নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অগ্গমেধার উঠানে অন্ধরাতের গান...

মনোজ মুকুট

মনোজ মুকুট › বিস্তারিত পোস্টঃ

অনেকদিন পর

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৬



আমারে বধ করিবার সকল মন্ত্র তুমি গিয়েছো জেনে

সকল বিষধর দিন দিনদিন চোখের সুড়ঙ্গে ঢুকে পড়ে

রোদের ঝাঁঝালো পোশাকে। তোমার চোখের মতো,

চোখের দোষের মতো ঘোলা হয়ে আসে সহযোদ্ধার মুখ।



সবারে জানানোর মতো কিছু অনুভূতি ছিল বাকি। হঠাৎ

অহঙ্কারের শিয়রে দেখি পাকা জ্ঞান পড়ে আছে; অনুভূতির

চেয়ে ভীষণ কড়া মদ। দুর্ধর্ষ মোহ তুমি, নেশার পরতে পরতে

শেকলের অন্তর্বীজ রুয়ে দিয়ে আমারে বানাও দাসেরও দাস।



মনে পড়ে গেলে পুরনো শহর-পুরনো শখা, বিষাদের তীব্র

কোদাল খুঁড়ে খুঁড়ে বার করে আনে স্মৃতির মতো বয়েসী

কঙ্কাল; অভিধানে নেই এমন জীবনও তুলে আনে সে।

এমন মৃত্যুও তুলে আনে যা কখনো ঘটেনি আগে।



২৬ জুলাই-২০১৩

ঢাকা

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫০

বোকামন বলেছেন:
দুর্ধর্ষ মোহ তুমি, নেশার পরতে পরতে
শেকলের অন্তর্বীজ রুয়ে দিয়ে আমারে বানাও দাসেরও দাস।


কী দারুণ ! কী দারুণ !
মন ছুঁয়ে গেলো কবিতাটি ........। [১+]

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২১

মনোজ মুকুট বলেছেন: থ্যাংকস বোকামন। এভাবে উচ্ছ্বসিত প্রশংসা পেলে আমি কিছুটা লজ্জিত হলেও খুশির অন্ত থাকে না। প্রায় ৯ মাস পর এই একটি মাত্র কবিতা লিখতে পারলাম। ভীষণ যন্ত্রণা অনুভব করছি, কষ্ট অনুভব করছি কিছু লিখতে না পারার। লেখালেখি এতটা বিরতি দিয়ে হয় না। পড়াশুনাও হচ্ছেন বহুদিন। লেখায় দীনতা আছে জানি। তারপরও যা খুশি লিখলাম। জানি না সাদা কাগজের চেয়ে উৎকৃষ্ট হলো কি না...। ধন্যবাদ। ধন্যবাদ

২| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৯

গরম কফি বলেছেন: বেশ দারুন ।

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

মনোজ মুকুট বলেছেন: ধন্যবাদ গরম গরম কফি...

৩| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল।

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩

মনোজ মুকুট বলেছেন: ধন্যবাদ শঙ্কু...

৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫

আরজু পনি বলেছেন:

অনেক ভালো লাগা রইল।।

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৩

মনোজ মুকুট বলেছেন: ধন্যবাদ। এখনো কবিতা অনেকের ভাল লাগে, শুনেই মনটা ভরে যায়..

৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫০

রাইসুল নয়ন বলেছেন:

অসাধারণ লিখেছেন কবি!!

হারাতে দিচ্ছি না আর তাই পিছু নিলাম।

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪

মনোজ মুকুট বলেছেন: হা...হা...হা...
পিছু নিলেন? ভালই করেছেন। আজকাল পিছু নেয়ার লোকই মেলে না। আমার পরম ভাগ্য। ভাল থাকবেন। কবিতা পড়ার জন্য, মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৬| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ লিখেছেন কবি । ভাল লাগা রেখে গেলাম। :)

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫

মনোজ মুকুট বলেছেন: আপনার জন্যও আমার সকৃতজ্ঞ ভাল লাগা জেন্ম নিল সেলিম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৯

রাইসুল নয়ন বলেছেন:

কবি,

এটা কি এভাবেই লিখেছেন নাকি ছাপাখানার ভূত?

সকল বিষধর দিন দিনদিন চোখের সুড়ঙ্গে ঢুকে পড়ে

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

মনোজ মুকুট বলেছেন: না, রাইসুল, খুব সচেতনভাবেই এটা লেখা হয়েছে। বিষধর দিন কী করে দিনদিন চোখের সুড়ঙ্গে ঢুকে পড়ছে, তা-ই বোঝাতে চেয়েছি। ‘দিনদিন’ একসঙ্গে লিখেছি তাই বিভ্রান্তি ? দিনে পর পর দিন যুথবদ্ধ হলে বোধহয় এভাবেই হবে। আর না হলেও সমস্যা নাই। ভাবটা বোঝাতে পারলেই হলো। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.