নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এম মন্জুর হোসেন খান, সহকারী শিক্ষক, পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।\nhttps://www.awesomepic4u.com/

আমিই রানা

আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা

আমিই রানা › বিস্তারিত পোস্টঃ

কাঁদে প্রেম পিয়সী অন্তর

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০

সোনার খাঁচায় বন্দি পাখি, ছটপট সে করে,
ছুটে যাবে, উড়ে যাবে, ঐ বাতাসের সুরে।
মুক্ত ভবে যুক্ত হবে এই সে শ্যামা পাখি,
গানের ছোঁয়ায়, প্রানের দোলায় তারেই ভালোবাসি।


গগন ক্রন্দনে ঝরিছে বারি
প্রেম পিয়সী অন্তর তলে তা জমিছে আজি।
প্রিয়াগো, এ মন খোঁজে তব কোমল পরশ,
আঁধারে ডুবিছে যবে ভরসার দিবস।

শথ ভাবনায় ক্লান্ত হৃদে তব ছবি আঁকা
কত ভগ্ন লগ্নে কল্পলোকে হয় শুধু দেখা।
প্রিয়াগো, এ মন খোঁজে তব কোমল পরশ,
কল্পনার রাজ্যে যবে সব তমিস্র দিবস।

ক্ষনে ক্ষনে হৃদয় গহিনে জমিছে শুধু হতাশা
কে যেন বলে ‘পাবেনা তুমি,এ তব ব্যর্থ ভালোবাসা।’
প্রিয়াগো ; এ মনে হতাশার বাতি জ্বলে হাসি হাসি
পাবোনা জানি, তবুও যে কেন ভালোবাসি !
ভালোবাসি আমি, মম ভালোবাসায় নেই ছলনার ছোঁয়া।
শুধু পারিনা বলতে তব সম্মুখে, মম হৃদয়ের কথা।
প্রিয়াগো, তুমি প্রেয়সী হয়েই থেকো মম হৃদয় গহীনে,
ডায়রীর পাতায়, কবিতার খাতায়, জীবনের সায়াহ্নে।

তবুও শত হতাশার মাঝে এতটুকু আশা আছে বেঁচে-
যদি কভু আস তুমি নিজেই মম পাশে।
সেই দিন, সেই ক্ষন, সোনালী হবে মম জীবন,
ছিড়ে নেবো, পুড়িয়ে দেবো হতাশার যত রাবন।

২৭০৮০৫

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

তারেক ফাহিম বলেছেন: প্রিয়াগো B-)

ফাল্গুনের শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

আমিই রানা বলেছেন: আপনাকে ও, ফাল্গুনের শুভেচ্ছা।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫০

আমিই রানা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.