নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এম মন্জুর হোসেন খান, সহকারী শিক্ষক, পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।\nhttps://www.awesomepic4u.com/

আমিই রানা

আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা

আমিই রানা › বিস্তারিত পোস্টঃ

মোর প্রেয়সী হবে

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০১

মোর প্রেয়সী হবে
কে এম মন্জুর হোসেন খান

ওগো সুকণ্যা,
আমি যদি তোমায় ভালোবাসি বলি,
তুমি কি আমায় ভালোবাসা দেবে ?
দেবে আমায় স্নিগ্ধ পরশ,
ফুলের মালায় গেঁথে।

আমি যদি কভু অবাক চোখে তোমা পানে দেখি।
তুমি কি আমায় হাসি উপহার দেবে ?
নেবে কি আমার হাত দু’খানি
তোমার হাতে তুলে ?

আমি যদি বলি তোমাকেই দেবো
একটি স্নিগ্ধ পূর্ণিমা রাত।
আমার বাগানের প্রথম ফোটা ফুল, -
এনে দেবো এক ঝাক জোনাক।

ঐ আকাশের চূড়োয় নিয়ে
দেবো সাদা মেঘের ছোঁয়া,
নদীর কুলে কাশফুলের মাঝে,
রাখালের বাঁশির সুরের দেবো দোলা।

পাখিদের সুরেলা কন্ঠে গান শুনাবো।
সবুজের মেলায় নিয়ে,
সাগরের ঢেউয়ে ভেসে বেড়াবো,
তোমার হাতে হাতখানা দিয়ে।

তুমি কি নেবে ? আমার এ উপহার।
আমায় ভালোবেসে।
তুমি কি গো মোর প্রেয়সী হবে,
শুধু আমায়’ই ভালোবেসে।


আশাকরি আপনাদের মতামত জানাবেন। আমার পূর্বের কবিতা গুলিঃ
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

“আমাকে মনে রেখো”

অবাস্তব সত্য

“স্মৃতিতে অতীত”

“ছোট্ট পৃথিবী”

“ইতিহাস শুধুই কাঁদে”

বৃষ্টির প্রতি......

একটু এসিড দাও

এলোমেলো স্মৃতিরা

হারায়ে খুঁজি

ব্যাথাটা আমারই

কারন অজানা

ওরা কারা

এসো নেই অগ্নিশপথ

আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ নেই, ধার নেই।

২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

নজসু বলেছেন:



ভালো লাগলো কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.