নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমারেই চিনি না...চিনিবার জন্য ঘুরছি--- দ্বারে দ্বারে---

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই

মুনসী১৬১২

অসুর দিয়ে অসুর দমন সেই অসুরই গাড়ে আসন

মুনসী১৬১২ › বিস্তারিত পোস্টঃ

মোহিনী আমার দামিনী খেলা

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১০





কাল এক কাজে গিয়েছিলাম ফরিদপুর গিয়েছিলাম- রাতে গিয়ে সকালেই ফেরা- অল্প সময়ে দেখলাম পদ্মার দুই রুপ.............



রুদ্র পদ্মার জীর্ণ বয়স বেলা

তবু তার ঘোলা জলে কত গল্পের বয়ে চলা

সংক্ষুব্ধ সে পাড় ভাঙে আর গড়ে

কলঙ্ক তিলক চরাচর ওঠে জেগে



শ্রিহীন পদ্মা চিৎকার করে বলে

গাঙচিলের কানে কানে

আমি যৌবন ফিরে চাই

দামাল সেই উতাল বেলা

মোহিনী আমার দামিনী খেলা

আবার ফেরত চাই





............





সোনালি রৌদ্দুর আর গাঙচিলের ওড়াউড়ি

নীলাকাশে শুভ্র মেঘের জড়াজড়ি

জলের সঙ্গে কার যেন আড়ি,

ও জল কোথায় তোর বাড়ি?



কোন দুখে তুই এতো ঘোলা

কার শোকে তুই আজও একলা,



রাঙা বধু রঙিন আশায়

সব ছেড়েছে তোর ভরসায়,

সরষে ক্ষেতের মায়া ফেলে

সবুজ ধানের আদর ভুলে

নতুন ঠিকানায়-



নায়ের বুকে কান্না চেপে

আঁচল জুড়ে স্বপ্ন আঁকে,



দুঃখীনি পদ্মারে

তোর কাছে মিনতি করি

দুখে-সুখে রাখিস ধরি,



নতুন চরে বাসর গড়ে

নেবো তারে বুকের পরে

সবুজ আঙিনায়।



মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


অসাধারন রকম সুন্দর ++++++ রইল।

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সোনালি রৌদ্দুর আর গাঙচিলের ওড়াউড়ি
নীলাকাশে শুভ্র মেঘের জড়াজড়ি
জলের সঙ্গে কার যেন আড়ি,
ও জল কোথায় তোর বাড়ি?

সুন্দর !

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। গান বানানো যাইবেক।

১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

৪| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: শান্তশিষ্ট পদ্মার গান!

ভালো লেগেছে।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

৫| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৭

সায়েম মুন বলেছেন: সুন্দর!

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪

মুনসী১৬১২ বলেছেন: ঈদ মুবারক

৬| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

ভিয়েনাস বলেছেন: কোন দুখে তুই এতো ঘোলা
কার শোকে তুই আজও একলা,

ভালো লাগলো।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫

মুনসী১৬১২ বলেছেন: ঈদ মুবারক

৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬

নেক্সাস বলেছেন: নতুন চরে বাসর গড়ে
নেবো তারে বুকের পরে
সবুজ আঙিনায়।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

৮| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০১

সমুদ্র কন্যা বলেছেন: পদ্মার দুই রূপ অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন কবিতায়। খুব ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.