নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ পর্যন্ত লেখাটাই থাকে। টিভি, রেডিও, ওয়েবসাইট, চলচ্চিত্র, মঞ্চ, বিজ্ঞাপণ, ব্লগ - লেখার যতো মাধ্যম সবখানেই লিখতে হবে। পৃথিবী পাল্টে গেছে - এখন আমরা দুহাতের দশ আঙুলেই লিখি।

মুম রহমান

পেশাদার ও নেশাদার লেখক, মাঝে মাঝে কবি

মুম রহমান › বিস্তারিত পোস্টঃ

অতি ছোট গল্প (২০০ শব্দ) : বাদল দিনের প্রথম কদম ফুল

৩০ শে মে, ২০১৪ দুপুর ১:৪৪



মিনমিনে বৃষ্টি। বর্ষার জানানটা লাজুকভাবেই এলো। চলতি গাড়ির হেডলাইটে বৃষ্টি ভেজা সন্ধ্যার রাস্তায় রঙের উল্লাস। জামে আটকে পড়া রজ্জব অনেকক্ষন ধরেই সুরাইয়াকে খেয়াল করছে। সুরাইয়া কদম নিয়ে এ গাড়ি সে গাড়ি ছুটছে। চলতি পথে যতো বারই মেয়েটাকে দেখে ততোবারই তার ঘর বাঁধতে মন চায়।

এমন বউ পেলে সারাদিন শেষে ডিম ভুনা কি ডাল চচ্চড়ি দিয়ে জীবনটা বেশ কেটে যেতো।

ফুল লইবেন?

সুরাইয়ার প্রশ্নটা একটু ঘুরিয়ে শুনতে পায় রজ্জব। তার মনে হয়, কিশোরীটি যেন বলছে, আমারে লইবেন?

টেনিস বলের মতো রোঁয়া ওঠা নরম ফুলগুলোকে দেখে রজ্জব। বৃষ্টি ভেজা সুরাইয়াকেও দেখে নেয় প্রাণ ভরে।

কতোগুলা আছে তোমার কাছে?

পাশ থেকে আতিক আওয়াজ দেয়, ওস্তাদ সিগনাল ছাড়ছে।

চুপ থাক।

আতিক চুপ মেরে যায়, কিন্তু পেছনের গাড়িগুলো চুপ থাকে না। সমানে হর্ন দিতে থাকে। সুরাইয়া দ্রুত রজ্জবের গাড়ি ঘেষে দাঁড়ায়। পাশ দিয়ে একটা মাইক্রো বেরিয়ে যায় এক ঝলক কাদা পানি ছিটিয়ে। সুরাইয়ার চোখে ময়লা পানি ঢোকে। সে একবার উহ শব্দ করে পাশে সরে যায়।

দীর্ঘ জামে আটকে পড়া গাড়িগুলো সিগনাল পেয়ে রুদ্ধশ্বাসে ছুটতে থাকে। একটা মিনিবাস পাশ থেকে জব্বরের পিকআপকে বাড়ি দেয়। জব্বর তাকিয়ে ছিলো সুরাইয়ার দিকে, সে টাল সামলাতে পারে না। তার গাড়িটা সোজা সুরাইয়ার শরীরের উপর উপুড় হয়ে পড়ে। কদম ফুলগুলো ছিটকে পড়ে রাস্তায়, গাড়ির চাকার নীচে থেতলে যায় তাদের নরম শরীর।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

আহমেদ জী এস বলেছেন: মুম রহমান ,



কাহিনীর বিস্তারটি ভালো ছিলো , পাত্রপাত্রী ও ছিলো একদম বাস্তব সম্মত । কিন্তু নাটকীয় করে ফেলেছেন শেষটাতে । ও ভাবে মেরে না ফেলে অন্যভাবে শেষ করতে পারতেন । অনবদ্য হতো ।

অহেতুক প্রশংসা করতে পারতুম, তা করিনি । করিনি, কারন ; চাইছি লেখাতে আপনার চিন্তার পরিধি আরও বাড়ুক এই প্রত্যাশায় ।

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:২০

মুম রহমান বলেছেন: ধন্যবাদ সুচিন্তিত মতামতের জন্য

২| ৩০ শে মে, ২০১৪ রাত ৯:৩১

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.