নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনো

যাঁরা মাটিকে দৃষ্টি দ্বারা রূপান্তরিত করেন রত্নে। আহা, যদি তারা আমাদের উপর দৃষ্টিপাত করিতেন।

জেনো

knowledge is virtue.

জেনো › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১১

একদিন ঘুম ভাঙ্গার পর দেখি

দাড়িয়ে আছি নীল বিশালতার সামনে

একটিমাত্র চিন্তা মাথায় নিয়ে- কে আমি?

উত্তর আসেনি কেবল বুঝেছি দৃষ্টিহীন দৃষ্টি।



আরেকদিন চোখ খুলে দেখি

নৌকায় দুলছে আমার সময়

নদী তুমি এত পথ পাড়ি দাও

আমার কোন পথ বলে যাও

পথ পাইনি কিন্তু বুঝতে পেরেছি

কোথাও আসলে নেই পথ কোন।



পূর্ণ-চাঁদের কাছে বলেছি কতবার

তোমার ঐ ভয় পাওয়া চেহারা

কেন অন্য সবাই বুঝতে পারেনা

কিসের এত ভয় তোমার

না এবারও কোন উত্তর নেই

তারপরও সেই চেহারা না দেখে

ঘুমাতে পারিনা।



২০০৭

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫

মাহতাব সমুদ্র বলেছেন: +++++++++++

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১২

জেনো বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

আমিনুর রহমান বলেছেন:

সুন্দর +++

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১২

জেনো বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

শ্রাবণ জল বলেছেন: ভাল লাগল।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

জেনো বলেছেন: ভাল লাগাটা ছোয়াচে আমি জানি
তাই ছড়িয়ে পড়ুক সব মানুষের মনে।

৪| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:৪৬

বোকামন বলেছেন:


আমার সামনে আমি !!!
চমৎকার লেখাটিতে ভালোলাগা জানিয়ে গেলাম ....

শুভেচ্ছা


২১ শে মে, ২০১৩ বিকাল ৩:০০

জেনো বলেছেন: বোকামন ভাইয়ের মন্তব্য পড়লে, তা সে যেই পোস্টই হোক, একটা সমাহিত ভাব অনুভব করি। এ যেন পরম স্হিরতা.............
বিশ্ব জগতের প্রতিপালক আমাদের সবার মাঝে প্রশান্তি ছড়িয়ে দিন।

৫| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৬

মিজানুর রহমান মিলন বলেছেন: সুন্দর একটা কবিতা পড়লাম । ৩য় ভাল লাগা ।

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪

জেনো বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৬

মিজানুর রহমান মিলন বলেছেন: ভাই, কি আর কমু আমার এই মূল ব্লগটা ডিলিট হয়ে গেছে !!!

Click This Link

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬

জেনো বলেছেন: দেখেছি ভাই।

৭| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৭

রোমেন রুমি বলেছেন: সুন্দর!

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪

জেনো বলেছেন: আপনি তো বেশ ভাল লেখেন। দৃশ্যকল্প গুলো বেশ অনুরণন তোলে।
ভাল থাকবেন।

৮| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯

প্রত্যাবর্তন@ বলেছেন: বেশ ভাল লাগল

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২

জেনো বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮

অস্পিসাস প্রেইস বলেছেন:

সুন্দর কবিতা :)

একদিন ঘুম ভাঙ্গার পর চোখ খুলে দেখবেন আপনার স্বপ্ন পুরন হয়েছে........

শুভ কামনা :) :) :)

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২০

জেনো বলেছেন: ধন্যবাদ ভাই পড়ার জন্য।
আমাদের সবার স্বপ্নগুলো ঈশ্বর পূরণ করে দিক।
প্রশান্তি আসুক বিশ্বপ্রান জুড়ে।

১০| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩

উদাসী স্বপ্ন বলেছেন: পূর্ণ-চাঁদের কাছে বলেছি কতবার
তোমার ঐ ভয় পাওয়া চেহারা
কেন অন্য সবাই বুঝতে পারেনা
কিসের এত ভয় তোমার
না এবারও কোন উত্তর নেই
তারপরও সেই চেহারা না দেখে
ঘুমাতে পারিনা।


একেবলে ভালোবাসায় ঘোরলাগা

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৭

জেনো বলেছেন: এতো শুধু ঘোরলাগা ভালাবাসা না, কিছুটা তামাকের নেশা।
নীল ..... নীল নীল ধোয়া
ভয় .......ডুবে যাওয়া
.........।
অত:পর ঘুম ভেংগে উঠে
নীটসে বলেন 'Thus Spoke Zarathustra'।
;) ;) ;) ;)

১১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪১

উদাসী স্বপ্ন বলেছেন: দর্শনে ওহী নাজিল!

আমার দূর এতদুর না। আপনের কোবতে বুঝতে পারছি এতডুই এন্টেনা।

চালায়া যান....তামাক খানা বাদ দিলে ভালো হয় বাস্তব জীবনে

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

জেনো বলেছেন: ওসব খানা কবেই গিয়েছে চলে, যখন পেয়েছি বুঝে জীবনের মানে।
মানুষ গণ মাটি খায় গুয়ে মেখে মেখে।

কবেই শংকরাচার্য বলেছিলেন '' জগত মায়ার বিভ্রম মাত্র''।

তাই বাস্তব বলে কিছু নেই, সবই মায়া।

আপনার জগতে যা আছে হয়তো আমার জগতে তা নেই।

মোদ্দা কথা তা হলো বাচো, আয়নায় একা একা নাচো।

১২| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

একজন দার্শনিক বলেছেন: ভালো লাগলো

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫

জেনো বলেছেন: ধন্যবাদ ভাই।

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই কবিতা কোথায়?
খুব ভাল আছেন আশা করি।

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

জেনো বলেছেন: ছেড়া পাতা গুলো খুজেই পাচ্ছিনা।
আল্লাহ ভাল রেখেছেন। আপনি?
দেখিনা যে বেশ কিছুদিন, কোথায় থাকেন।
(কিছু অভিমান জমা আছে)

১৪| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ইয়াল্লা, অভিমান ঝেড়ে দিন ভাই। এমন মানুষের অভিমান তো বয়ে বেড়াতে পারব না। লুকিয়ে পড়তে ইচ্ছা করে, পারি না। নিজেকে হালকা করার ক্ষেত্র তো এটা।

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

জেনো বলেছেন: যোগাযোগতো থাকবে।
ওয়েভলেংথ এ টিউন হচ্ছে কি ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.