নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এম মন্জুর হোসেন খান, সহকারী শিক্ষক, পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।\nhttps://www.awesomepic4u.com/

আমিই রানা

আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা

আমিই রানা › বিস্তারিত পোস্টঃ

বিদায় বন্ধু

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০১

বন্ধু; চলে যেতে হবে, চলে যাও সবে।
দুঃখ কিসের! এ বাস্তবতার মাঝে!
ছিলে কত দূরে, কাছে কেন এলে?
কাছে যদিও এলে, এত আপন কেন হলে?

বন্ধু; ছন্দ আজিকে কেনে আসছেনা মনে!
জানিনা কিছুই আমি, জানেনা অন্তর্যামী,
জানে শুধু সে, দূরে আছে যে।
বন্ধু আমার চাইনা আর, দেখা হোক তব সনে।

বন্ধু; বিদায়ের কালে চলে যায় সবে,
চলে যায় ওরা, চলে যায় পথ।
বন্ধু; বিষাদের এ মন কাঁদে সর্বক্ষন।
চাইনা যাক, তবু চলে যায় সে -
তোমারই কাছে, একান্ত পাশে।

বন্ধু; কতগুলো সময়, আনন্দময়।
কতগুলো কথা, অন্তরের ব্যাথা ।
কতগুলো ক্ষন, শুধুই সর্বক্ষন হারিয়ে যাওয়া।
পুরোনো সে স্মৃতি, হারানো প্রীতি রোমন্থন করা।

বন্ধু; এত কাছে কেন এলে আবার চলেও গেলে।
তবে কি তুমি অশ্রুর শ্রাবণ ঝরাতেই এসেছিলে?

বন্ধু ; একে একে যবে, চলে গেছে সবে -
নিঃসঙ্গ আমি রয়েছি পড়ে।
ঠিক তেমনি ভাবে সমস্ত কোলাহল সাঙ্গ করে
যদি বেজে ওঠে তব বিদায়ের ঘন্টা।
ফ্যাকাসে হয়ে আসবে যখন -
তোমার সমস্ত বিকেল বেলা ।
বন্ধু; মনে পড়বে কি আমায়!
আমার সাথে থাকা সেই ক্ষনটা।

বিদায়ী হে বন্ধু, তুমি জান কি?
নিঃসঙ্গতা কতটুকু পোড়ায় আমায়।
সব আছে আশে-পাশে, তবু যেন কিছু নেই।
কি যেন নেই, শুধু নেই, নেই আর নেই।
প্রচন্ড কষ্ট দেয়। কষ্ট দেয় সে সময়।

বন্ধু আমার, বিদায় তোমায়, আমি যে স্বার্থপর।
শুধু মিনতি করি, ভুলোনা মোরে -
খোলা রেখো তব হৃদয় প্রান্তর।
১৪/০৫/২০০৫

আমিই রানা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫

আমিই রানা বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

করুণাধারা বলেছেন: কবিতার ভাবনা ভালো লেগেছে, কিন্তু প্রকাশের স্টাইল সেকালের কবিতার মত লাগলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

আমিই রানা বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।
কবিটা ২০০৫ সালে লিখেছিলাম। আর আমি শখের বসে লিখি নতুন এবং অতটা পরিপক্ক নই এখনও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.