নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অগ্গমেধার উঠানে অন্ধরাতের গান...

মনোজ মুকুট

মনোজ মুকুট › বিস্তারিত পোস্টঃ

শহীদ বøগার রাজীব হায়দার আমাদের চেতনার দীপশিখা জ্বালিয়ে রাখবে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫





আমাদের সবার প্রিয় ব্লগার ও এই গনজাগরন মঞ্চের সহযোদ্ধা, স্থপতি আহমেদ রাজীব হায়দার শুভকে শুক্রবার রাতে জামাত শিবির নৃশংসভাবে হত্যা করেছে । আগামী সোমবার ঘাতক জামাত-শিবির কতৃক আহুত হরতাল প্রত্যাখ্যান করে দেশবাসীকে রাজপথে নেমে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর উদাত্ত আহ্ববান জানাচ্ছি। আসুন ওইদিন আমরা সকল শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, কল কারখানা, ব্যাবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, যানবাহনসহ সকল প্রতিষ্ঠান স্বাভাবিক রেখে নিজনিজ কার্যক্রম চালিয়ে যাই। এবং ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে খুনী জামাত-শিবিরকে প্রতিহত করি।



শনিবারের কর্মসূচী:

১. সকালে কালো ব্যাজ ধারণ।

২. শাহবাগ-প্রজন্ম চত্বর জানাজা বাদ-আছর।



দাবীসমূহ:

১. অবিলম্বে ব্লগার স্থপতি রাজীব হায়দাররে গ্রেফতার করতঃ সর্বোচ্চ শাস্তি দাবী করছি।

২. গত চারদিন ধরে এই হত্যাকাণ্ডের হুমকিদাতা খুনী জামাত-শিবিরের অর্থায়নে পরিচালিত সোনার বাংলা ব্লগকে বন্ধ এবং এই ব্লগ সংশ্লিষ্ট সকলক অবিলম্বে গ্রেফতারের দাবী জানাচ্ছি।



সংগ্রাম চলছে, চলবে।

জয় বাংলা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

তুহিন আল মামুন বলেছেন: বাংলাদেশের মানুষ ধর্মভীরু এবং ধর্মপ্রাণ - আমার যতটুকু মনে হয় থাবা বাবার চিন্তা গুলো যদি দেশের সাধারণ মানুষ জানে তবে সেটা কোন ভাবেই সহজ ভাবে মেনে নিবে না ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

মনোজ মুকুট বলেছেন: আপনি যদি ইসলাম ধর্মে বিশ্বাসী হন, তাইলে অপরাপর ধর্ম বিশ্বাসীরা আপনার ধর্মের মতাদর্শ আনুসারে অবিশ্বাসি বা কাফের...সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রীষ্ঠান হোক বা নাস্তিক হোক!তাই বলে আপনি কী অন্য ধর্মের লোকদের হত্যা করবেন...এই শিক্ষা আপনার ধর্ম নিশ্চয়ই দেয়না।
নাস্তিকদেরও একটা ধর্ম থাকে সেটা হয়ত আপনার ধর্মের মত না, ঈশ্বর, ভগবান কিংবা আল্লাহ'র উপর বিশ্বাসী না... কিন্তু ধর্ম প্রচারকরা যদি যুগে যুগে ধর্ম প্রচার করতে পারে তাইলে কেনো নাস্তিকরা তাদের নাস্তিকবাদ প্রচার করতে পারবেনা...????
প্রত্যেক ধর্মইকী একটি অন্যের সাথে মতাদর্শিক জায়গা থেকে সাংঘর্ষিক নয়!তবে কেনো অবিশ্বাসীদের উপর যুগে যুগে এত নির্যাতন, হত্যা,জুলুম!!!

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

হরিসূধন বলেছেন: Nastik ki vabe shohid hoy??

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

ফাঁকা মাঠ বলেছেন: নাস্তিকে কেমনে শহীদ হয়? :-B :-B

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

মনোজ মুকুট বলেছেন: ফাঁকা মাঠ, হরিসূধন, তুহিন আল মামুন, শাহদাতের মর্যাদা শুধু মুসলমানরা পায়? অন্য ধর্মাবলম্বীরা পায় না। নাস্তিক্যবাদও একটি ধর্ম বলে ধরে নেন। আর রাজীব নাস্তিক না আস্তিক তা জানলেন ক্যামনে? নাস্তিক কি আস্তিক কি বুঝেন? আর সে নাস্তিক হলে আপনাদের কী। এত চুলকানি কেন আপনাদের। নাস্তিকতার তিলক পরিয়ে রাজীবের শহীদী মৃত্যুকে খাটো করার প্রয়াস চালাবেন না। তার লেখনীতে নাখোশ হয়েছিলেন? আর রাজীবকে হত্যার জন্য আপনারই তাহলে কাউকে উষ্কিয়েছেন। না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.