![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা। তার দাফন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী থেকে নেয়া হয়েছিলো নজিরবিহীন নিরাপত্তা। কনকনে শীত উপেক্ষা করে মধ্য রাতে দাফনে অংশ নিতে ছুটে আসা হাজার হাজার স্থানীয় জনতাকে বাধা দিয়েছে পুলিশ। এ সময় তাদের একবারের জন্য শেষ দেখাও দেখতে দেয়া হয়নি। দাফনে অংশ নিতে আসার পথে গ্রেফতার করা হয়েছে শুভাকাক্সী, সমর্থক ও দলীয় নেতাকর্মীদের। এ সময় গ্রেফতার করা হয়েছে অর্ধশতেরও বেশি। বাধা দেয়া হয়েছে সংবাদ সংগ্রহে সদরপুরে যাওয়া সংবাদকর্মীদেরও।
আমিরাবাদ গ্রামে কাদের মোল্লার লাশটি গ্রহণ করেন তার ছোট ভাই ভাষানচর ইউপির চেয়ারম্যান মাইনউদ্দিন মোল্লা। রাত ৩টা ৫৭ মিনিটে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় বাড়ির প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মো: আবু তালেব। জানাজার নামাজে ফরিদপুর জেলা জামায়াতের আমির সামসুল ইসলাম আল বরাটি, সেক্রেটারি অধ্য মাওলানা বদরুদ্দিন, জামায়াত নেতা মো: খালেছ, মাদারিপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো: আব্দুস সোবহান, রাজবাড়ী জেলা জামায়াতের আমির অধ্য নুরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও কয়েক শ’ গ্রামবাসী অংশ নেন। ৪টা ১০ মিনিটে মাত্র ৩০ মিনিটের মধ্যে কাদের মোল্লার লাশ তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
দাফন কাজে অংশ নিতেদূরদূরান্ত থেকে এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা মানুষদের পথে হয়রানি ও আটক করে পুলিশ। যারা সেখানে বিভিন্ন উপায়ে পৌঁছতে পেরেছিলেন তাদের সবাই ঘণ্টার পর ঘণ্টা বাড়ির আঙিনায় লাইনে দাঁড় করিয়ে রাখা হয়। প্রথম পর্বে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সম্পন্ন দাফন কাজে অংশ নিতে দেয়া হয়নি অসংখ্য মানুষকে। স্বজনদের বারবার অনুরোধ ও আহাজারি সত্ত্বে¡ও তাদের শেষবারের মতো কাদের মোল্লার লাশ দেখতে দেয়া হয়নি। রাত সাড়ে ৪টার আগেই দাফন সম্পন্ন করে লাশের বহরে আসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমিরাবাদ গ্রাম ত্যাগ করে।
তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মাধ্যমে বিতর্কিত এক বিচারের মাধ্যমে হত্যা করা জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার লাশ নিয়ে এত সব অপরাজনীতির পরেও ক্ষান্ত হয়নি আওয়ামী সন্ত্রাসীরা। অপরাজনীতির শেষ দৃশ্য হিসেবে তাই গতকালকে শহীদ আবদুল কাদের মোল্লার কবরের নেইমপ্লেট থেকে শহীদ শব্দটি মুছে দিয়েছে। এ নিয়ে এলাকাবাসী ও নেতারা তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন ।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪১
ফুলচন্দন বলেছেন: আওমি লীগ কে.. রাস্তায় পেলে পাকিং করবে পাবলিক.. সময় পেলে...