![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশের একাডেমিক শিক্ষা ব্যবস্হা এখনো নিরানন্দময়।পাঠ্যপুস্তকে ছাত্র-ছাত্রীরা আনন্দ খুজেঁ পায়না।সন্ধ্যা হলেই আশেপাশের বাড়ীতে শুনতে পাই স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা সজোরে আওয়াজ করে পড়া মুখস্ত করেছে।অভিভাবক এবং শিক্ষার্থীদের মূল উদ্দেশ্য গ্রেড বা ভালো সার্টিফিকেট অর্জন করা ,জ্ঞার্নাজন নয়।ফলে তারা নিরানন্দময় পাঠ্যপুস্তকের মধ্যেই সারাদিন ঝুকে পড়ে থাকে। পাঠ্যপুস্তক বর্হিভূত কোন বই পড়েনা।ফলে ভালো সার্টিফিকেট অর্জন করলেও জ্ঞানে গুণে তারা অনেক দূর্বল। ইন্টারভিউর টেবিলে গেলেই তা প্রমাণ হয়।উচ্চ গ্রেডের সাটিফিকেট নিয়ে চাকুরী না পেয়ে তারা বিভিন্ন অনৈতিক ও সমাজবিরোধী কর্মকান্ডে জড়িয়ে পড়ে।দেশকে ধনে- জ্ঞানে উন্নত করতে হলে আমাদের ক্ষয়িঞ্জু তরুণ সমাজকে জ্ঞানের আলোর সংস্পর্শে আনতে হবে। তাদেরকে জ্ঞানে গুণে উন্নত করতে হবে , মনের চোখ খুলতে হবে। ছোট বেলা থেকেই তাদেরকে সৃজনশীল করে তুলতে হবে।এজন্য প্রয়োজন সরকারীভাবে প্রতিটি ওয়ার্ডে পাঠাগার স্থাপন করা প্রতিটি ইউনিয়নে নয়। বই পড়াকে উৎসাহিত করার জন্য প্রতি সপ্তাহে বিভিন্ন আয়োজন করা এবং পুরস্কারের ব্যবস্থা করা। কারণ বই মানুষকে আলোকিত করে ।যারা ভাল পড়ে তারা কখনো খারাপ কাজ করতে পারেনা। জ্ঞান বিজ্ঞানের অগ্রদূত গ্রীসদের মতে বই হলে “ আত্মার ওষুধ”।দার্শনিক আরজ আলী মাতুব্বরের মতে –পাঠাগার হলো তীথস্থান। তাই প্রতিটি ওয়ার্ডে পাঠাগার স্থাপনের জন্য সরকারের দৃষ্টি আর্কষণ করছি।।
মনসুর মুহাম্মদ
অরুয়াইল বাজার
ব্রাহ্মণবাড়িয়া
[email protected]
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০২
মনসুর আলী বলেছেন: সাব্বির ভাই সময় নষ্ট করে আমার লেখায় কমেন্ট করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৫
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: দরকারি কথা। ওয়ার্ডে ওয়ার্ডে পাঠাগার চাই।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪
মনসুর আলী বলেছেন: ধন্যবাদ আক্তার ভাই কমেন্ট এর জন্য
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩
নতুন বলেছেন: আমার মনে হয় না জনগন আগের মতন বই পড়বে।
আমি ও বইয়ের পোকা ছিলাম... কিন্তু এখন ইন্টারনেটে ব্লগ, ইউটিউব, উইকির উপরে বেশি নিভ`র হয়েছি। এবং কাগজের বই পড়াই হয় না।
তাই আমার মনে হয় সমাজে এখনো প্রতি ওয়াডে পাঠাগার বানালেও তেমন সাড়া পাওয়া যাবে।
তাই কন্টেন্ট গুলি ডিজিটাল হওয়া দরকার।
এই ডিজিটাল জামানাতে বই পড়ার সমস্যা টা থেকে বের হবার কোন ভাল উপায় খোজা দরকার।
বই না পড়লে সমাজের উন্নয়ন হয় না। মানুষ মানুষ হতে পারেনা। যেটার প্রভাব সমাজে দেখাও যাচ্ছে।
সাটিফিকেট ওয়ালা মানুষ আছে... কিন্তু জ্ঞানী মানুষ নাই।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭
মনসুর আলী বলেছেন: বই না পড়লে সমাজের উন্নয়ন হয় না। মানুষ মানুষ হতে পারেনা। যেটার প্রভাব সমাজে দেখাও যাচ্ছে।
সাটিফিকেট ওয়ালা মানুষ আছে... কিন্তু জ্ঞানী মানুষ নাই।---ভাই আপনার কথাগুলো চমৎকার ।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬
মো:সাব্বির হোসাইন বলেছেন: ভালো কথা বলেছেন।সমাজে এখন বই পাঠকের সংখ্যা কমে যাচ্ছে। ছাত্র ছাত্রীরা এখন শুধুমাত্র সার্টিফিকেট অর্জন এর জন্য লেখা-পড়া করছে। জ্ঞানার্জন তাদের মূল উদ্দেশ্য নয়। তাই দেশে এখন নেতিবাচক প্রভাব পড়ছে। এর থেকে রেহাই পেতে হলে স্কুল কলেজ ইউনিভারসিটির ছাত্র-ছাত্রীদের বেশি বেশি বই পড়ার অভ্যাস করতে হবে।এর জন্য সরকারের পদক্ষেপ নেয়া খুবই জরুরি।