নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দহণ

মনসুর আলী

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা’,

মনসুর আলী › বিস্তারিত পোস্টঃ

প্রাইভেট পড়ানো নয়, নিয়ন্ত্রণ করা উচিত কোচিং বাণিজ্যকে।

১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫২





সভ্য দেশগুলোতে বেতন ও সামাজিক দিক দিয়ে শিক্ষককে সবার উপরে রাখা হয়। একটি দেশে যত খাতেই বিনিয়োগ হোক না কেন, সবচেয়ে বেশি লাভ আসে শিক্ষায় বিনিয়োগ করতে পারলে। শিক্ষায় বিনিয়োগ হচ্ছে একটি লাভজনক বিনিয়োগ এতে অ-লাভের কিছুই নাই।কিন্তু দুঃখের বিষয় নতুন বেতন স্কেলের পরও প্রাইমারি স্কুলের শিক্ষকরা এখনো বেতন বৈষম্যের শিকার। এই বৈষম্য সকল শিক্ষকরা হাড়ে মজ্জায় টের পাচ্ছেন।সময়ের বিবর্তনে একবিংশ শতাব্দীর এ অত্যাধুনিক যুগেও মনে হয় কবিতায় বর্ণিত চিরায়ত মাস্টারের অবস্থার কোন পরিবর্তন হয়নি। নতুন বেতন স্কেলের পরও মনে হয় শিক্ষকরা যেন আধুনিক যুগের এক অন্য ‘তালেব মাস্টার’ বৈ আর কেউ নই। তাঁদের তো এমনিতেই নোন আনতে পান্তা পুরায়, যায় যায় অবস্থা।এরপরও যদি সরকারি কর্তামিরা থেকে শুরু করে দেশের জ্ঞানী-গুণী অনেকে শিক্ষকদের প্রাইভেট পড়ানো নিয়ে রীতি নীতির কথা বলেন তখন তাঁদের উদ্দেশ্য করে বলতে মন চাই -শিক্ষকগণ কি তাহলে জীবন বাঁচাতে ছেলে-মেয়ের পড়ার খরচ যোগাতে রাতের অন্ধকারে চুরি ডাকাতি করবেন? শিক্ষকরা তো বড় কোন কর্তা নয় যে ফাইল আটকে অতিরিক্ত টাকা আয় করবেন—তাঁদের পেশার সঙ্গে সম্পর্কিত ছাত্র পড়িয়ে আয় করছেন। এতে শিক্ষকদের নিজ পেশায় দক্ষতা আরও বৃদ্ধি পাবে। খোঁজ খবর নেয়া যেতে পারে কোন শিক্ষক স্কুলে নিজ দায়িত্ব পালনে অবহেলা করেন কি না।ব্যক্তিগত প্রাইভেট পড়ানো নয়, নিয়ন্ত্রণ করা উচিত কোচিং বাণিজ্যকে।
মনসুর আলী
অরুয়াইল বাজার
ব্রাহ্মণবাড়ীয়া

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৮

নতুন বলেছেন: প্রাইভেট পড়ানো নয়, নিয়ন্ত্রণ করা উচিত কোচিং বাণিজ্যকে।

স্কুলে যদি শিক্ষক তার ছাত্রদের ঠিক মতন পড়ান... তবে ঐ ছাত্রের কেন প্রাইভেট পড়তে হবে?

২| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


শিক্ষা নিয়ে লিখার সময় মুল বিষয়ে বাদ পড়ে যায় মোটামুটি অনেকের।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অামার জানা মতে অধিকাংশ স্কুলেই যথাযথ পাঠদান হয়না। নিয়ম অনুসরন করা হয় কিন্তু মেধার পরিচর্যা ও যথাযথ শিক্ষাটা অনেক কমে গেছে। তাইতো শিক্ষার্থীরা অনেক মৌলিক বিষয় না জেনেই শ্রেণী পরিবর্তন করছে।

শিক্ষা এখন বাণিজ্য হয়েগেছে।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০৯

রক্তিম দিগন্ত বলেছেন:
কোচিং কেন স্কুলের শিক্ষকরা পরিচালনা করবে?
কোচিং-এর ফলে অনেক বেকার ছেলে কিছু না কিছু করে উপার্জন করছে। কোচিংকে অবৈধ ব্যবসা বলে বন্ধ করে দিলে সরকার কি মাসে মাসে এই বেকারদের টাকা দিবে নাকি আপনি দিবেন?

মূল সমস্যাটা কোথায় সেটা খুঁজে বের করুন।

সব দোষ কোচিং-এর না। স্কুলে ভালভাবে পড়ালে কোচিং লাগতোই না। শিক্ষকদের প্রাইভেট পড়ানোর কারণেই কোচিং-এর মত মাধ্যমগুলোর সৃষ্টি হয়েছে। এখন সেটাই অলিতে-গলিতে গড়ে উঠছে।
আর তাতে শুধু দোষ পড়ছে কোচিং-এর উপর?

ব্যাঙের ছাতার কোচিং গড়ে উঠলেও ভাল কোচিং এখনো কিছু কিছু আছে। শুধু স্কুলের শিক্ষকদেরকে কোচিং পরিচালনা থেকে নিষিদ্ধ করা হোক। স্কুলেও পড়া হবে, পড়াটা ভালভাবে যাচাইয়ের জন্য কোচিং-এর প্রয়োজনীয়তাও বূঝা যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.