নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এম মন্জুর হোসেন খান, সহকারী শিক্ষক, পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।\nhttps://www.awesomepic4u.com/

আমিই রানা

আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা

আমিই রানা › বিস্তারিত পোস্টঃ

অবাস্তব সত্য

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

অবাস্তব সত্য
কে এম মন্জুর হোসেন খান

দূরের ঐ আকাশটাতে জ্বলে অনেক তারা
ওদের ঐ জায়গাটা কভু তবু স্থায়ী হয়না,
মাঝে মধ্যে ঝরে যায় কেউ
তবুতো ওদের, আলোটা কভু ফুরোয় না!

বাগানের গাছে গাছে ফোটে যত ফুল
সকালে ফোটে কেউ, বিকেলে যায় ঝরে।
দেবতার পুজোয় কেউ, কেউ বা শিরে উঠে,
কেউবা বিয়ে, প্রিয়ের হাতে কেউবা শুকিয়েই মরে।

ক্ষয়ে সব প্রীতি, হয়ে যাবে স্মৃতি।
আশা সে তো মরিচিকার মত।
শুধু ভেসে যাবে দূরে বহু দূরে,
ভ্রান্ত যত সব স্বপ্নের রঙ্গিন ক্ষত।

জীবনের মানে হয়তো এখানেই আছে
সময়ের স্রোতে সে যে ভেসেই যাবে।
দুঃখ সুখের ভেলায়, ঢেউ এর তালে,
আপন বলে যে ছিল -
সে ই হয়তো হারিয়ে যাবে।

হারিয়ে যাবো আমি, তুমি, আমরা সবাই
যেমনি করে হারিয়ে যায় ঐ ফুল -
একটি একটি করে জোনাক জ্বলা রাত!

জীবনের হিসাব ও যেন হয়ে যায় ভূল।
ভুল; এ ভুল দিয়েই তো আমাদের সৃষ্টি।
হয়তো এ ভুলেই জীবন, ভুলেই মৃত্যু!
তারপর ও বাঁচতে হবে, হাসতে হবে,
এটাই যেন জীবনের পরম সত্য।

আশাকরি আপনাদের মতামত জানাবেন। আমার পূর্বের কবিতা গুলিঃ
“স্মৃতিতে অতীত”

“ছোট্ট পৃথিবী”

“ইতিহাস শুধুই কাঁদে”

বৃষ্টির প্রতি......

একটু এসিড দাও

এলোমেলো স্মৃতিরা

হারায়ে খুঁজি

ব্যাথাটা আমারই

কারন অজানা

ওরা কারা

এসো নেই অগ্নিশপথ

আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সজিব আহমেদ আরিয়ান বলেছেন:

বাহ! বেশ ভালো লাগবো। ধন্যবাদ লেখকে!

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭

আমিই রানা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: কবিতায় ধার নেই। তেজ নেই।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

আমিই রানা বলেছেন: ধন্যবাদ ভাই আপনার দ্বিধাহীন মন্তব্যের জন্য। চেষ্টা করবো পরের বার।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.