নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ পর্যন্ত লেখাটাই থাকে। টিভি, রেডিও, ওয়েবসাইট, চলচ্চিত্র, মঞ্চ, বিজ্ঞাপণ, ব্লগ - লেখার যতো মাধ্যম সবখানেই লিখতে হবে। পৃথিবী পাল্টে গেছে - এখন আমরা দুহাতের দশ আঙুলেই লিখি।

মুম রহমান

পেশাদার ও নেশাদার লেখক, মাঝে মাঝে কবি

মুম রহমান › বিস্তারিত পোস্টঃ

অতি ছোট গল্প (২০০ শব্দ) : পেপে ও মানুষ

১২ ই মে, ২০১৪ দুপুর ১:১৩





দুই কেজি দেই?

মুকুল পেপে পছন্দ করতো না, এখন খেতে হয়, লিভারের সমস্যারটার পর কাচা পেপে ভর্তা; সব্জীতে, শিং মাছের ঝোলে পেপে অবধারিত। লিভারের কারণে মদটাও ছাড়তে হয়েছে, কিন্তু ভদকার সাথে পেপে-ভিনেগারের যে সালাদটা খেতো সেটা ছাড়েনি। কিন্তু ১০ টাকা কেজির পেপে ছয়মাসে ৩০ টাকা হওয়ায় সে হতবাক হয়।

স্যার?

হ্যাঁ, দুই কেজিই দাও।

ঘরে ঢোকার মুখেই দেখে গেটের সামনে রাজ্জাক দাঁড়ানো। রাজ্জাক আসা মানেই কাজ আর কাজ মানেই টাকা। রাজ্জাক হলুদ দাঁত বের করে হাসে।

সালাম ভাই।

কী খবর!

রাজ্জাক কিছু বলে না, মুকল তালা খোলে। বেডরুম আর ড্রইংরুমের মাঝখানে প্যাসেজ ও বাথরুম। রাজ্জাক ড্রইরুমে বসে। মুকুল বাথরুমের দরজা খোলা রেখেই গোসল করে আর রাজ্জাকের সাথে কথা বলো।

রাজ্জাক, আমি বাইর হমু, তাড়াতাড়ি কামের কথা সারো।

কথা আর কি, ছবি, ঠিকানা নিয়া আসছি, এডভান্স আনছি।

মালটা কেডা?

চিনি না। পলিটিকাল অইতে পারে।

কতো আনছো?

যা দেই তাই, অহন বিশ বাকীটা পরে।

অইবো না।

জ্বি ভাই!

পঞ্চাশ লাগবো। নগদ। কাম শেষ হইলে আরো পঞ্চাশ।

কী কন ভাই! একটানে এতো দাম বাড়াইলে কেমনে অইবো!

অইবো না কেন, মাইনসের দাম কম! জানো, তিন মাসে পেপের দাম বাড়ছে তিনগুণ। সবখানেই দাম বাড়াইবা, লাশের দাম বাড়াইবা না! মানুষ মারা কি সোজা কাম? রেট বাড়াও।

রাজ্জাক নিরুত্তর, স্তব্ধ হয়ে যায়। বাথরুমে কলের শব্দ হয় অবিরল।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:২৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
গল্প ভাল লাগল ৷

২| ১২ ই মে, ২০১৪ দুপুর ২:১০

জিকো বলেছেন: বাংলা ছোট গল্প, কবিতা, উপন্যাস, সাহিত্য সমালোচনা নিয়ে একটি চমৎকার সাইট... আজই ভিজিট করুন.... পড়ুন অথবা লিখুন...

৩| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:০৩

আহসানের ব্লগ বলেছেন: আসলেই লাশের দাম বাড়বেই বা না কেন ?
আর বাড়ছেও কিন্তু ।

৪| ১২ ই মে, ২০১৪ রাত ১০:৩৯

মামুন রশিদ বলেছেন: হুম, পেপের দাম তিন গুন বাড়লে মানুষ খুনের রেট বাড়বে না কেন??


ধাক্কাটা ভালোই খেলাম । ভালো লিখেছিস ।

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৩১

মুম রহমান বলেছেন: ধন্যবাদ দোস্ত

৫| ১৪ ই মে, ২০১৪ রাত ১২:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
রাজ্জাক নিরুত্তর, স্তব্ধ হয়ে যায়। বাথরুমে কলের শব্দ হয় অবিরল।

চমৎকার গল্পে অনেক ভালোলাগা ! ++

সময় করে আমার ব্লগে আসবেন ।

ভালো থাকুন ।

৬| ২৫ শে মে, ২০১৪ রাত ১:২৫

সুমন কর বলেছেন: সবখানেই দাম বাড়াইবা, লাশের দাম বাড়াইবা না! মানুষ মারা কি সোজা কাম? রেট বাড়াও।

ছোট কিন্তু অর্থপূর্ণ, ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.