নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এম মন্জুর হোসেন খান, সহকারী শিক্ষক, পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।\nhttps://www.awesomepic4u.com/

আমিই রানা

আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা

আমিই রানা › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তম সুরবালা-১(শুভ শরতের সকাল)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

প্রিয়তম সুরবালা-১(শুভ শরতের সকাল)

শরতের সকালে আজও একটাই সূর্য।
হয়তো দূরে কোথাও ডাকছে পাখি।
তার কণ্ঠে বাজছে ঘুম ভাঙ্গানি গান।
অলসতা কেটে স্নিগ্ধ প্রভাত মেলছে আঁখি।

নতুনত্ব কি কিছু আছে? আজকের এ দিনে।
তবে; দেহ রেখে হারিয়ে যাও, ঐ দূর বনে।
খুঁজে কি পেলে, সবুজের মাঝে,
ঝিঝির ডাকে, পাখিদের গানে।

ভালো করে শুনো, ওরা কি বলে।
বুঝতে কি পারছো, এ কোন সুর।
ঝর্ণার জলও আনন্দোৎছলে কি বলছে।
খুঁজে নাও, বুঝে নাও, এ যে জীবন। আনন্দ মধুর।

জীবনের স্রোতে ভাসবেই কিস্তি।
হাল ভাঙ্গার ভয় তো থাকবেই।
হয়তো হারিয়ে যাবে তুমি, হারিয়ে যাবো আমরা।
তবুও তো আনন্দের আখড়া লুটবোই।
শরতের সকালে আজও একটাই সূর্য।
হয়তো দূরে কোথাও ডাকছে পাখি।
তার কণ্ঠে বাজছে ঘুম ভাঙ্গানি গান।
হয়তো নতুন বছরের শুভ কামনায়-
আনন্দের মখামাখি।
২৫/০৯/২০০৫

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১০

আমিই রানা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.