নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুনলাইট

মুনলাইট

মুনলাইট › বিস্তারিত পোস্টঃ

ভাবসম্প্রসারন নিয়ে মনের যত ভাব............

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৩:৫৯

ভাবসম্প্রসারন – শব্দটিই কত বড়, লিখতে গেলে এক বিঘা জায়গা লাগে।

এইচ,এস,সি পাশ করা পর্যন্ত আমাদের সবাইকেই ভাবসম্প্রসারন করতে হয়েছে। ভাবসম্প্রসারন নামক এই জিনিষটা পরীক্ষার সময় আমাকে বড়ই জ্বালিয়েছে। ফাকিবাজীর দরুন আর সবকিছু পড়া হলেও এই বিশাল দৈর্ঘের জিনিষগুলো (রচনাও অর্ন্তগত) মুখস্থ করা হতোনা। যেকারনে পরীক্ষার হলে বসে বানাতে হত। যেহেতু সবার শেষে এটা লিখতাম আমিও বসে বসে মনের মাধুরী মিশিয়ে বানাতাম, । তো বানানো কাজটা আসলে অতটা সোজা না যতটা শুনে লাগে। এই জটিল থেকে জটিলতর কাজটা আমি যেভাবে করতাম তা হল, যখন বাংলায় এসব দীর্ঘ আকারের লেখাগুলা লিখতাম তখন চেষ্টা করতাম দুনিয়ার যত কঠিন ও ভাবগম্ভির শব্দগুলা আছে সেগুলা ব্যবহার করার, কারন তখন একটা ধারনা ছিল এটা বোধহয় লিখার মানটা উন্নত করবে এবং যার ফলশ্রুতিতে ভালো মারকস পাওয়া যাবে। কিন্তু সেটা সেই হারে ফল দেয়নি, যেই হারে ভাবতাম।

এমনি কিছু ভাবগম্ভির শব্দ বা শব্দগুচ্ছ নিচে উল্লেখ করলাম-



উন্নতীর চরম শিখর......

উন্নতির সোপান......

সাফ্যলের চাবিকাঠি......

তরুন বা যূব সমাজের এটা এটা করা উচিৎ , বলে যূব সমাজকে তার দায়িত্ব বুঝিয়ে দেয়া......

পরিশ্রমের দ্বারা এই এই মনীষী এই এই কাজ করে দুনিয়াটা উদ্ধার করেছেন।

অধ্যবসায়মুলক রচনা বা ভাবসম্প্রসারনের ক্ষেত্রে মাকড়সা ও নেপোলিয়নের উধাহরনটা অবশ্যই ব্যবহার করতাম।

মাঝে মাঝে দুএকটা ইংরেজী কোটেশানও দিতাম, এই ভেবে যে আপারা স্যারেরা কতই না খুশী হবে, যদিও ফলাফল আশানূরুপ ছিলোনা।

যেমন- Industry is the key of (to) success.

Failure is the pillar of success.

Character is the crown of life.



তবে এটা ঠিক যে যারা মুখস্থ করত তাদের মারকস আমার চেয়ে বেশি থাকত, কিন্তু তাতেও আমার কোন দুঃখ নাই, কারন এটা দ্বারা আমি কথা বানাতে শিখেছি। আর একটা বিষয়, যে সময়টা আমি মুখস্থ করার পিছনে নষ্ট করিনি সেটা কাজে লাগিয়েছি, খেলাধুলা করে।



মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি
সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?

উপরের কাব্যাংশটির ভাবসম্প্রসারণ আমি আজও বুঝি নি।

২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৯

মুনলাইট বলেছেন: রবিকাকা আসলেই একটা দুর্বধ্য কবিতা লিখেছেন।

২| ২৮ শে মার্চ, ২০১২ দুপুর ১:১৪

প্রিপেইড বলেছেন: জটিল আর দূর্বোধ্য,

তাতেই মোরা বাকরুদ্ধ,

মন হয়ে যায় অবরুদ্ধ,

সবই যে মোদের শুদ্ধশব্দ।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১০

খায়রুল আহসান বলেছেন: ভাব বোঝাটাই তো একটা কঠিন কাজ। আর তার সম্প্রসারণ তো আরো বেশী কঠিন!
আর একদম শেষের লাইনটা নিয়ে বলি, আপনি ঠিক কাজটিই করেছিলেন। :)
আমার এ মন্তব্যটা আপনার চোখে পড়বেনা, তবুও লিখে রাখলাম এখানে।
+ +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.