নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এম মন্জুর হোসেন খান, সহকারী শিক্ষক, পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।\nhttps://www.awesomepic4u.com/

আমিই রানা

আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা

আমিই রানা › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিতে অতীত

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

স্মৃতিতে অতীত
কে এম মন্জুর হোসেন খান

একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, টগবগ করা রক্তে -
সৃষ্টির নব উল্লাস।

একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, হৈ-চৈ করে বেড়ানো -
পদদলিত সকল হাহুতাশ।

একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, বন্ধন হারা -
সর্ব আনন্দের একছত্র কর্তা।

একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, অপরাজিত সৈনিক -
জীবন যুদ্ধের নব বিজয়ের স্রষ্টা।

একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, না মানা শত বাঁধা -
পাড়ি দেয়া শত দুর্গম পথ।

একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, দেবতার বাঁধা -
আটক করা খেয়ালিপনার রথ।

একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, খেয়ালি বিধির বক্ষ শেল -
বিষ্ণুর চোখে যম দূত।

একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, দুর্দম, দুর্বিনীত, নৃশংস -
আর সৃষ্টির সকল সুখ।

একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, জাতির কান্ডারি -
হয় মুক্ত পথের পথিক।

একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, জাতির কামনায় -
ফিরে আসুক বারবার, পথ দেখাও সঠিক।

সেই যৌবন, আজ -
এসিড নিক্ষেপ করে,
করে খুন-ধর্ষণ-সন্ত্রাসী।

সেই যৌবন, আজ -
কালো টাকার চাটুকারিতা করে,
থাকে নেশার রাজ্যে ডুবি।

সেই যৌবন, আজ -
শেকল পায়ে বন্দি,
গাইতো যারা শেকল ভাঙ্গার গান।

সেই যৌবনের মনুষত্ব আজ -
গড ফাদারের খেয়াল খুশি,
আর গডফাদারেরই মান সম্মান।

আমার পূর্বের কবিতা গুলি
“ছোট্ট পৃথিবী”
“ইতিহাস শুধুই কাঁদে”
বৃষ্টির প্রতি......
একটু এসিড দাও
এলোমেলো স্মৃতিরা
হারায়ে খুঁজি
ব্যাথাটা আমারই
কারন অজানা
ওরা কারা
এসো নেই অগ্নিশপথ
আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আজকের দিনে পোলাপান সারাদিন মেয়েদের পিছে লাইন মাইরাই জীবন নষ্ট করে। স্কুল থেকে হাই স্কুলে উঠতেও পারেনা। মেয়েদের স্কুলের সামনে দাড়িয়ে থাকে। তাদে কাছে যৌবন মানে শুধুই নারী পুরুষের প্রেম। কেউ কেউ বলে ভাই আমি প্রেম করি না।।ওই লোক আরো বেশি ঘোরে।

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

আমিই রানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
সত্যি বলতে কি আমার আমাদের সম্পূর্ন সিস্টেমটাতেই গলদ মনে হচ্ছে। এখানে কি আমাদের মা,বাবা বা আমাদের সমাজ দায়ী নয়! এমন কি আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমারা যারা শিক্ষক আছি, আমরাও কি দায়ী নই অথবা আমাদের সিস্টেমটা কি আমাদের হাত পা বেঁধে রাখে নি?
এই যে শিক্ষকের হাত থেকে বেত কেড়ে নেয়া বা শিক্ষকের দ্বারা শিক্ষার্থী লাঞ্চিত হওয়া এসব, এসব কি.........

২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

নজসু বলেছেন:




যৌবনের অবক্ষয় ঘটেছে কবি।
আমাদের মন মানসিকতা পাল্টেছে।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

আমিই রানা বলেছেন: যৌবন মানে যদি হয় ধর্ষণের মাধ্যমে নিজের পৌরষত্ব জাহির,
যৌবন মানে যদি হয় সিগারেট, বাবা, ডাল খেয়ে মাতাল হওয়া,
তাহলে আর কিছুই বলার নাই, শুধু আপনার সাথে বলবো, হ্যাঁ সত্যিই “আমাদের মন মানসিকতা পাল্টেছে।”

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: আপনি হতাশ কারণ, হতাশ হবার মত যথেষ্ঠ সময় আপনার আছে।নিজেকে ব্যস্ত রাখুন দেখবেন, হতাশ হবার সময় পাবেন না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.