![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের ঈদবাজার ভারতীয় পণ্যে সয়লাব। বিশেষ করে অবৈধ পথে আসা ভারতীয় পোশাকের দাপটে মার খাচ্ছে দেশীয় তৈরি পোশাক ব্যবসায়ীরা।
টিভি সিরিয়ালের জনপ্রিয় চরিত্রের নামে পোশাক বিক্রি হচ্ছে। দামের কারণে মধ্যবিত্ত ক্রেতারা নাকানিচুবানি খাচ্ছেন। ঈদ মানেই নতুন পোশাক, জুতা, অলঙ্কার। বৃষ্টি, মেঘ আর রাস্তায় জমে থাকা পানি উপো করেই ঈদ বাজারে যাওয়া। বিভিন্ন বয়সি ক্রেতাদের চাপে মার্কেটগুলোতে ধাক্কা লাগা ছাড়া হাঁটাই দুষ্কর। প্রতিবারের মতো এবারও মার্কেটগুলোতে বলিউড আর ভারতীয় বাংলা সিরিয়ালের অভিনেত্রীদের নামের ট্যাগ ঝোলানো পোশাকের প্রাধান্য ছিল । ক্রেতাদের নজরও তাদের পছন্দের অভিনেত্রীর নাম ঝোলানো পোশাকগুলোর দিকেই। যদিও গার্মেন্টস শিল্পে বাংলাদেশ সারাবিশ্বে সুনাম কুড়িয়েছে। অথচ মুম্বাই সিনেমা ও টিভি সিরিয়ালের ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনকে কাজে লাগিয়ে দেশের ঈদের বাজারে ভারতীয় পোশাক আগ্রাসন শুরু হয়ে গেছে। শুরুতে নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশের ঈদের বাজারে সেমাই-মসলা থেকে শুরু করে জামা-কাপড়সহ সব পণ্যেই ভারতের প্রাধান্য। সাংস্কৃতির নামে ভারতীয় টিভির সিরিয়াল, কার্টুন ও হিন্দী সিনেমার দিকে শিশু-তরুণ-তরুণীদের ঝুঁকে পড়ায় যেমন দেশের নিজস্ব সংস্কৃতি-কৃষ্টি উপেতি হচ্ছে। টিভি সিরিয়াল দেখে বিকৃত রুচির মানসিকতায় কিরণমালা, জলপরি, রাই কিশোরী অধিক বিক্রীর মাধ্যমে বাণিজ্য ঘাটতি বাড়তেই থাকবে? এখন বাংলাদেশের পোশাক শিল্পের উত্থান ঠেকানোর জন্যই কী ভারতীয় পোশাকের প্রাধান্য দেয়া হচ্ছে? ভারতীয় টিভির বিজাতীয় সিরিয়াল ও ধারাবাহিক হিন্দুত্ববাদী অপসংস্কৃতি দেখে কিছু মহিলা ও তরুণীর মধ্যে রুচির বিকৃতি ঘটছে। তারা সিরিয়ালে প্রভাবিত হয়ে কিরণমালা, জলপরি, রাই কিশোরী, রেশম কা জরি, ঝিলিক, রাধিকা, ওহ লায়লা, তিসমার খান, জারা জারা, আয়শা টাকিয়া, দিল দো কলি, বধূয়া, অন্তরা নামের পোশাক-শাড়ির দিকে ঝুঁকছে। জাতি হিসেবে শুধু উন্নত নয়; অর্থনীতিকে স্বাবলম্বী করতে হলে সাংস্কৃতির আগ্রাসন ঠেকানো উচিত। সর্বত্রই ভারতীয় পোশাকের আধিক্য দেখা যাচ্ছে। ভারতের বিভিন্ন টিভির বাংলা সিরিয়াল যেমন কিরণমালা, জলপরি, রাই কিশোরী নামের রঙচঙের পোশাক রয়েছে; তেমনি রয়েছে মুম্বাইয়ের নায়িকাদের নামে বিভিন্ন রকমের শাড়ি। ঈদকে কেন্দ্র করে ভারতীয় টিভির সিরিয়ালের বিভিন্ন চরিত্রের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ওই দেশের ব্যবসায়ীরা পোশাকের নাম দিচ্ছেন। অনেক এক্ষেত্রে বাণিজ্যের সুদূরপ্রসারী চিন্তা থেকেই টিভি সিরিয়ালের নামকরণ ও বিভিন্ন চরিত্রের অভিনেত্রীদের পোশাক পরিচ্ছেদ দেয়া হয়। ভারতীয় স্টার জলসার নাটক সিরিয়ালের চরিত্র কিরণমালা, জলপরি, রাই কিশোরী নামের পোশাক বাংলাদেশের ঈদ বাজার দখল করলেও এ সব নামের পোশাক পশ্চিমবঙ্গ এমনকি পুরো ভারতের কোথাও খুঁজে পাওয়া যায় না। শুধু মাত্র বাংলাদেশের মার্কেট ধরার জন্যই বিভিন্ননামে এগুলো প্রস্তুত করা হয়। দেশের কৃষ্টি কালচারকে উপো করে কিছু সাংস্কৃতিক ব্যক্তির প্রগতিশীলতার নামে কোলকাতার অপসংস্কৃতির প্রতি ঝুঁকে পড়ায় দেশের ছেলে-মেয়েদের মধ্যে ভারতীয় চ্যানেলগুলো জনপ্রিয় হয়েছে। বলিউড সিনেমার পাশাপাশি ভারতীয় কিছু বাংলা-হিন্দী টিভিতে বছরের পর বছর ধরে প্রচারিত সিরিয়াল দেখছে মেয়ে-বউ-ঝিরা। তারা ওই সব সিরিয়ালের বিভিন্ন চরিত্রের বাহারী পোশাকের আকৃষ্ট হচ্ছে। এ কারণে অনেক ক্রেতাই আরো বেশি ঝুঁকছেন তুলনামূলক কম দামে রঙাচঙা ভারতীয় পোশাকের দিকে।
©somewhere in net ltd.