নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এম মন্জুর হোসেন খান, সহকারী শিক্ষক, পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।\nhttps://www.awesomepic4u.com/

আমিই রানা

আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা

আমিই রানা › বিস্তারিত পোস্টঃ

ইতি- তোমার পাগল ভালোবাসা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭

ইতি- তোমার পাগল ভালোবাসা


তোমার ভালোবাসায় আমায়-
সিক্ত করবে বুঝি!
আমার ভালোবাসার তুফান, তুমি-
যুঝতে পারবে কি?

সাগরের ভালোবাসা দেখেছো;
ঢেউয়ের সাথে।
যতই তুলুক ভয়াল গর্জন-
মিশে যায় কিন্তু তারই বুকে।

আকশের বিশালতায়;
শুনেছো কি মেঘের গর্জন!
সেই তো নেমেই আসে-
হোক তা কখনও বা অকাল বর্ষণ।

দেখোনি কি ভোরের শিশিরের সাথে-
সূর্যের ভালোবাসা!
মুক্তো দানার গালিচা বিছানো;
অমর যে কাব্য গাঁথা।

দেখেছো কি শিকারির ধনুক-
কিভাবে খোঁজে শিকার!
কত নিবিড় সে ভালোবাসা,
যদিও খুঁজে নেয়, মৃত্যুর দ্বার।

পাহাড়ের ভালোবাসা দেখেছো;
কতো পাষাণ সে হৃদয়!
অথচ, ঝর্নার প্রেমে পাগল;
সবুজের সমারোহ।
১৮/০২/২০১৯


আমি এ কবিতাটা লিখতে গিয়ে কয়েকটা লাইন লিখে আমি নিজেই অবাক/শিহরিত! হ্যাঁ, এটাই তো ভালোবাসা, এটাই ভালোবাসা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১২

শেখ মফিজ বলেছেন: ভালো লেগেছে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০

আমিই রানা বলেছেন: ধন্যবাদ।
আপনাদের ভালো লাগাটাই আমাকে অনুপ্রাণিত করে।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

আমিই রানা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.