলে গেছে, বুঝতে পারি নাই।
এই না হলে ক্রিটিক।
(তিনটা হাসির ইমো হইবেক)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.