নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এম মন্জুর হোসেন খান, সহকারী শিক্ষক, পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।\nhttps://www.awesomepic4u.com/

আমিই রানা

আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা

আমিই রানা › বিস্তারিত পোস্টঃ

চিঠি - ২(নির্ঘুম রাতের কথা)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১

চিঠি - ২(নির্ঘুম রাতের কথা)


নিশ্চুপ নিশিতে নিস্তব্ধ বিথীতে
টুপ-টাপ-টুপ ঝরিছে বর্ষার বারি।
জেগে আছি আমি চুপচাপ, শুধুই একাকী।
বন্ধু, মোর হৃদয়ের আত্মনাাদ তুমি শুনতে পাও কি ?

নাহি চাঁদ, নাহি জোনাক। তারা গুলো গভীর ঘুমে।
ঝি-ঝি ডাকিছে ঝিঝি পোকা।
বসে আছি আমি নিশ্চুপ, শুধুই একাকী।
বন্ধু, মম নির্ঘুম রাতের অসহ্য যাতনা, তোমায় স্পর্শ করে কি ?

জানি না তব মনে আছি কিনা জেগে।
রেখেছো কিনা বুকের গহিনে গেঁথে সেই স্মৃতি।
ভুলেও হয়তো বলা হবেনা তোমায়, আমারই কথা,
বন্ধু, কবিতার মাঝেই তাই লিখে যাই, সেই সে ব্যাথা।

ব্যাথা গুলো সব কাঁথা মোড়া দিয়ে রেখে দেবো।
অথবা রেখে দেবো ওদের, শুধুই ডাইরীর পাতায়।
আর আমি; একাকী রাতে আঁধারের সাথে কব কথা।
বন্ধু, তুমি শুধু হয়ে থেকো মম হৃদয়ের স্বপ্ন সখা।
২৯/০৯/২০০৫

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইজান।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

আমিই রানা বলেছেন: সত্যি বলছেন ভাই!
আপনাদের এই অনুপ্রেরনাতে সত্যিই খুবই অনুপ্রেনিত হই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.