নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অগ্গমেধার উঠানে অন্ধরাতের গান...

মনোজ মুকুট

মনোজ মুকুট › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম চত্বর ছাড়বো কি ছাড়বো না...

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

প্রজন্ম চত্বর থেকে প্রতিদিনকার জমায়েতের নতুন সূচী নির্ধারণ করা হয়েছে। আর ২৪ ঘণ্টা নয়। এবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্ষোভ চলবে। এর পর বাকি সময়টুকু কি হবে? আমরা কি প্রজন্ম চত্বর ছাড়বো? ছাড়লে যদি জামায়াতীরা এসে সে স্থান দখলে নেয়? সে আশঙ্কা উড়িয়ে দেয়ার শক্ত যুক্তি কী আমাদের আছে? আমার কাছে অন্তত নেই। শহরের যান চলাচলে বিঘœ ঘটছে - এ হলো যুক্তি। এটা সরকারে মাথাব্যাথা। আমাদের মাথাব্যথা নয়। আন্দোলনকারিদের অন্য বিষয়ে মাথা ঘামালে চলবে না। যতক্ষণ সব দাবি পুরণের যথাযথ প্রক্রিয়া শুরু না হচ্ছে ততক্ষণ প্রজন্ম চত্বরে প্রতিবাদী অবস্থান বলবৎ রাখতে হবে। আমি অন্তত তা-ই মনে করি। আমি মনে করি আমাদেরকে প্রজন্ম চত্বরেই থাকতে হবে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: জামায়াত-শিবিরের আস্তানা

Click This Link

তারুণ্যের প্রতিবাদ কি ব্লগারদের হাতছাড়া হয়ে গেছে

Click This Link

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

মনোজ মুকুট বলেছেন: লিঙ্ক ২টি ভাল লেগেছে েমাঃ_হাসান_আিরফ ...ধন্যবাদ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

আসিফরাশেদ বলেছেন: ভাই আমাদের মত নগন্য লোকজন যারা বাসে করে চলাচল করি তারা বুঝতেছি দুর্ভগ কাকে বলে। আমার তো মনে হয় এভাবে রাস্তা আটকিয়ে রাখলে পাব্লিক সেন্টিমেন্ট একসময় আন্দোলনের বিপক্ষে চলে যাবে। আমি কিন্তু ভাই কয়েক দিনেই বাসের মধ্যে মানুষের চরম বিরক্তি টের পেয়েছি। তাই আমার মনে হয় সিদ্ধান্ত ঠিক ই হয়েছে।বরং আমার মনে হয় জায়গাটা পরিবর্তন করে টিএসসির দিকে নিলে ভাল হয়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

মনোজ মুকুট বলেছেন:

যা কইছেন, আত্মার ভেতর দিয়া কন। আপনি যদি এই আন্দোলন সাপোর্ট করে থাকেন, তয় যুক্তি দিয়া বুঝান। পৃথিবীর সব আন্দোলনেই জনদুর্ভোগ থাকে। মানুষ সে দুর্ভোগ মেনেও নেয়। শাহবাগ আন্দোলনের কারনে সৃষ্ট দুর্ভোগ জনতা মাইনাও নিছে। তা না হলে প্রতিদিন হাজারে হাজারে লোক প্রজন্ম চত্বরে জড়ো হতো না ভাই। বুঝার চেষ্টা করেন।




৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

নিষ্‌কর্মা বলেছেন: আমি ব্যক্তগত ভাবে চাই যে শাহবাগে জমায়েত চলবে চব্বিশ ঘন্টা, দাবী পূরন না হওয়া পর্যন্ত।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

শের শায়রী বলেছেন: বুজলাম না কারা এত বড় বিপ্লবী যারা স্কুলের মত টাইম ঠিক করে বিপ্লব ঠিক করে? কারা সেই সব নেতা যারা জনগনের আন্দোলনের দিক নির্দেশনা দেয়? যে মূহুর্তে জামাত হরতাল দিল সেই মূহুর্তে কোথায় আন্দোলন বেগবান হবে তা না আন্দোলন এক রকম বন্ধ করে দিল। আসলেই কি এই সব তথাকথিত নেতাদের কথা সাধারন মানূষ মানবে? আমরা কি আর একবার রাজাকারদের কাছে পরাজিত হব?

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

মোঃ ওমর শরীফ বলেছেন: এমন টাইম বান্ধা আন্দোলনের নাম কোনদিন শুনি নাই।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

ক্ষমতা বলেছেন: যতক্ষণ সব দাবি পুরণের যথাযথ প্রক্রিয়া শুরু না হচ্ছে ততক্ষণ প্রজন্ম চত্বরে প্রতিবাদী অবস্থান বলবৎ রাখতে হবে।

আন্দোলন চলবে। ২৪/৭

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.