নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এম মন্জুর হোসেন খান, সহকারী শিক্ষক, পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।\nhttps://www.awesomepic4u.com/

আমিই রানা

আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা

আমিই রানা › বিস্তারিত পোস্টঃ

আমার মেঘলা আকাশ, আর তুমি!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

আমার মেঘলা আকাশ, আর তুমি!

আজো মনে পড়ে, সেই দিন সে ক্ষণ।
ফেব্রুয়ারির ৭ তারিখ- বিকেলবেলা।
দেখিয়ে দিলে তোমার অজান্তেই-
আমার প্রতি তোমার ভালোবাসা।

আজো চোখে ভাসে সে ক্ষণ,
কথা হয়নি, তবে দেখেছিলাম।
চাপা হাসি; যা আমার জন্য নয়-
ব্যাথাটা যে তখনই পেয়েছিলাম।

দেখেছিলাম তোমার অপলক দৃষ্টি-
এক অদ্ভুত ভালো লাগার কাম্য;
দেখেছিলাম ঘোর লাগা এক মোহ,
হায়! সে তো আমার নয়, অন্য কারো জন্য।

আমি নিরুত্তর, আমি হতবাক;
ভালোবাসার টানেই তো ছুটেছিলাম।
আর তুমি! তুমি ভালোবাসোনি আমায়,
তুমিতো ভালোবাসতেই জানলেনা।

অথচ, আজো আমি ব্যস্ত;
এই, অলস দুপুরবেলা।
চেয়ে দেখো, প্রকৃতিও কতটা নিশ্চুপ;
ক্লান্ত আকাশটাও আমার আজ মেঘলা।

২৬/০২/২০১৯

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতার কথামালা, সুন্দর প্রকাশ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

আমিই রানা বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

আমিই রানা বলেছেন: ধন্যবাদ।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৯

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩০

আমিই রানা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.