নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এম মন্জুর হোসেন খান, সহকারী শিক্ষক, পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।\nhttps://www.awesomepic4u.com/

আমিই রানা

আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা

আমিই রানা › বিস্তারিত পোস্টঃ

একটু এসিড দাও

০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

একটু এসিড দাও
কে এম মন্জুর হোসেন খান

আমি একটু এসিড চাইছি তোমাদের কাছে
খেয়ে দেখবো এর যন্ত্রনাটা কত,
দয়া করে আমাকে একটু এসিড এনে দাও
দেখি ধূতে পারি কিনা, ভেতরের ক্ষত।

ভেতরে মোদের বিষ ফোঁড়া আছে একটা
যেটা যন্ত্রনা করে মাঝে মাঝে।
নাহ, না না, ভেতরে আছে এক বিভৎস পশু
যে ভয়াল থাবা মেলে, মৃত্যূর সাজ সাজে।

তাই তো একটু এসিড চাইছি-
চাইছি আমার আমাকে ধূতে।
তোমাদের কাছে একটু এসিড চাইছি
চাইছি মোদের ভেতরের পশুটাকে তাড়াতে।

সেদিন হয়তো আমিও ছিলাম, ওদের সাথে
যেদিন ওরা, ওকে ছূড়ে ছিলো এসিড।
সেদিন তবে, বুকখানা কেন কাঁপেনি আমার!
তবে কি আমিও ছিলাম সত্যিকারের এজিদ?

আজ ভাবি, যদিও ভাববার নেই দরকার;
লিখছি যে লেখা, যার নেই অর্থ।
ভেবো না আবার, আমি পরিতাপের আগুনে পুড়ছি
তাহলে তব ভাবনাখানাই হবে ব্যার্থ।

আমিতো শুধু মোদের পৌরষত্ব দেখিয়েছি
ছুড়েছিলাম সামান্য তরল এসিড,
আমিতো আমার অধিকার খাটিয়েছি
হোক না তা বিকৃত ভাবনার ট্রাজিড।

আমার পূর্বের কবিতা “এলোমেলো স্মৃতিরা”view this link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.