![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুর দিয়ে অসুর দমন সেই অসুরই গাড়ে আসন
পাপড়িগুলো ঝরছে অবিরত বড় অবেলায়
দগ্ধ দেহে পড়ে আছে আঙিনায়
কত শত জারুল পারুল শিউলি ঘাস ফুল
নখড় আঁচড়ে সফেদ দেহে অঙ্কিত হয় কালিমা চিত্র
কটাক্ষের তীরেও বিক্ষত ভগ্ন মূর্তি
কথিত সমাজের ভ্রুকুঞ্চিত - উঁচু নাক ঢাকে রুমালে
শীতাতপ কক্ষে তাক দুমাদুম
খালি হয়ে যায় রসালো-ঝাঁঝালো ডাইনিং
রক্তাক্ত চারপাশ ঢেকে দেয় হয় ঘুনে ধরা চুনকামে
গেড়ুয়া চাদর শ্মশ্রু বদন স্নান করে গঙ্গা জলে আতর ধূপে
পাপড়িগুলো আবার পুড়ে পাল্লার ওজনে
লুপ্ত বিবেক ঘুমায় সুখে সাজানো পালংকে
নখরঘুরে ফিরে ঊদ্ধত পথে অলিতে-গলিতে
নগরে গ্রামে ঘরে ঘরে প্রতি দ্বারে
ওৎপত পেতে থাকে পালকের আড়ালে
কোনো লাঠিয়াল আসে না
ওই ধূসর রুক্ষ পাহাড় থেকে
পাপড়িগুলো তবুও বাঁচতে চায়
ভয়হীন দুর্বিনীত মুক্ত আলোকে
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
মুনসী১৬১২ বলেছেন: মনে হয় না
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
খুকু ইসলাম বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
৩য় ভালোলাগা ।
=========
অসাধারণ
=========
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
রাইসুল নয়ন বলেছেন: সবার সঠিক বোধ জাগ্রত হোক ।
কবিতায় ++
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
মুনসী১৬১২ বলেছেন: সবার সঠিক বোধ জাগ্রত হোক
৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১
আশফাক সুমন বলেছেন: ধন্যবাদ--- সুন্দর লিখেছেন ।
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪
ভিয়েনাস বলেছেন: পাপড়িগুলো তবুও বাঁচতে চায়
ভয়হীন দুর্বিনীত মুক্ত আলোকে .... জেগে উঠুক মনুষত্য।
৫ম ভালো লাগা
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
মুনসী১৬১২ বলেছেন:
৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২২
কামরুল হাসান শািহ বলেছেন: ভালো লেখছেন
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাত
১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রইলো। সুন্দর লিখেছেন।
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
নেক্সাস বলেছেন: ভাল লাগলো কবিতা
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
শাহেদ খান বলেছেন:
কোনো লাঠিয়াল আসে না
ওই ধূসর রুক্ষ পাহাড় থেকে
পাপড়িগুলো তবুও বাঁচতে চায়
ভয়হীন দুর্বিনীত মুক্ত আলোকে
ভাল লাগা জানালাম, কবি।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পাপড়িগুলো আবার পুড়ে পাল্লার ওজনে
লুপ্ত বিবেক ঘুমায় সুখে সাজানো পালংকে..
বাহ........অনেক অনেক ভালো লাগল....................
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
শ্রাবণ জল বলেছেন: ভাল লাগা।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ
১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
রাতুল_শাহ বলেছেন: কথাগুলি বেশ সুন্দর।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১
মুনসী১৬১২ বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
ইসতিয়াক1900 বলেছেন: আমাদের পুরুষদের কি বিবেক হবেনা?? আমরা কি মানুষের সঙ্গায় পড়বনা? সারা বিশ্বেই এক অবস্থা..