নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এম মন্জুর হোসেন খান, সহকারী শিক্ষক, পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।\nhttps://www.awesomepic4u.com/

আমিই রানা

আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা

আমিই রানা › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস শুধুই কাঁদে

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০

ইতিহাস শুধুই কাঁদে
কে এম মন্জুর হোসেন খান

একটা সূর্য ডুবেছিলো আম্রকাননে,
একটা ফুল ঝরেছিলো আধাঁর মননে,
একটা ইতিহাস মুছেছিলো অঝোর শ্রাবণে,
একটা কালো হাত, থাবা মেরেছিলো নিভৃত চরনে।

দু’শোটি বছর, শেকল পায়ে,
ঘাম ঝরানো লোহিত গায়ে,
ছিলোনা তফাৎ মানুষ-পশুতে,
আমাদের ইতিহাস শুনে বিশ্বও কাঁদে।

একটা সুখের ঘর ভেঙ্গেছিলো শকুনের ছোবলে।
একটা সাজানো বাগান তছনছ, নির্বাক প্রভূর সম্মুখে।
একটা নিঃষ্পাপ হৃদয়ের আত্মহনন, বন্ধুর ছলনে।
একটা কালো ছায়া নিয়েছিলো স্থান, সারা গগনে।

প্রতিটা মূহূর্ত, যেন মৃত্যূর প্রহর গোনা, আর-
অনাহারে- অর্ধাহারে উনুনে টগবগ শব্দ শোনা।
ক্লান্ত শরীরে, ঘুমের ঘোরেই তখন-
স্বপ্নের দেশে রাজভোগ হয় সারা।

হয়েছিলো যে পতন, এসেছিলো নব উত্থান
এসেছিলো নতুন রাজা, নতুন ইতিহাস।
দুর্ভাগা বাঙ্গালী, খুঁজে পায়নি সেই সূর্য।
এ যেন ভাগ্য বিধাতার এক নির্মম পরিহাস।

পিছু হটা জাতি, হঠাৎ ভুলে গেল মৃত্যূর ভয়,
এলো ’৪৭, ’৪৮, ’৫২.... অবশেষে......
’৫৬ তে এলো একজয়।

বাঙ্গালী যেন ভুলে গেছে মৃত্যূভয় কাকে বলে,
জেনে গেছে বেঁচে থাকা মানে সংগ্রাম।
’৬৯ এর গণ অভ্যুত্থান দিয়ে পুনরায় শুরু,
’৭১ এ এসে একটা রক্তাক্ত পতাকা, মানচিত্রসহ
আমার শিকল মুক্ত মাকে পেলাম।

‘মাগো’ তুমি ওদেরকে তোমার আজকের কথা বল,
বল, তুমি আজ আবার রাহুর হাতে বন্দী।
বল, তোমার সেই অকুতোভয় দামাল ছেলেদের কথা
যারা অন্যায়ের সাথে করেনি কভু সন্ধি।

‘মাগো’ তুমি ওদেরকে তোমার আজকের কথা বল,
বল, এখনও হাতে কিছু সময় আছে বাকি।
বল, ওদের মত সত্যিকারের মানুষ হতে,
যারা তোমার সম্ভ্রম রক্ষার্থে দিয়েছে আত্মাহুতি।

‘মাগো’ তুমি তোমার যুব সন্তানদের বলে দাও
বেঁচে থাকা মানে শুধু পেট পুরে খাওয়া নয়,
নয় শুধু গাঁদা গাঁদা পুস্তক মুখস্ত করা।
বেঁচে থাকা মানে অন্যের কথায় সায় দিয়ে যাওয়া নয়,
নয় ফুলের মালা গলায় পরে, নেয়া ফুলেল শুভেচ্ছা।

বল, জীবন মানে সংগ্রাম,
জীবন মানে মাথা উঁচু করে বাঁচা।

আমার পূর্বের কবিতা “বৃষ্টির প্রতি......”

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

আমিই রানা বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে।
কি নেই এই কবতায় ??? সব আছে।
দেশ ভাগ থেকে শুরু করে ভাষা আন্দোলন এমন কি আমাদের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

আমিই রানা বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার এই মন্তব্য সত্যিই আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করছে।

৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার এই মন্তব্য সত্যিই আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করছে।

ভালো থাকুন।

৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

আমিই রানা বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯

মাহমুদুর রহমান বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে।দুঃখজনক হলেও এটা সত্য যে আজও আমরা অনেকেই সেই ইতিহাস সম্পর্কে জানি না।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

আমিই রানা বলেছেন: কিন্তু ভাই আমার সেটা মনে হয় না। অর্থ্যাৎ আমি বলতে চাচ্ছি আমরা যে অনেকে আমাদের ইতিহাস সম্পর্কে জানিনা সেটা আমার মতে দুঃখের নয় বরং আমি খুবই কষ্ট পাই যখন দেখি যারা সঠিক ইতিহাসটা জানে কিন্তু জেনেও না জানার ভান করে অথবা আমাদের গৌরবের ইতিহাসটাকে বিকৃত করে উপস্থাপন করে। তাদেরকে দেখে বা তাদের বক্তব্য শুনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.